General knowledge questions and answers in Bengali

 General knowledge questions and answers in Bengali

নমস্কার বন্ধুরা,

আজ আমরা শেয়ার করতে চলেছি সমস্ত চাকরির পরীক্ষায় যে সমস্ত সাধারণ জ্ঞান # General knowledge বিষয় থেকে প্রশ্ন আসে সেই বিষয়ে| এই প্রশ্নগুলি আপনারা মনোযোগ সহকারে প্যাকটিস করলে আমরা আশা রাখি যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় আপনারা একটা ভালো নম্বর করতে পারবেন 

General knowledge questions and answers in Bengali
General knowledge questions and answers in Bengali

Q ➤ ভারতে উৎপাদিত বিদ্যুতের শতকরা কত অংশ আসে তাপবিদ্যুৎকেন্দ্রথেকে?Ans ➤ 70 ভাগ


Q ➤ কাকে কোষের এনার্জি কারেন্সি বলে?Ans ➤ ATP


Q ➤ থ্রি পিন প্লাগের অপেক্ষাকৃত মোটা পিনটি কী জন্য থাকে?Ans ➤ এর সাথে আর্থ কানেকশন করা থাকে


Q ➤ ইঁদুরের স্পর্শেন্দ্রিয়েরনাম কী ? Ans ➤ গোঁফ।


Q ➤ চিঠির মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থাকে কী বলে?Ans ➤ মেল ট্রান্সফার।


Q ➤ UTI কবে স্থাপিত হয় ?Ans ➤ 14 January 2003


Q ➤ আই সি (Integrated Circuit) কে আবিষ্কার করেন ?Ans ➤ জ্যাক কলিব 1958


Q ➤ LOGO পুরো কথাটি কী ?Ans ➤ Language of Geometrical


Q ➤ অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে?Ans ➤ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন


Q ➤ সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়েছিল ?Ans ➤ ১৭৬৩ খ্রিস্টাব্দে


Q ➤ মানুষের মস্তিষ্কের আয়তন কত ? Ans ➤ 1450 বর্গ সেন্টিমিটার


Q ➤ সবরমতী নদীটির উৎপত্তিস্থল কোথায়? Ans ➤ আরাবল্লী পর্বত।


Q ➤ নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?Ans ➤ মাউণ্ট থুলিয়ের।


Q ➤ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?Ans ➤ ধূপগড়।


Q ➤ ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন, তার নাম কী ?Ans ➤ নবাব সলিমুল্লাহ্।


Q ➤ কবে গৃহীত হয় ভারতের স্বাধীনতা আইন’ ?Ans ➤ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই।


Q ➤ মানুষের মস্তিষ্কের ওজন কত ?Ans ➤ 1,360 গ্রাম


Q ➤ পুরীর জগন্নাথের মূর্তি কী কাঠ দ্বারা তৈরি?Ans ➤ নিমকাঠ।


Q ➤ ‘নার্কোঅ্যানালিসিস’ পদ্ধতি কীসের সাথে জড়িত? Ans ➤ অপরাধবিজ্ঞান।


Q ➤ W3C-এর পুরো কথাটি কী? Ans ➤ World Wide Web Consortium.


Q ➤ Romancing with life’ কোন অভিনেতার আত্মজীবনী?Ans ➤ দেব আনন্দ।


Q ➤ ভারতের কোন রাজ্যে ‘পোলো’ খেলার উৎপত্তি?Ans ➤ মণিপুর।


Q ➤ সি অফ পপিজ’ বইটি কার লেখা?Ans ➤ অমিতাভ ঘোষ।


Q ➤ এ. কে ফর্টিসেভেন রাইফেল কে তৈরি করেন?Ans ➤ মিখাইল কালাশনিকভ (1946 সালে)


Q ➤ ব্লগ (Blog) শব্দটি কীসের সংক্ষিপ্ত রূপ? Ans ➤ Web log.


Q ➤ এ যাবৎকালীন একটি মাত্র অলিম্পিকেই ইভেণ্ট হিসাবে ক্রিকেট ঠাঁই পেয়েছিল। কোন অলিম্পিকে? Ans ➤ প্যারিস অলিম্পিক (1900 সালে)।


Q ➤ সর্বাধিক বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন কোন সাংসদ ? Ans ➤ ইন্দ্ৰজিৎ গুপ্তা


Q ➤ ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে ? Ans ➤ মায়াবতী।


Q ➤ ভারতের প্রথম কৃষি কলেজটিকে কবে কোথায় কে প্রতিষ্ঠা করেন?Ans ➤ ১৯০৪ খ্রিস্টাব্দে, বিহারের পুসায়। প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কার্জন।


Q ➤ পুরীর জগন্নাথের রথের নাম কী?Ans ➤ নান্দীঘোষ।


Q ➤ সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? Ans ➤ কার্বন-ডাই-অক্সাইড।


Q ➤ হিমোগ্লোবিন কোন ধরনের প্রোটিন ?Ans ➤ মেটালোপ্রোটিন




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top