Bengali precise writing-(বাংলা সারাংশ লিখন)

  Bengali precise writing-(বাংলা সারাংশ লিখন)

Bengali precise writing-(বাংলা সারাংশ লিখন)
 Bengali precise writing-(বাংলা সারাংশ লিখন)


হ্যালো বন্ধুরা আজ আমরা শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ
পুলিশের এসআই পরীক্ষায় আসার মত Bengali
 precise writing (বাংলা সারাংশ লিখন)প্রশ্ন উত্তর | এই এই প্রশ্ন উত্তর পর্ব গুলি
ডব্লিউবিসিএস পরীক্ষা সহ রাজ্য সরকারের যে কোন পরীক্ষা এবং এসএসসি cpo, ক্লার্কশিপ
এমটিএস ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ | তাই তোমরা দেরি না করে এই পর্বটি
খুব তাড়াতাড়ি মনোযোগ সহকারে পড়ো এবং প্র্যাকটিস করো যাতে করে তোমাদের প্রস্তুতি
আরো ভালো হয় |
 


Bengali precise writing question (বাংলা সারাংশ লিখন প্রশ্নাবলী)

আমার আনন্দে সকলের আনন্দ হউক, আমার শুভে সকলের শুভ হউক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি—এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটোখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, – নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি—গৃহপ্রবেশ, জলাশয়-প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী—এইরূপ এক একটি উৎসব উপলক্ষ্যে পাঁচজন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী, পোষ্যপরিজন, দীনদুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগী করিতে চাহি। আমি যে একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্ডের পিপাসা নিবারণ করিতে পারি, অবোলা জীবদের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এ সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে গহি। সাবিত্রীব্রত, জামাইষষ্ঠী, ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে আপন প্রিয়জন ও স্নেহাস্পদগণকে সৎকার করিয়া নিজেকে ধন্য মনে হয়; বিধাতা আমাকে যে এত সৌভাগ্যসুখ দিয়েছেন তাহা সকলের সহিত বন্টন করিয়া না লইলে ইহার সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ্য। সেইজন্য আমাদের উৎসবে ভাবের প্রাধান্য—বাহিরে সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে।

Ans:শিরোনামঃ  বাইরের সমারোহ নয়, অপার আনন্দ উৎসবের প্রাণ।
নিজের আনন্দকে, শুভকে পাঁচজনের সঙ্গে মিলিয়ে উপভোগ করার ইচ্ছাই উৎসবের প্রাণ। গৃহের কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে মানুষ তাই সামাজিকদের যথোচিত সৎকার করে আনন্দের ভাগী করতে চায়। প্রিয় ও স্নেহাস্পদজনদের আপ্যায়ন করে মানুষ ধন্য হলেও সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াতেই অপার আনন্দ লাভ করা যায়। এই আনন্দ লাভই উৎসবের ভাবের প্রধান অঙ্গ, বাইরের সমারোহ নয়।



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top