Powers of the Speaker of the Loksabha (লোকসভার কার্যক্রম নিয়ন্ত্রনে স্পিকারের ক্ষমতা )

 Powers of the Speaker of the Loksabha (লোকসভার কার্যক্রম নিয়ন্ত্রনে স্পিকারের ক্ষমতা )

নমস্কার বন্ধুরা,

আজ আমরা শেয়ার করতে চলেছি Descriptive General Studies যা তোমাদের wbp police s.i,wbpsc, wbMiscellaneous, ssc Graduate level সহ  চাকরির পরীক্ষায় সাহায্য করবে বলে আমরা আশা রাখি | এছাড়া তোমরা জানো যে Descriptive General knowledge সমস্ত কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ে তোমরা যদি জ্ঞান ভালো থাকে তাহলে তোমরা মোটামুটি সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে| আজ আমরা  Indian Parliament এর  খুব গুরুত্বপূর্ণ একটি পদ  বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হলো লোকসভার কার্যক্রম নিয়ন্ত্রনে স্পিকারের ক্ষমতা (Powers of the Speaker of the Loksabha to regulate proceedings of the House.)

Powers of the Speaker of the Loksabha
Powers of the Speaker of the Loksabha

Question: লোকসভার কার্যক্রম নিয়ন্ত্রনে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী  লেখো  ?

লোকসভার কার্যক্রম নিয়ন্ত্রনে স্পিকারের ক্ষমতাঃ (Powers of the Speaker of the Loksabha to regulate proceedings of the House.)

স্পিকার বা অধ্যক্ষ লোকসভায় সভাপতিত্ব করেন। সংবিধানের ৯৩ নং ধারানুযায়ী ভারতে সাধারণ নির্বাচনের পর নবগঠিত লোকসভার সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার পদে এবং অন্য একজনকে ডেপুটি স্পীকার পদে নির্বাচিত করেন। মূলত, লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ পদে প্রার্থী হিসেবে মনোনীত করে।

সভা পরিচালনা :- সুশৃঙ্খলভাবে সভা পরিচালনা করা স্পিকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ কাজ। যেমন
১) লোকসভায় কোন্ প্রস্তাব উত্থাপন করা হবে, কোন নোটিশ আলোচনার জন্য বিবেচিত হবে ইত্যাদি বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত। 
২)সভায় বক্তৃতা দেওয়ার ব্যাপারে সদস্যদের স্পিকারের অনুমতি নিতে হয়। 
৩)সভায় সব সদস্য যাতে সমান সুযোগ পান সেদিকে স্পিকারের লক্ষ্য থাকে।
8) লোকসভায় বিশৃঙ্খল আচরন করলে স্পিকার যেকোনো সদস্যকে সভা থেকে বহিষ্কারের নির্দেশ দিতে পারেন।
৫) সভায় তুমুল বিশৃঙ্খলা দেখা দিলে স্পিকার সাময়িকভাবে সভা মুলতবি করে দিতে পারেন।
৬)লোকসভার কোরাম, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সদস্য হাজির না হলে তিনি সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন।
লোকসভার সদস্যদের অধিকার রক্ষা :- সদস্যদের অধিকার ভঙ্গ বা লোকসভা অবমাননার দায়ে তিনি যেকোনো ব্যক্তি বা সংসদ সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
অবশ্য লোকসভার অধিবেশনের সমাপ্তির পর সংশ্লিষ্ট আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার সংস্থান আছে। তা ছাড়া স্পিকারের অনুমতি ছাড়া লোকসভার কোনো সদস্যকে পার্লামেন্টের ভেতরে গ্রেফতার করা যায় না।
সভার কর্মসূচি নির্ধারণে ভূমিকা : লোকসভার সভাপতি বলে পরিচিত স্পিকার লোকসভার কর্মসূচি স্থির করেন। কোন বিষয়টিকে আলোচনার জন্য গ্রহণ করা যাবে, কোন বিষয়টিকে গ্রহণ করা যাবে না- সেই বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এ ছাড়াও সভার কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার জন্য স্পিকার রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন [১১৮ (৪) নং ধারা]।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top