General knowledge MCQ mock test-2

 General knowledge MCQ mock test-2

হ্যালো ফ্রেন্ডস ,
আজ আমরা শেয়ার করতে চলেছি General knowledge কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ| এই ইতিহাসের প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছে তাই এই প্রশ্নগুলি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন রেল ব্যাঙ্ক ইসিএসসি সহ কোন রাজ্যের পরীক্ষা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই এইগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন |পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে পাবেন |
General knowledge MCQ mock test-2
General knowledge MCQ mock test-2

1➤ পরিকল্পনা কমিশন হল একটি ?

ⓐ রাজনৈতিক প্রতিষ্ঠান
ⓑ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান
ⓒ অরাজনৈতিক প্রতিষ্ঠান
ⓓ আধা রাজনৈতিক প্রতিষ্ঠান

➤ অরাজনৈতিক প্রতিষ্ঠান


2➤ ঘুর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল ?

ⓐ 1978 – 83
ⓑ 1973 – 78
ⓒ 1970 – 75
ⓓ 1980 – 85

➤ 1978 – 83


3➤ জিওল, শানিগানি এবং টাঙ্কা -সুলতানী আমলের এই তিন মুদ্রা হ’ল যথাক্রমেএই ধাতুর তৈরি ?

ⓐ তামা, রুপা, রুপা
ⓑ তামা, সোনা, রুপা
ⓒ রূপো, সোনা, তামা
ⓓ সোনা, রুপা, সোনা

➤ তামা, রুপা, রুপা


4➤ যে সমস্যার মোকাবিলার জন্য কিয়োটো প্রোটোকল সম্পাদিত হয় তা হল ?

ⓐ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ
ⓑ ছোট অস্ত্রের ব্যাপক প্রসার রোধ
ⓒ শিশু শ্রমিকের সমস্যা
ⓓ ভূ-পৃষ্ঠের উত্তাপ বৃদ্ধি জনিত সমস্যা

➤ ভূ-পৃষ্ঠের উত্তাপ বৃদ্ধি জনিত সমস্যা


5➤ নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ ?

ⓐ নাইট্রোজেনের তরলীকরণ
ⓑ বাতাসের নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তিত করা
ⓒ বাতাস থেকে নাইট্রোজেন উৎপাদন করা
ⓓ নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে পরিবর্তন করা

➤ নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে পরিবর্তন করা


6➤ একটি সাধারণ তুলায় আমরা মাপি বস্তুর ?

ⓐ আয়তন
ⓑ ভর
ⓒ ওজন
ⓓ ঘনত্ব

➤ ভর


7➤ একটি উদ্ভিদকোষ সঙ্কুচিত হয় যদি রাখা যায় ?

ⓐ জলে
ⓑ কোষরসের সমান ঘনত্বের দ্রবণে
ⓒ কোষরসের বেশী ঘনত্বের দ্রবণে
ⓓ কোষরসের কম ঘনত্বের দ্রবণে

➤ কোষরসের সমান ঘনত্বের দ্রবণে


8➤ এঁদের মধ্যে কে নরমপন্থী নন?

ⓐ গোপালকৃষ্ণ গোখলে
ⓑ দাদাভাই নৌরজী
ⓒ ফিরোজ শাহ্ মেহেতা
ⓓ বিপিনচন্দ্র পাল

➤ বিপিনচন্দ্র পাল


9➤ কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় ?

ⓐ ত্রয়োদশ শিলালেখে
ⓑ দ্বাদশ শিলালেখে
ⓒ অষ্টম শিলালেখে
ⓓ ভারু শিলালেখে

➤ ত্রয়োদশ শিলালেখে


10➤ নব্বই-এর দশকে বৃদ্ধির হার ?

ⓐ প্রাইমারী ক্ষেত্রে সবচেয়ে বেশী ছিল
ⓑ সেকেন্ডারী ক্ষেত্রে সবচেয়ে বেশী ছিল
ⓒ টারশিয়ারী ক্ষেত্রে সবচেয়ে বেশী ছিল
ⓓ তিনটি ক্ষেত্রেই সমান ছিল

➤ টারশিয়ারী ক্ষেত্রে সবচেয়ে বেশী ছিল


11➤ ভারতের সংসদ গঠিত হয়েছে ?

