Lakshmi Bhandar Scheme-Bengali descriptive paper writing

 Lakshmi Bhandar Scheme-Bengali descriptive paper writing

নমস্কার বন্ধুরা ,
আজ আমরা শেয়ার করতে চলেছি Descriptive General Studies যা তোমাদের wbp police s.i,wbpsc, wbMiscellaneous, ssc Graduate level সহ  চাকরির পরীক্ষায় সাহায্য করবে বলে আমরা আশা রাখি | এছাড়া তোমরা জানো যে Descriptive General knowledge সমস্ত কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ে তোমরা যদি জ্ঞান ভালো থাকে তাহলে তোমরা মোটামুটি সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে| আজ আমরা  Indian National issue এর  খুব গুরুত্বপূর্ণ একটি পদ  বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হলো -Lakshmi Bhandar Scheme
Lakshmi Bhandar Scheme

Question: Write what you know about Lakshmi Bhandar Scheme of the West Bengal Government?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

রাজ্য সরকার রাজ্যের গৃহস্ত মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্প (WB Lakshmir Bhandar Scheme) চালু করেছে।
গত ১৬ আগস্ট, ২০২১ থেকে দুয়ারে সরকার- ২ প্রকল্প আয়োযিত হয় রাজ্য জুড়ে। আর এই সময়েই “লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের” আবেদনপত্র গ্রহন করা হয়।
রূপায়নকারীঃ পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর।
উদ্দেশ্যঃ পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার যোজনা ২০২১ -এর মূল উদ্দেশ্য হল পরিবারের মহিলা প্রধানদের মৌলিক আয়ের সহায়তা প্রদান করা। এই স্কিমে আর্থিক সহায়তার মাধ্যমে পশ্চিমবঙ্গের নাগরিকরা তাদের দৈনন্দিন কাজকর্মের অর্থায়ন করতে পারবেন। এই প্রকল্প তাদের আত্মনির্ভরশীল করে তুলবে। রাজ্যের গ্রামীণ ও শহুরে অর্থনীতিকেও শক্তিশালী করবে। প্রকল্পের প্রাপকঃ ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top