How to Remove Footer Credit on Blogger Templates | ব্লগার থিমের Footer Credit কিভাবে ডিলিট করবেন

How to Remove Footer Credit on Blogger Templates | ব্লগার থিমের Footer Credit কিভাবে ডিলিট করবেন


আজকের এই আর্টিকেল থেকে আমরা শিখব আপনাদের ব্লগার ওয়েবসাইটের থিম থেকে কিভাবে আপনারা Footer Credit ডিলিট করবেন বা মুছবেন। তো বুঝতেই পারছেন আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে একটু প্রফেশনাল দেখাবার জন্য কত কি করতে হবে আপনাদেরকে।

Blogger Site Template থেকে Footer Credit ডিলিট করাটা খুবই সহজ শুধুমাত্র আপনাকে একটা প্রসেস জানতে হবে। আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে প্রফেশনাল দেখাবার জন্য এই কাজটি কি করতে পারেন। ভিজিটরসরা জানতে পারবে আপনি আপনার এই ওয়েবসাইটটির মালিক বা ব্র্যান্ড। এই কাজটিকে করার জন্য আপনাদেরকে আমাদের দেওয়া কিছু পরামর্শকে গুরুত্বপূর্ণভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করতে হবে।

How to Delet Footer Credit on Blogger Template ( ব্লগার ওয়েবসাইটের থিমের ফুটার ক্রেডিট টি কিভাবে ডিলিট করবেন ): আপনারা যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য এই আর্টিকেলে আপনারা শিখবেন আপনাদের ব্লগার ওয়েবসাইটের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ – নিচের চিত্রসহ স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেওয়া হল –

১ নম্বর চিত্র অনুযায়ী প্রথমে আপনাকে ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোটে যেতে হবে সেখানে আপনারা Theme একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।


২ ম চিত্র অনুযায়ী : আপনারা সেখানে Edit Html অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন –

এবার আপনাদের সামনে আপনাদের সমস্ত কোড ওপেন হয়ে যাবে এবার আপনাদেরকে আমাদের দেওয়া একটি কোড নিচের থেকে কপি করে নেবেন –

HTML

<p style='text-align:left;'>Copyright (c) 2020 <a href='Your site link with https'>bloggingskill</a> All Right Reseved</p>
<div class='ty-copy-container row' style='font-size:1px; opacity:0;'>


এই কোডটিকে আপনারা কপি করে Created by,Distribut, Search করবেন তার ঠিক নিচে উপরের দেওয়া কোডটিকে বসিয়ে দেবেন তারপর আপনাকে Save অপশনটিতে ক্লিক করে থিমটিকে সেভ করে দিতে হবে।


Note: আশা করি বন্ধুরা আপনারা আমার এই আর্টিকেল থেকে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটের Templet থেকে ফুটার ক্রেডিট অপশন টিকে ডিলিট করে আপনার দেওয়া ফুটার ক্রেডিট বসাতে পারবেন। আপনাদের যদি আমাদের এই আর্টিকেলটি কোন প্রকার কাজে লেগে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top