Current Affairs: Questions Answers December 2023 For all Competitive Exams

সেরা ২৫ টি কারেন্ট অ্যাফেয়ার| ১০০% কমন আসবে| Current affairs question with answer 2023

 Daily Current Affairs December 2023 : MCQ questions and Answers with  detail news for the preparation of WBCS,FOOD SI,UPSC,RPF,KP, RAILWAY ,SSC, Delhi Police, Bank and all Competitive Exams.

1➤ Women-Led Startups তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর?

ⓐ মুম্বাই
ⓑ চেন্নাই
ⓒ ব্যাঙ্গালুরু
ⓓ নিউ দিল্লি

➤ ব্যাঙ্গালুরু


2➤ কোন কোম্পানিতে অন্তবরতিকালীন CEO পদে নিযুক্ত হলেন মিরা মারুতি?

ⓐ Yahoo
ⓑ OpenAl
ⓒ Mid Journey
ⓓ কোনোটিই নয়

➤ OpenAl


3➤ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্লেয়ার অফ দা টুর্নামেন্ট শিরোপা পেলেন কে?

ⓐ বিরাট কোহলি
ⓑ ট্রাভিস হেড
ⓒ মোহাম্মদ সামি
ⓓ রোহিত শর্মা

➤ বিরাট কোহলি


4➤ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ম্যান অফ দ্যা ম্যাচ হলেন কোন দেশের Travis Head?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ শ্রীলঙ্কা
ⓓ নেদারল্যান্ড

➤ অস্ট্রেলিয়া


5➤ M51.3 নামে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল কোন দেশ?

ⓐ ফ্রান্স
ⓑ ইজরায়েল
ⓒ রাশিয়া
ⓓ দক্ষিণ কোরিয়া

➤ ফ্রান্স


6➤ ২০২৪ সালেও চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বধিত করতে চলেছ কোন দেশ ?

ⓐ বাংলাদেশ বাংলাদেশ
ⓑ শ্রীলংকা
ⓒ ভুটান
ⓓ ভারত

➤ ভারত


7➤ Annual UN Forum 2023 শুরু হলো কোথায়?

ⓐ হায়দ্রাবাদ
ⓑ বারাণসী
ⓒ মুম্বাই
ⓓ নিউ দিল্লি

➤ নিউ দিল্লি


8➤ কেমব্রিজ ডিকশনারীর দ্বারা ওয়ার্ড অফ দা ইয়ার ২০২৩ হিসেবে নির্বাচন হলো কোন শব্দ?

ⓐ Al
ⓑ Hallucinate
ⓒ ChatGPT
ⓓ কোনোটিই নয়

➤ Hallucinate


9➤ কোথায় ইন্টারন্যাশনাল ট্যুরিজম মাঠ আয়োজন করেছে কেন্দ্রীয় পর্যটক মন্তক?

ⓐ তিরুমালা
ⓑ শিলং
ⓒ কোহিমা
ⓓ নিউ দিল্লী

➤ শিলং


10➤ Acko কোম্পানির দ্বারা ভয়েস অব দ্য কাস্টমার হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ অমিতাভ বচ্চন
ⓑ রামচরণ
ⓒ আর. মাধবন
ⓓ আয়ুম্মান খুরানা

➤ আর. মাধবন


11➤ ভারতীয় স্টেট ব্যাংকের ম্যানেজমেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

ⓐ বিনয় টনসে
ⓑ রাহুল বড়াল
ⓒ রাজনিকুমার
ⓓ সুকুমার বড়ুয়া

➤ বিনয় টনসে


12➤ Best State in Inland Fisheries বিভাগের প্রথম পুরস্কার পেল কোন রাজ্য?

ⓐ গুজরাট
ⓑ উত্তর প্রদেশ
ⓒ কেরালা
ⓓ অন্ধপদেশ

➤ উত্তর প্রদেশ


13➤ প্রথম মহিলা হিসেবে পাঞ্জাবী সাহিত্যের জন্য Dhahan Prize পেলেন কে?

