women empowerment-নারীর ক্ষমতায়ন

 

নারীর ক্ষমতায়নে বদ্ধপরিকর দেশ পাল্টাচ্ছে
জীবনযাত্রার মান

women empowerment
women empowerment

 

নিজস্ব সংবাদদাতা :  সেই কবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর.|কালের চড়াই-উৎরাই পেরিয়ে এসে আজ আমরা হয়েছি অনেক আধুনিক| অনেকাংশে আমরা পেরিয়ে এসেছি অতীতের ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বদ্ধ বেড়াজাল | পুরুষতান্ত্রিক সমাজের ধ্যান-ধারণা আজ অনেকটাই ফিকে | আজকের সামাজিক প্রেক্ষাপটে নারী-পুরুষ উভয়ের কাঁধে ভর করে দেশ তথা সমগ্র বিশ্ব অগ্রগতির পথে এগিয়ে চলেছে আর এটাই একটা বড় সাফল্য নারী ক্ষমতায়ন আদতে নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারীদের স্বকীয়তা নিরাপত্তা নিজস্বতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আর এই ক্ষমতায়ন যে কতটা জরুরী তা উপলব্ধি হয়েছে দেশ তথা সারা বিশ্বের  সর্বত্র | নারী পুরুষ লিঙ্গ সমতা কথা উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এছাড়া মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এমনকি নির্দেশাত্মক নীতির মাধ্যমে উল্লেখিত রয়েছে | বিষয়টি স্বাধীনতার পর থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই ব্যাপারে বিভিন্ন সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে | 1990 সালের সংসদীয় আইনের মাধ্যমে তৈরি করা হয়েছে জাতীয় মহিলা কমিশন যার উদ্দেশ্য নারী অধিকার ও নারী সুরক্ষা সুনিশ্চিত করা | এছাড়াও 1993 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে 73 ও 74 নম্বর ধারায় পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হয় যাতে করে স্থানীয় প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলারা অগ্রাধিকার পায় | এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে মহিলাদের জন্য আসন সংরক্ষণ সুনিশ্চিত করা হয়েছে আজ প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে বিচারব্যবস্থার চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা প্রদান এমনকি দেশের সেনাবাহিনীতে ও দক্ষতার সাথে নিজ দায়িত্বে সামলাচ্ছেন  নারীরা |


বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন্দ্র থেকে রাজ্য  সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করেছেন নারীর ক্ষমতায়নের অগ্রগতি ত্বরান্বিত করতে  শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে রাজ্যের কন্যাশ্রী প্রকল্প সেক্ষেত্রে প্রশংসার দাবি রাখে |


এছাড়াও নারীদের স্বাবলম্বী করার জন্য গড়ে তোলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠী দেওয়া হচ্ছে কম সুদে বিভিন্ন আর্থিক সহায়তা |
ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশ এর কাছে নারীর ক্ষমতায়ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় | কারণ আজ রাজ্য সহ দেশের বহুল পিছিয়ে পড়া জায়গায় নারীর ক্ষমতায়ন তো দূর সামান্য অধিকার থেকে বঞ্চিত হন তারা ,আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা এই সমস্ত

বাধা কাটিয়ে উঠতে পারব সেই সাথে দেশের প্রতিটি কোনায় রুখে দিতে পারব নারীর লাঞ্চনা, শ্রীলতাহানি, পণপ্রথা , বাল্যবিবাহ সহ সামাজিক ব্যাধি আর সেই দিনই হবে প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন |

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top