Most important history SAQ question-answer (set:4)

 Most important history SAQ question-answer (set:4)

হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শেয়ার করতে চলেছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ| এই ইতিহাসের প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছে তাই এই প্রশ্নগুলি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন রেল ব্যাঙ্ক ইসিএসসি সহ কোন রাজ্যের পরীক্ষা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই এইগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন |

Most important history SAQ question-answer
Most important history SAQ question-answer


Q ➤ মহাবীরের প্রথম শিষ্যের নাম কি ? Ans ➤ জামলি


Q ➤ পাইক বিদ্রোহ করে হয় – Ans ➤ ১৮১৭সালে (নেতা দুর্জন সিং)


Q ➤ হস্তকুঠার সংস্কৃতির যুগ বলা হয় ?Ans ➤ প্রত্নপ্রস্তর যুগ


Q ➤ শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রবর্তক কে ? Ans ➤ স্থূলভদ্র ৷


Q ➤ আইহোল প্রশস্তি রচনা করেন ?Ans ➤ রবিকীর্তি


Q ➤ উপনিষদ হল কি ? Ans ➤ বেদের শেষভাগ


Q ➤ ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির লেখক কে ? Ans ➤ প্লিনি


Q ➤ বিন্দুসারকে অমিত্রাঘাত উপাধি দেন কারা ? Ans ➤ গ্রিকরা


Q ➤ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন ? Ans ➤ অশ্বঘোষ


Q ➤ গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন ? Ans ➤ শ্রীগুপ্ত


Q ➤ দ্বিতীয় অশোক বলা হয় ? Ans ➤ কনিষ্ককে।


Q ➤ কথাসরিত সাগর গ্রন্থের রচয়িতা কে ? Ans ➤ সোমদেব ভট্ট।


Q ➤ ঋকবৈদিক যুগের সভ্যতা ছিল কি প্রকৃতির ? Ans ➤ ‘পিতৃতান্ত্রিক’


Q ➤ মহাবীরের জন্ম আনুমানিক কত খ্রীষ্টপূর্বাব্দে ? Ans ➤ ৫৪০ খ্রীঃপূঃ বৈশালীর উপকণ্ঠে কুন্দপুর বা কুন্ডগ্রাম।


Q ➤ আলিবর্দী খাঁর মৃত্যু হয় কত সালে ?Ans ➤ ১৭৫৬ সালে


Q ➤ কোন স্থানে প্রথম জৈনসংগীতি অনুষ্ঠিত হয় ? Ans ➤ পাটলিপুত্র (300 খ্রীঃপূঃ)


Q ➤ গৌতমবুদ্ধের শিষ্যত্ব গ্রহণকারী দু’জন রাজা কারা ছিলেন ? Ans ➤ ক) প্রসেনজিৎ (কুশলরাজ) খ) বিম্বিসার (মগধরাজ )


Q ➤ খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন কে ? Ans ➤ রানাসঙ্গ


Q ➤ কে হলদি ঘাটের যুদ্ধে মোঘলদের প্রধান সেনাপতি ছিলেন ? Ans ➤ মানসিংহ।


Q ➤ সিন্ধু সভ্যতার অধিবাসীদের আরাধ্য দেবতা ছিলেন ? Ans ➤ পশুপতি


Q ➤ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন ? Ans ➤ লর্ড ক্যানিং


Q ➤ লাবক্স উপাধি নিয়েছিল ? Ans ➤ কুতুবউদ্দিন আইবক


Q ➤ হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা কে ? Ans ➤ মহাত্মা গান্ধী


Q ➤ ভারতে পোস্ট ও টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন ? Ans ➤ লর্ড ডালহৌসি।


Q ➤ আলিগড় মহামেডান কলেজ তৈরি করেন ? Ans ➤ স্যার সৈয়দ আহমেদ


Q ➤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top