Privacy Policy Generator Tool For Blogger | ব্লগার ওয়েবসাইটের জন্য Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেন ?
তো বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে ব্লগার ওয়েবসাইটের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পেজ নিয়ে আলোচনা করব আপনারা যদি আপনার ওয়েবসাইটে এই পেজটি তৈরি করে রাখেন তাহলে Google AdSense এর GDPR Policy সহজে আপনার ওয়েবসাইট টিকে বুঝে নিতে পারবে এবং আপনার ওয়েবসাইটের শর্তাবলী সম্পর্কে তারা জানতে পারবে। আপনি যদি ব্লগার হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি পড়বেন এবং আমাদের দেওয়া নিচের তথ্য অনুযায়ী আপনারাও কিন্তু এই পেজটিকে তৈরি করে নেবেন এই পেজের বিশেষ ভূমিকা রয়েছে তা আমরা নিম্নে আলোচনা করছি।
ব্লগার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি পেজের গুরুত্ব কি ?
ব্লগার ওয়েবসাইট এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পেজ আমাদের প্রথম তৈরি করে নিতে হয় তার মধ্যে একটি পেজ হল এই প্রাইভেসি পলিসি পেজ। এই পেজে আপনারা আপনাদের ওয়েবসাইটের সেই সমস্ত তথ্য দিতে হয় যা ডিজিটরকে কি কি এলাও করবে তা এই পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আপনার ওয়েবসাইটের কোন ভিজিটার যদি আপনার ওয়েবসাইটে কোন কনটেন্ট পড়েন তাহলে সেই ভিজিটর কিন্তু আপনার প্রাইভেসি পলিসি পেজের সমর্থন করছে। এভাবে ইউজার এবং এডমিনের মধ্যে একটা এগ্রিমেন্ট তৈরি হচ্ছে এই পেজের মধ্যে দিয়ে।
তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য Policy Privacy পেজ তৈরি করতে পারবেন এই পেজটি আপনাকে আপনার এবং আপনার ইউজারদের সঙ্গে একটা মেইল বন্ধন তৈরি করবে তারা জানতে পারবে আপনার ওয়েবসাইটে কি ধরনের ইনফরমেশন দেয়া হয়। আপনার এবং আপনার ভিজিটরদের মধ্যে একটা কন্টাক্ট চুক্তিবদ্ধ হবে সে যখনই আপনার আর্টিকেল গুলি পড়বে এই পেজটি ছাড়া এডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়া অসম্ভব তো এই পেজটি আপনার অবশ্যই তৈরি করে নেবেন।
AdSense এপ্রুভাল পাবার জন্য আপনাদেরকে সবার প্রথমে যে পেজটি তৈরি করতে হবে তার মধ্যে Privacy Policy পেজটির গুরুত্ব একটু আলাদা অন্যান্য পেজগুলিকে আপনি তৈরি করে সুন্দরভাবে Indexing এর জন্য আগে পাঠাবেন যদি আপনার আর্টিকেল গুলির সাথে নিচে দেওয়াই পাঁচটি পেজ ইনডেক্স থাকে –
About US
Contact US
Disclaimer
Privacy Policy
Term and Condition
Sitemap
তবেই আপনারা এডসেন্সের এপ্রভাত দ্রুত পেয়ে যাবেন তোমার রাখতে হবে এই পেজগুলি ইনডেক্স ইন ছাড়া আপনার এডসেন্সের এপ্রুভাল পেতে একটু সময় লেগে যাবে। তবে হ্যাঁ আপনাকে মনে রাখতে হবে আপনার কমপক্ষে 25 টির বেশি আর্টিকেল থাকতে হবে সেই সঙ্গে 1500 ওয়ার্ড এর বেশি যদি আপনি আর্টিকেল তৈরি করতে পারেন তাহলে দ্রুত এডসেন্সের অ্যাপ্রভাল পাওয়ার চান্স থাকবে। এই সমস্ত ক্রাইটেরিয়া মেনে যদি আপনি আর্টিকেল লেখেন তাহলে দেখবেন ১০০% AdSense এপ্রুভাল পাওয়ার চার্জ থাকবে ।
গুগল এডসেন্সের নতুন পলিসি অনুযায়ী আপনারা যদি আপনাদের আর্টিকেলের মধ্যে কোন ডাউনলোড লিংক ডাউনলোড বাটন, এডাল্ট ওয়ার্ড লিখে থাকেন তাহলে অবশ্যই সেগুলিকে রিমুভ করবেন এছাড়া হ্যাকিং সংক্রান্ত যদি কোন আর্টিকেল লেখেন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে অত্যাধিক মাত্রায় উপার্জন এই সমস্ত ওয়ার্ড গুলোকে আপনি কখনোই আর্টিকেলের মধ্যে ব্যবহার করতে পারবেন না এতে আপনার ওয়েবসাইটটি ক্ষতি হতে পারে অর্থাৎ এডসেন্স কখনোই এই ধরনের কিওয়ার্ডগুলোকে ব্যবহার করার অনুমতি দেয় না নিজেদের ওয়েবসাইটের ওপর। আপনি যতটুকু ইনফরমেশন দিতে পারবেন ততটুকু দেবেন সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার ওয়েবসাইটটি ভালো থাকবে এবং আপনার এডসেন্সের অ্যাপ্রভাল কভার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা ধন্যবাদ আমার এয়ার টিকেট সম্পূর্ণ করবার জন্য আরো বিষয়ে জানবার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
Note: প্রাইভেসি পলিসি পেজ বানাতে গেলে আপনাদেরকে প্রথমে আমাদের দেওয়া নিচের বক্সগুলিতে আপনাদের তথ্য পূরণ করবেন। প্রাইভেসি পলিসি পেজ ছাড়া কিন্তু আপনারা কখনো গুগল এডসেন্সের অ্যাপ্রুবল পাবেন না। এখানে আপনাকে নিচে দেওয়া সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বসাতে হবে
- Website Name
- Website URL
- Email ID
Fill all the details
Your Generated Code