Bengali Report Writing (Road Accident)
হ্যালো বন্ধুরা আজ আমরা শেয়ার করতে চলেছি wbp police s.i পরীক্ষায় আসার মত কিছু বাংলা প্রতিবেদন রচনা (bangali report writing) |এই রিপোর্ট রাইটিং গুলি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষাসহ wbcs main exam , ssc CPO , এমটিএস, ক্লার্কশিপ সহ রাজ্য সরকারের যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ | তাই তুমি আর দেরি না করে মনোযোগ সহকারে এইগুলি প্র্যাকটিস করুন যাতে করে তোমাদের প্রস্তুতি আরো সুন্দর হয় |
Bengali Report Writing (Road Accident) |
Question : সম্প্রতি পথে ঘাটে যান-দুর্ঘটনায় পথচারীর আকস্মিক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের কথা শোনা যায়। এগুলি কতটা যানচালকদের দায়িত্বহীনতা, কতটা পথচারীদের পথ চলার নিয়মকে উপেক্ষা করার ফল, এই বিষয়ে নিরপেক্ষ পর্যালোচনা করে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করুন ? (400 শব্দ )
দুর্ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা যায় বেশকিছু কারণে দুর্ঘটনা ঘটছে। প্রথম কারণ হচ্ছে যাত্রী ও চালকদের অসচেতনতা। এ ছাড়া ট্রাফিক আইন না মানা, চালকরা ড্রাইভিংয়ের সময় অনেক ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করে বা অমনোযোগী থাকে, অসহিষ্ণু-রেষারেষি ও ওভারটেকিং, বাস মালিক-শ্রমিকের অধিক ব্যবসায়ী মনোভাব, সরু-ভাঙা রাস্তা, সিগনাল বাতি না থাকা, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো, অদক্ষ-লাইসেন্সবিহীন ড্রাইভারের গাড়ি চালানো, সোজা রাস্তা ও ডিভাইডার না থাকা ইত্যাদি। অনেক বাস মালিক কর্তৃপক্ষ ড্রাইভারকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দিয়ে ঘন ঘন দূরপাল্লার গাড়ী চালিয়ে থাকেন। এটা অমানবিক।
পুলিশকর্তাদের বক্তব্য, শহরের নাগরিকেরা এখনও অনেকেই পথ-নিরাপত্তা নিয়ে সচেতন নন। সচেতনতা বাড়লে দুর্ঘটনা ও মৃত্যুর হার আরও কমানো সম্ভব বলে মনে করছেন তাঁরা। একই সুর শোনা গিয়েছে অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গলায়। তিনি বলেন, “পুলিশ শুধু নিরাপত্তা সপ্তাহ পালন করলে লাভ হবে না। পথচারীদেরও নিরাপত্তা ও ট্রাফিক বিধি সম্পর্কে সচেতন হওয়া জরুরি।” পথচারীদের প্রসঙ্গ উঠে এসেছে পুলিশ কমিশনারের কথাতেও। তিনি বলেন বছর কয়েক আগে আমেরিকার ক্যালিফোর্নিয়া গিয়ে তিনি দেখেছিলেন, ৬ জন সার্জেন্ট এবং ১০-১২ জন কনস্টেবল মিলে একটা বড় শহরের ট্রাফিক ব্যবস্থা সামলাচ্ছেন।
দুর্ঘটনা রোধে সচেতনতা আগে জরুরি এবং তা চালক-যাত্রী উভয়ের ক্ষেত্রে। সিগনালিং বা ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের বিকল্প নেই। ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর পরিকল্পনা প্রয়োজন। রোড-সংকেত সম্পর্কে চালক-যাত্রীর পরিষ্কার ধারণা দেয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে চালক-সহকারীদের। পথচারীদের অবশ্যই ওভারব্রিজ বা পাতালপথ ব্যবহার করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার করা যাবে না। দূরপাল্লার গাড়িচালকদের বাধ্যতামূলকভাবে পরপর ট্রিপ না দিয়ে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে। গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে যাত্রীরাও সচেতন হয়ে এ ভয়াবহ প্রবণতা রুখে দিতে পারেন। (352
শব্দ )