General Knowledge for WBP 2023-2024

 General Knowledge for WBP 2023-2024


তো বন্ধুরা আজকে আমরা জানবো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে 30 টি প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্ন এবং উত্তরগুলি যদি মনোযোগ সহকারে পড়া যায় তাহলে সামনের বছরে যেসব ছাত্র বা ছাত্রীরা  চাকরির পরীক্ষায় বসতে চান। এবং খুব সিরিয়াসলি পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হতে চান ভালো মার্কসের সাথে তাহলে সেই সব ছাত্রছাত্রীর পক্ষে এই প্রশ্ন এবং উত্তরগুলি খুবই কাজে লাগবে। এই প্রশ্ন এবং উত্তরগুলি নানান জায়গা, পশু পাখি,বিভিন্ন রকমের সাল, মনীষীদের নাম, এবং দেশের ব্যাপারে বিভিন্ন রকম তথ্য  নিয়ে আমরা আলোচনা করেছি। শুধু চাকরির পাওয়ার ব্যাপারে নয় এই প্রশ্ন উত্তরগুলি পড়ার সাথে সাথে ছাত্র বা ছাত্রীদের একটা জ্ঞান ও এক্সপেরিয়েন্স হবে বিভিন্ন বিষয়ের উপরে। যাতে সেই সব ছাত্রছাত্রীরা চাকরি পাওয়ার সাথে সাথে বিভিন্ন রকমের বিষয়ের ওপরে তারা অভিজ্ঞ হবেন।

1. কোন মাছ 130 কোটি ডিম পাড়ে?

A. সানফিশ 

B. জেলিফিশ

C. স্টার ফিশ

D. ফ্লেটফিশ

2. পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ কোনটি?

A. ভারত

B. জাপান

C.  কানাডা

D. ভুটান

3. কোন প্রাণীর চোখ দিয়ে নিঃশ্বাস নেয়?

A. কুকুর

C.  বিড়াল

C. কচ্ছপ

D. হরিণ 

4. কোন গাছ কাটলে রক্ত বের হয়?

A. ক্যাকটাস

B. ব্লাড উড

C. ফিডার

D. কনিফার

5. পৃথিবীর সবচেয়ে বড় মেলার নাম কি?

A.কুম্ভ মেলা

B. রাস মেলা

C. রথ মেলা

D.পৌষ মেলা

6. পান্তা ভাতের ইংরেজি কি?

A. Fried Rice

B. Water Rice 

C. Fruit Rice

D. Half Rice

7. কোন বাঙালি পরীক্ষাতে ১০০ তে ১১০ পেয়েছিলেন?

A. সত্যেন্দ্রনাথ

B. বিদ্যাসাগর

C. বঙ্কিমচন্দ্র

D. কায়কোবাদ

8.কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়?

A. এ পজেটিভ

B.বি পজেটিভ

C. ও পজেটিভ

D. এবি পজেটিভ

9. কোন প্রাণীর লেজ কেটে দিলে প্রাণীটি মারা যায়?

A. ঘোড়া 

B. গরু

C. সিংহ

D. ভেড়া

10. কোন দেশ সব থেকে বেশি সোনা উৎপাদন করে?

A. চীন

B. চিলি

C.  স্পেন

D. ফ্রান্স

11. কোন দেশ প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করে?

A. পাকিস্তান

B. যুক্তরাষ্ট্র

C. ভারত

D. ভুটান

12. একটি সুখের দিনে কত লিটার জল খায়?

A. ৫ লিটার

B. ১০ লিটার

C. ২০ লিটার

D. ৫০ লিটার  

13. পৃথিবীতে কোন দেশে সবচেয়ে কম খরচে চিকিৎসা করা হয়?

 A.ভারত

 B.জাপান

 C.চীন

 D.ভুটান

14. কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে?

A. তুলসী পাতা

B. তেজপাতা

C. বেলপাতা

D. জাম পাতা

15.প্রতিদিন কি ব্যবহার করলে কে রোদে পোড়া জনিত কালো দাগ দূর হয়?

A. আদা

B.  মধু

C. ঘি

D. মেহেন্দি 

16. কোন পাতার রস মাখলে মাথায় উকুন থাকে না?

A. জাম পাতা

B. বেলপাতা

C. তুলসী পাতা

D. পান পাতা  

17. কোন প্রাণী লাফাতে পারে না?

A. বাঘ

B.  কুকুর

C.  বিড়াল

D. হাতি  

18. কোন ফল খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো থাকে?

A. তেতুল

B. জাম্বুরা

C. ডালিম

D.  কলা

19. একটি শিশু হাঁটা শেখার পূর্বে প্রায় কত কিমি হামাগুড়ি দিয়ে থাকে?

A. ১০ থেকে ১৫ কিমি

B.১ থেকে ৫ কিমি

C. ৩০ থেকে ৪০ কিমি 

D. 200 কিমি

20.মদ পান করার কত মিনিট পর থেকে নেশা হতে শুরু করে?

A. ১৫ মিনিট

B. ৩ মিনিট

C. ৮ মিনিট

D. ৬ মিনিট  

21. কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়?

A. তেলাপিয়া

B. পাঙ্গাস

C. রুই

D. ইলিশ

22. কি খেলে শীতকালে ঠোঁট ফাটা দূর হয়?

A. কচুপাতা

B. নিম পাতা

C.  ধনেপাতা

D.  তেজপাতা

23. কোন পাখি ইটপাথর সব কিছু খায়?

A. মাছরাঙ্গা

B. উটপাখি 

C. শালিক পাখি

D.  টুনটুনি পাখি

24.চাঁদের বুকে প্রথম কিসের গাছ লাগানো হয়েছিল?

A. আলু

B. নিম

C.  খেজুর

D. কার্পাস 

25. কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না?

A.সাপ

B.  ইঁদুর

C. প্রজাপতি

D. পিঁপড়ে 

26.কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয়?

A. আলু

B. গাজর

C. পটল

D. করলা 

27.বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয়?

A. ঢাকা

B.  রাজশাহী

C.  সিলেট

D. খুলনা

28. কোন মসলা সমস্ত রোগের ওষুধ হিসেবে কাজ করে?

A. কালোজিরা

B. তোকমা দানা

C. জিরা

D. গরম মসলা

29. শীতকালে কি দিয়ে চা খেলে শরীর সতেজ থাকে?

A. আদা চা 

B. দুধ চা

C.  লেবু চা

B. লবঙ্গ চা

30. পিজ্জা খেলে শরীরে কোন?

A. সুগার

B.  ক্যান্সার

C. রক্তচাপের সমস্যা 

D.অ্যানিমিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top