page with redirect google search console | page with redirect error
এই প্রবলেমটির সলভ আপনারা কিভাবে করবেন আপনার গুগল সার্চ কন্সালে যদি Page With Redirect Google Search Console এই সমস্যাটির সমাধান আপনারা কিভাবে করবেন । তো বন্ধুরা কখনো কখনো আমাদের সাথে এমন হয় যে আমরা যদিও ভালো প্রতিদিন আর্টিকেল লিখছি তো আর্টিকেলগুলি হয়তো ঠিকঠাকমতো গুগলে ইনটেক্স হচ্ছে না এবং যখন আমরা আমাদের Google Search Console প্রবেশ করি তখন সেখানে আমরা দেখতে পাই Page With Redirect এর একটি প্রবলেম রয়েছে। এর জন্যই কিন্তু আমাদের অধিকাংশ আর্টিকেল গুগল দ্বারা সহজে ইনটেক্স হয়না এই সমস্যাটি সমাধান নিয়ে আপনাদের সামনে আজকের এই আর্টিকেলটি উপস্থাপন করছি আপনারা সম্পূর্ণ বিস্তারিত পড়বেন এবং দেখে নেবেন।
How to Salve Page With Redirect | কিভাবে আপনারা Page With Redirect সমস্যার সমাধান করতে পারবেন |
আপনাদের ওয়েব সাইটে ট্রাফিক না আসার একমাত্র কারণ Page with Redirect অর্থাৎ আপনি এর যে আর্টিকেলগুলো লিখছেন যে পোস্টগুলি আপনি পাবলিশ করছেন তার ইউ আর এল সঠিকভাবে google এ ইনডেক্স হচ্ছে না অথবা আপনি ইনটেক্স করাতে পারছেন না যার কারণ হিসেবে ডুবলিকেট একটি url তৈরি হচ্ছে সেখানে Redirect করছে এবং যার ফলে আপনার ওয়েবসাইটে যে সমস্ত Crowlers আসছে তারা সেখানে বাধাপ্রাপ্ত হয়ে 404 Error সমস্যার সম্মুখীন হচ্ছে যার ফলে আপনার ওয়েবসাইট থেকে তারা দ্রুত বেরিয়ে যাচ্ছে। যদিও আপনার ওয়েবসাইটে সেই সমস্ত ইনফরমেশনগুলি রয়েছে যেগুলি আপনি পোস্ট পাবলিশ করার সময় দিয়েছেন এই সমস্যা সমাধান করবার জন্য আপনাকে আমাদের নিচের দেওয়া স্টেপ গুলি চিত্রসহ ফলো করতে হবে।
- প্রথমে আপনি গুগল সার্চ কনসোলে যাবেন
- Pages অপশনটিতে ক্লিক করবেন
- সেখানে আপনার সমস্ত সমস্যা দেখানো হবে
- Page With Redirect অপশনটিতে ক্লিক করলে
- যে সমস্ত পেজগুলিতে সমস্যা রয়েছে তার একটি লিস্ট আপনারা দেখতে পারবেন
- এবার আপনাকে আপনার ব্লগার ওয়েবসাইটের সেটিং এ যেতে হবে
- Custom Redirect Option টি দেখতে পারবেন ক্লিক করে আপনাকে আপনার এফেক্টিভ URL বসিয়ে দিতে হবে উপরে এবং নিচের অংশে Index হওয়া URL পিকে বসিয়ে দিতে হবে
- এবার আপনাকে Parmanant অপশনটিকে অন করবেন।
- সবশেষে আপনাকে Add এবং Save করলেই আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে।
তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা আপনাদের Google Search Console সমস্যা থেকে সমাধান করতে পারবেন আর্টিকেলটি পরে যদি আপনাদের কোন জ্ঞানমূলক দক্ষতা অর্জন করে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম লিখে যাবেন আজকের মত এটুকুই পরদিন আরও একটি নতুন আর্টিকেল আমি আপনাদের জন্য তুলে ধরবো যেগুলি আপনাদের ব্লগিং করতে সুবিধা প্রদান করবে।