ⓐ মৌনি সিং
ⓑ রানী কৌর
ⓒ দীপ্তি বাবুতা
ⓓ সুমেধা দেশাই

➤ দীপ্তি বাবুতা


14➤ Do Palkon Ki Chhavn Main শিরোনামের বই লিখলেন কে?

ⓐ ঝুম্পা লাহেরী
ⓑ অরুন্ধতী রায়
ⓒ হেমা যোশী
ⓓ অনুরাধা রায়

➤ হেমা যোশী


15➤ গোয়াতে অনুষ্ঠিত 54th IFFL অনুষ্ঠানে Special Recognition For Contribution to Bharatiya Cinema অ্যাওয়ার্ড পেলেন কে?

ⓐ মাধুরী দীক্ষিত
ⓑ কাজল
ⓒ রানী মুখার্জি
ⓓ প্রিয়াঙ্কা চোপড়া

➤ মাধুরী দীক্ষিত


16➤ এভরি রাইট ফর এভরি চাইল্ড। ক্যাম্প ইন লঞ্চ করল কে?

ⓐ রাজস্থান
ⓑ পাঞ্জাব
ⓒ হরিয়ানা
ⓓ উত্তর প্রদেশ

➤ উত্তর প্রদেশ


17➤ সম্পত্তি প্রয়াত সঞ্জয় গাধভি কে ছিলেন?

ⓐ অভিনেতা
ⓑ ফিল্ম ডিরেক্টর
ⓒ লেখক
ⓓ শিল্পপতি

➤ ফিল্ম ডিরেক্টর


18➤ মোহাম্মদ সামির গ্রামে মিনি স্টেডিয়াম তৈরি করতে চলেছে কোন রাজ্য?

ⓐ বিহার
ⓑ উত্তর প্রদেশ
ⓒ গুজরাট
ⓓ হরিয়ানা

➤ উত্তর প্রদেশ


19➤ পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ সৌরভ গাঙ্গুলী
ⓑ দেব
ⓒ শাহরুখ খান
ⓓ প্রসেনজিৎ চ্যাটার্জী

➤ সৌরভ গাঙ্গুলী


20➤ কোন রাজ্যের রাজ্য মাছ হিসেবে ঘোষিত হল ঘোল মাছ?

ⓐ মহারাষ্ট্র
ⓑ তামিলনাড়ু
ⓒ গুজরাট
ⓓ কেরালা

➤ গুজরাট


21➤ কোন দেশের সাথে VAJRA PRAHAR 2023 নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলে ভারত?

ⓐ রাশিয়া
ⓑ আমেরিকা
ⓒ চীন
ⓓ ইজরায়েল

➤ আমেরিকা


22➤ শ্রীলংকার পরিবর্তে ICC Men’s U-19 World Cup অনুষ্ঠিত হবে কোথায়?

ⓐ অস্ট্রেলিয়া
ⓑ ইংল্যান্ড
ⓒ দক্ষিণ আফ্রিকা
ⓓ নিউজিল্যান্ড

➤ দক্ষিণ আফ্রিকা


23➤ পাঞ্জাবের শতদ্রু নদীতে টান্টালাম নামে দুষ্প্রাপ্য ধাতু আবিষ্কার করলে কে?

ⓐ IIT MADRAS
ⓑ IIT DELHI
ⓒ IIT KANPUR
ⓓ IIT ROPAR

➤ IIT ROPAR


24➤ ২০২৩ এ ডাটা স্টিল কলকাতা 25KS -এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের COLIN RAY JACKSON?

ⓐ ব্রিটেন
ⓑ সাবিয়া
ⓒ জাপান
ⓓ দক্ষিণ কোরিয়া

➤ ব্রিটেন


25➤ মাইক্রোসফট এর গ্লোবাল ডেলিভারি সেন্টার এর লিডার হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ অপর্না গুপ্ত
ⓑ সৌম স্বামী
ⓒ নিরাজ খান
ⓓ অপূর্ব সেন

➤ অপর্না গুপ্ত


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top