SSC GD Constable Recruitment 2023 | মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ অনলাইনে আবেদন শুরু
রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর,আপনারা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে যে কোন সরকারি প্রার্থীরা চাইলে এখানে আবেদন করতে পারবেন সেন্ট্রাল গভমেন্টের একটি চাকরি প্রতিবছর নিয়োগ হয়ে থাকে আমরা সকলেই এখানে আবেদন করি এবং সকলের পছন্দের একটি চাকরি যেখানে স্বচ্ছ এবং সাদৃশ্য ভাবে দুর্নীতিমুক্ত রেক্রুটমেন্ট আমরা জানি এস এস সি জিডি এখানে ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যায়, বয়স হতে হয় ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাই। তাদের বয়স ১৮ থেকে ২৩ বছরের উর্ধ্বে হয়ে গেলেও তারা কিন্তু এখানে তাদের বয়সের ছাড় পেয়ে যায় এছাড়াও রয়েছে মেরিট এর ক্ষেত্রে বিশেষ ছাড় সম্পূর্ণ কিছু আপনারা জেনে নেবেন আজকের এই প্রবন্ধটি থেকে |
SSC GD Constable Recruitment 2023
২০২৩ এর ডিসেম্বর মাসে ভারতের সকল নাগরিকদের আমন্ত্রণ জানিয়ে এই নোটিফিকেশনটি জারি করল কেন্দ্র যেখানে ৭৫ হাজার ৭৬৮টি শুন্য পদে নিয়োগ চলবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় | তাই পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। মহিলাদের জন্য এখানে বেশ কিছু শূন্য পদ সংরক্ষণ করা রয়েছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য শূন্যপদ সংরক্ষণ করে রাখা হয়েছে।
SSC GD Recruitment Notification
পদের নাম |
কনস্টেবল জিডি |
শিক্ষাগত যোগ্যতা |
মাধ্যমিক পাস |
বয়স |
১৮ থেকে ২৩ |
শূন্য পদ |
৭৫ হাজার ৭৬৮ |
আবেদন পদ্ধতি |
অনলাইন |
গুরুত্বপূর্ণ তারিখ |
২৪/১১/২০২৩ – ২৮/১২/২০২৩ |
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
ssc.nic.in |