General knowledge MCQ mock test
general knowledge MCQ mock test |
1➤ নিম্নের কোন্টি লুনী নদীর উৎস স্থল ?
ⓑ গুরুশিখর শৃঙ্গ
ⓒ সম্বর হ্রদ
ⓓ চিলকা হ্রদ
2➤ তেজস্ক্রিয়তা মাপবার একক কি ?
ⓑ আইনস্টাইন
ⓒ কিউরি
ⓓ কোনটাই নয়
3➤ সালোকসংশ্লেষের সময় কি ঘটে ?
ⓑ অপচিতি প্রক্রিয়া ঘটে
ⓒ খাদ্যে সঞ্চিত স্থৈতিক-রাসায়নিক শক্তি তাপশক্তি বা অন্য শক্তিরূপে মুক্ত হয়
ⓓ আলোকশক্তি স্থৈতিক-রাসায়নিক শক্তিরূপে শর্করা খাদ্যে সঞ্চিত হয়
4➤ নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে চিপকো আন্দোলনের সাথে জড়িত?
ⓑ সুন্দরলাল বহুগুণা
ⓒ মেধা পাটেকর
ⓓ অরুন্ধতী রায়
5➤ নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি ত্রিপিটকের (তিনপেটিকা) অন্তর্গত নয়?
ⓑ বিনয়
ⓒ সুত্ত
ⓓ অভিধৰ্ম্ম
6➤ বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য মৌরিয় নামক ?
ⓑ বৈশ্য
ⓒ ব্রাহ্মণ
ⓓ ক্ষত্রিয়
7➤ নিম্নলিখিত বস্তুর কোন্টি মৌলিক পদার্থ?
ⓑ জল
ⓒ গ্রাফাইট
ⓓ কাচ
8➤ কোন্টি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ?
ⓑ মারা
ⓒ কেনিয়া
ⓓ কিনিম্যানজারো
9➤ পৃথিবীর বৃহত্তম হ্রদ কোন্টি?
ⓑ ভিকটোরিয়া হ্রদ
ⓒ কাস্পিয়ান সাগর
ⓓ গ্রেট বিয়ার হ্রদ
10➤ সংবিধানের কোন অংশে ‘কল্যাণকামী রাষ্ট্রের’ ধারণাটি মূর্ত হয়েছে?
ⓑ মৌলিক অধিকার
ⓒ মৌলিক কর্তব্য
ⓓ নির্দেশক নীতি
11➤ ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
ⓑ রাজা রাধাকান্ত দেব
ⓒ কেশবচন্দ্র সেন
ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুর
12➤ প্রথম সাতটি পরিকল্পনায় যে নীতি অনুসৃত হয়েছিল তার উদ্দেশ্য ছিল?
ⓑ (B) রপ্তানি বাড়ান
ⓒ আমদানি বাড়ান
ⓓ কর্মসংস্থানের বৃদ্ধির হারকে সর্বাধিক করা
13➤ ঋকবেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল?
ⓑ অগ্নি
ⓒ সাবিত্রী
ⓓ ঊষা
14➤ নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে এশিয়া মহাদেশ থেকে কে প্রথম কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘মাষ্টার অব টিটি কলেজ’ হিসেবে নিযুক্ত হন?
ⓑ আই. জি. প্যাটেল
ⓒ অমর্ত্য সেন
ⓓ এস.গোপাল
15➤ একটি ঘরে আপেক্ষিক আর্দ্রতা 50% যখন ঘরটির তাপমাত্রা 30°C। যদি ঘরের তাপমাত্রা 40°C করা হয়, তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতা ?
ⓑ কমে যাবে
ⓒ কোনও পরিবর্তন হবে না
ⓓ কমা বা বাড়া ঘরের পায়তনের উপর নির্ভরশীল
16➤ সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী ?
ⓑ হংসচঞ্জ
ⓒ সাংফিস
ⓓ আর্কিওপটেরিক্স
17➤ ভারতবর্ষ ব্রিটিশি আধিপত্য স্বাগদেন ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় ?
ⓑ সরিনমের যুদ্ধ
ⓒ সিপাহী বিদ্রোহ
ⓓ ওয়াভিওয়াশের যুদ্ধ
18➤ নিচে দেওয়া যে ব্যক্তি একই গোষ্ঠীভুক্ত নয় তাকে চিহ্নিত করুন ?
ⓑ টমাস আলভা এডিসন
ⓒ বিরাট কোহলি
ⓓ আলেকজান্ডার গ্রাহাম বেল
19➤ বিতর্কিত ছবি পদ্মাবতী আলাউদ্দিন খলজির চরিত্রে কে অভিনয় করেন ?
ⓑ শাহিদ কাপুর
ⓒ রানা ডুগ্ধবতী
ⓓ রণবীর সিং
20➤ আধুনিক পিরিয়ডিক টেবিলে কোন গোষ্ঠীর বহিঃস্থ কক্ষ সম্পূর্ণ ?
ⓑ 18th
ⓒ 17th
ⓓ 15th
21➤ ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল ?
ⓑ 1991 সালে
ⓒ 1992 সালে
ⓓ 1993 সালে
22➤ সমষ্টি উন্নয়ন কর্মসূচি’ টি ভারতে কোন সালে চালু হয়েছিল ?
ⓑ 1951
ⓒ 1952
ⓓ 1953
23➤ একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্র কী ?
ⓑ 8.5 শতাংশ
ⓒ 9 শতাংশ
ⓓ 8.1 শতাংশ
24➤ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন ?
ⓑ রাষ্ট্রপতি
ⓒ পরিকল্পনা কমিশন
ⓓ জাতীয় উন্নয়ন পরিষদ
25➤ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
ⓑ চতুর্থ
ⓒ পঞ্চম
ⓓ ষষ্ঠ