ⓐ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে
ⓑ লোকসভা, স্পীকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে
ⓒ লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে
ⓓ উপরের কোনটাই নয়

➤ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে


12➤ মাস্টারদা নামে পরিচিত ছিলেন ?

ⓐ লোকনাথ বল
ⓑ সূর্যসেন
ⓒ গণেশ ঘোষ
ⓓ অনন্ত সিং

➤ সূর্যসেন


13➤ চৌরাচৌরি ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করা হয় ?

ⓐ ভারত ছাড়ো আন্দোলন
ⓑ আইন অমান্য আন্দোলন
ⓒ কৃষক আন্দোলন
ⓓ অসহযোগ আন্দোলন

➤ অসহযোগ আন্দোলন


14➤ নিম্নলিখিত মুসলিম নেতৃবৃন্দের মধ্যে কোন্‌ন্জন ১৯০৫ সালের বয়কট আন্দোলনের সাথে ছিলেন না?

ⓐ আব্দুল রসুল
ⓑ লিয়াকত হুসেন
ⓒ আব্দুল হালিম গজনভি
ⓓ নবাব সলিমুল্লাহ্

➤ নবাব সলিমুল্লাহ্


15➤ ভূমণ্ডলের প্রথম মডেল তৈরী করেন ?

ⓐ মার্কেটর
ⓑ ক্রেটস
ⓒ আর্কিমিডিস
ⓓ এ্যারিস্টটল

➤ এ্যারিস্টটল


16➤ ‘প্রুডেন্সিয়াল নর্ম’ কথাটি ?

ⓐ বাণিজ্য নীতির সাথে জড়িত
ⓑ ব্যাঙ্ক সংস্কারের সাথে জড়িত
ⓒ শিল্প নীতির সাথে জড়িত
ⓓ কৃষি নীতির সাথে জড়িত

➤ ব্যাঙ্ক সংস্কারের সাথে জড়িত


17➤ চীনের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত?

ⓐ আনসান
ⓑ বেইজিং
ⓒ সাংঘাই
ⓓ নানচং

➤ আনসান


18➤ বাতাসে বিদ্যুতের চমকানি (বিদ্যুৎ প্রবাহের নির্গমন) দ্বারা বৃষ্টির গঠন শুরু হয়, কারণ উহা ?

ⓐ বাতাসের অক্সিজেন ও নাইট্রোজেনকে সংযুক্ত করে
ⓑ কিছু গ্যাস অণুরে স্থলাণুতে পরিণত করে
ⓒ বিদ্যুৎ প্রবাহের নির্গমন H,O অণুগুলিকে সক্রিয় করে
ⓓ আলোক রাসায়নিক বিক্রিয়া শুরু করে

➤ বিদ্যুৎ প্রবাহের নির্গমন H,O অণুগুলিকে সক্রিয় করে


19➤ কোন্ ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন?

ⓐ কাকোরি মামলা
ⓑ লাহোর ষড়যন্ত্র মামলা
ⓒ মীরাট ষড়যন্ত্র মামলা
ⓓ হরকত উল মুজাহিদিন

➤ লাহোর ষড়যন্ত্র মামলা


20➤ ক্রোলয়ডীয় বস্তু নীচে থিতায় না, কারণ

ⓐ উহাদের আপেক্ষিক গুরুত্ব খুব কম
ⓑ বিস্তার মাধ্যম অপেক্ষা অত্যন্ত কম পরিমাণে উপস্থিত থাকে
ⓒ উহারা বৈদ্যুতিক প্রবাহ বহন করে
ⓓ উহারা দ্রাবকে পরিণত হয়

➤ উহাদের আপেক্ষিক গুরুত্ব খুব কম


21➤ বাংলায় বিপ্লবী অনুশীলন সমিতি স্থাপন করেন ?

ⓐ চন্ডীশচন্দ্র বসু
ⓑ প্রমর্থ মিত্র
ⓒ অশ্বিনী কুমার দত্ত
ⓓ বারীন ঘোষ

➤ বারীন ঘোষ


File Details :

PDF Name: General knowledge MCQ mock test-2
File size: 130 KB
Language: Bengali
No. of page: 02
Download Link:- 


Click to Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top