History Questions with Answers MCQ December 2023

History সেরা ২5 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন|

আজকের এই আর্টিকেলে ইতিহাসের ব্বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং বাছাই করা 25টি এমন প্রশ্নের উত্তর আমরা আপনাদের কাছে তুলে ধরব যেগুলি প্রতিবছর কোন না কোন পরীক্ষায় এসে চলেছে, আপনাদের মধ্যে যারা রয়েছেন WBP,SSC,PSC ,WBCS, Railway Group-D, পরীক্ষার কেনডিডেড আপনাদের জন্য এই প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটা পড়বেন|

1➤ কোন মুঘল সম্রাট ঝড়োখা দর্শন প্রথার প্রবর্তন করেন?

ⓐ আকবর
ⓑ হুমায়ুন
ⓒ বাবর
ⓓ জাহাঙ্গীর

➤ আকবর


2➤ নিম্নলিখিত কোন এলাকায় ১৮৫৭ এর বিদ্রোহের কোন প্রভাব পড়েনি?

ⓐ ঝাসি
ⓑ চেন্নাই
ⓒ জগদীশপুর
ⓓ লখনও

➤ চেন্নাই


3➤ আমির খসরুপ কোন সম্রাটের সভাকবি ছিলেন?

ⓐ আকবর
ⓑ গিয়াস উদ্দিন বলবন
ⓒ জাহাঙ্গীর
ⓓ আলাউদ্দিন খলজী

➤ আলাউদ্দিন খলজী


4➤ খালসা প্রতিষ্ঠা করেন?

ⓐ গুরু নানক
ⓑ রঞ্জিত সিং
ⓒ গুরু তেজ বাহাদুর
ⓓ গুরু গোবিন্দ সিং

➤ গুরু গোবিন্দ সিং


5➤ ১৯০৫ সালের জানুয়ারি মাসে শ্যাম জি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা করেন?

ⓐ লন্ডনে
ⓑ প্যারিস
ⓒ অসলোতে
ⓓ নিউ ইয়র্কে

➤ লন্ডনে


6➤ নিম্নলিখিত কোন সুলতান জিনের লাহো উপাধি ধারণ করেন?

ⓐ কুতুবুদ্দিন আইবক
ⓑ ইলতুৎমিস
ⓒ বলবন
ⓓ ফিরোজ শাহ তুঘলক

➤ বলবন


7➤ ১৯০৪ সালে বি ডি সভার কর কোন গুপ্ত সমিতি গঠন করেন?

ⓐ অভিনব ভারত
ⓑ স্বদেশ
ⓒ নবযুগ
ⓓ আর্যাবর্ত

➤ অভিনব ভারত


8➤ চম্পারন নীল আন্দোলনের নেতা কে ছিলেন?

ⓐ মহাত্মা গান্ধী
ⓑ বিরসা মুন্ডা
ⓒ বাবা রামচন্দ্র
ⓓ রামসিং

➤ মহাত্মা গান্ধী


9➤ সিন্ধু সভ্যতা কোন অঞ্চল সিন্ধু নদের তীরে অবস্থিত?

ⓐ হরপ্পা
ⓑ মহেঞ্জোদারো
ⓒ লোথাল
ⓓ আল মিরপুর

➤ মহেঞ্জোদারো


10➤ নিম্নলিখিত কোন মন্দির চোল দ্বারা নির্মিত?

ⓐ উপকূল মন্দির-মহাবলী পুরম
ⓑ বৃহদেশ্বর মন্দির- তাঞ্জাভুর
ⓒ সূর্য মন্দির- কোনরক
ⓓ মীনাক্ষী মন্দির- মাদুরাই

➤ বৃহদেশ্বর মন্দির- তাঞ্জাভুর


11➤ বোধ গয়ায় মহাবধি মন্দির কে নির্মাণ করেন?

ⓐ গোপাল
ⓑ দেব পাল
ⓒ ধর্মপাল
ⓓ অশোক

➤ অশোক


12➤ চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হল?

ⓐ দিল্লি এবং মেবার
ⓑ মেবার এবং কনজ
ⓒ ইন্দ্রপ্রস্থর এবং কনজ
ⓓ কোনোটিই নয়।

➤ দিল্লি এবং মেবার


13➤ জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন?

ⓐ মদন মোহন মাল্লোভ্য
ⓑ গোপালকৃষ্ণ গোখলে
ⓒ দাদাভাই নওরজি
ⓓ কেউই নন

➤ গোপালকৃষ্ণ গোখলে


14➤ প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন?

ⓐ ওলন্দাজ
ⓑ ইংরেজ
ⓒ পর্তুগিজ
ⓓ ফরাসি

➤ পর্তুগিজ


15➤ ভগবানবৃন্দের স্ত্রীর নাম কি?

ⓐ যশোধরা
ⓑ মহামায়া
ⓒ চিত্রাঙ্গনা
ⓓ কুন্তী

➤ যশোধরা


16➤ আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন?

ⓐ ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে
ⓑ ৩৪০ খ্রিস্টপূর্বাব্দে
ⓒ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে
ⓓ ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে

➤ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে


17➤ মঙ্গলের বংশধর মুঘলদের আদি ব্যবস্থা ছিল?

ⓐ মধ্যভারত
ⓑ মধ্য ইউরো
ⓒ মধ্য এশিয়া
ⓓ কোনটি নয়

➤ মধ্য এশিয়া


18➤ রাজ রাজ্যেশ্বর মন্দির কোথায় অবস্থিত?

ⓐ মহীশূর
ⓑ তাঞ্জাভুর
ⓒ ইলোরা
ⓓ এর্নোর

➤ তাঞ্জাভুর


19➤ কে ১৯৩০ সালে বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন?

ⓐ সি আর দাস
ⓑ স্বামী সহজানন্দ
ⓒ মুছ ফার আহমেদ
ⓓ রাজেন্দ্র প্রসাদ

➤ স্বামী সহজানন্দ


20➤ কোন বিখ্যাত যৌন পন্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন?

ⓐ হেমচন্দ্র।
ⓑ হরিবিজয়
ⓒ বস্তু পারে
ⓓ , ভদ্র বাহু

➤ হরিবিজয়


21➤ কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে বর্ণনা করেছেন?

ⓐ বলবন
ⓑ আলাউদ্দিন খলজি
ⓒ মোহাম্মদ বিন তুঘলক
ⓓ সিকান্দার লোদী

➤ আলাউদ্দিন খলজি


22➤ নিম্নলিখিত কোন শিক্ষা কেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চারুক্য জড়িত ছিলেন।।

ⓐ তক্ষশীলা
ⓑ নালন্দা
ⓒ বিক্রমশিলা
ⓓ বৈশালী

➤ তক্ষশীলা


23➤ ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবসার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?

ⓐ দয়ানন্দ সরস্বতী
ⓑ লালা লাজপত রায়
ⓒ রাজা রামমোহন রায়
ⓓ সুরেন্দ্রনাথ ব্যানার্জি

➤ রাজা রামমোহন রায়


24➤ কোন রাজার দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরে লুণ্ঠন করেন?

ⓐ নাদীর শাহ
ⓑ ফিরোজ শাহ
ⓒ মোহাম্মদ শাহ
ⓓ মোহাম্মদ ঘড়ি

➤ নাদীর শাহ


25➤ নর্মদা নদীর তীরে কে হস্যবর্ধন কে পরাজিত করেন?

ⓐ প্রথম পুলকেশী
ⓑ দ্বিতীয় পুলকেশী
ⓒ বিক্রমাদিত্য
ⓓ নন্দী বর্মন

➤ দ্বিতীয় পুলকেশী


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top