ইতিহাসে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ? WBP KP, ARMY, SSC Important Questions

 

ইতিহাসে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

 

ইতিহাসে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ? WBP KP, ARMY, SSC Important Questions
ইতিহাসে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ? WBP KP, ARMY, SSC Important Questions


বন্ধুরা আজকে আমরা ইতিহাসের 25 টা গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা প্রতিবছর কোন না কোন কম্পিটিটিভ এক্সামে আসতে দেখা গেছে আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হয়ে প্রতিদিন চাকরির পরীক্ষার প্রিপারেশন সেই সঙ্গে সমস্ত নোটস সাজেশন PDF পেতে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সাথে যুক্ত হতে পারবেন

যারা Rail, WBP, PSC, SSC, MTS, SSC-GD, WP SI, আপনাদের টার্গেট রয়েছে তাদের জন্য সঠিক পথ প্রদর্শকের ভূমিকা অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য |

1➤ কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল ?

ⓐ 1984 খ্রিস্টাব্দে
ⓑ 1985 খ্রিস্টাব্দে
ⓒ 1986 খ্রিস্টাব্দে
ⓓ 1990 খ্রিস্টাব্দে

➤ 1985 খ্রিস্টাব্দে


2➤ কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ ?

ⓐ বিম ব্রীজ
ⓑ আর্ক ব্রিজ
ⓒ সাসপেনশন ব্রিজ
ⓓ ক্যান্টিলিভার ব্রিজ

➤ ক্যান্টিলিভার ব্রিজ


3➤ শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?

ⓐ স্যার ডেভিড অক্টারলোনি
ⓑ সিধু ও কানুর
ⓒ বিনয় বাদল দীনেশ
ⓓ বাঘাযতীন

➤ স্যার ডেভিড অক্টারলোনি


4➤ 38 তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে ?

ⓐ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া
ⓑ ইরাক ও ইরান
ⓒ ইংল্যান্ড ও ফ্রান্স
ⓓ নামিবিয়া ও অ্যাঙ্গোলা

➤ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া


5➤ কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?

ⓐ 1876 সালে
ⓑ 1875 সালে
ⓒ 1888 সালে
ⓓ 1890 সালে

➤ 1876 সালে


6➤ ফোর্ট উইলিয়াম দুর্গ কার দ্বারা নির্মিত ?

ⓐ রাজা তৃতীয় উইলিয়াম
ⓑ রাজা দ্বিতীয় উইলিয়াম
ⓒ রাজা প্রথম চার্লস
ⓓ কোনোটিই নয়

➤ রাজা তৃতীয় উইলিয়াম


7➤ লোভ কোন দেশের মুদ্রা ?

ⓐ বুলগেরিয়া
ⓑ সিরিয়া
ⓒ রাশিয়া
ⓓ ভিয়েতনাম

➤ বুলগেরিয়া


8➤ কার সমাধিস্থল “বীরভূমি” নামে পরিচিত ?

ⓐ মোরারজি দেশাই
ⓑ রাজীব গান্ধী
ⓒ অটল বাজপাই
ⓓ জালাল নেহেরু

➤ রাজীব গান্ধী


9➤ হায়দ্রাবাদের যমজ শহরটিকে কি নামে অভিহিত করা হয় ?

ⓐ রাজমন্দ্রি
ⓑ ওয়ালতেয়ার
ⓒ সেকেন্দ্রাবাদ
ⓓ শ্রীকাকুলাম

➤ সেকেন্দ্রাবাদ


10➤ চারমিনার কোন শহরে অবস্থিত ?

ⓐ হায়দ্রাবাদ
ⓑ সেকেন্দ্রাবাদ
ⓒ বেঙ্গালুরু
ⓓ বিজয়পুর

➤ হায়দ্রাবাদ


11➤ অজন্তা এবং ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত ?

ⓐ মহারাষ্ট্র
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ বিহার
ⓓ তিরুবন্তপুরম

➤ মহারাষ্ট্র


12➤ কে লোকনায়ক হিসেবে পরিচিত ?

ⓐ জয়প্রকাশ নারায়ন
ⓑ বল্লভ ভাই প্যাটেল
ⓒ মহাত্মা গান্ধী
ⓓ জহরলাল নেহেরু

➤ জয়প্রকাশ নারায়ন


13➤ কে দিল্লিতে অশোকস্তম্ভ এনেছিল ?

ⓐ কুতুবউদ্দিন আইবক
ⓑ মুহাম্মদ বিন তুঘলক
ⓒ ফিরোজ শাহ তুঘলক
ⓓ মোহাম্মদ কাসিম

➤ ফিরোজ শাহ তুঘলক


14➤ কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল ?

ⓐ 1948 সালে
ⓑ 1949 সালে
ⓒ 1950 সালে
ⓓ কোনোটিই নয়

➤ 1948 সালে


15➤ . গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম প্রচার করেন ?

ⓐ সারনাথ
ⓑ লুম্বিনী
ⓒ বোধগয়া
ⓓ বৈশালী

➤ সারনাথ


16➤ সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন ?

ⓐ 1869 সালে
ⓑ 1879 সালে
ⓒ 1890 সালে
ⓓ 1897 সালে

➤ 1897 সালে


17➤ মুহাম্মদ বিন তুঘলক এর নতুন রাজধানীর নামকারণ করেছিলেন—–

ⓐ সিরি
ⓑ তুঘলকাবাদ
ⓒ দৌলতাবাদ
ⓓ আগ্রা

➤ দৌলতাবাদ

( মুহাম্মদ বিন তুঘলক তামার নোট প্রচলন করেন, মুহাম্মদ বিন তুঘলক কে পাগলা রাজা বলা হয় )


18➤ মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সময়কালীন ছিলেন ?

ⓐ আলেকজান্ডার
ⓑ আকবর
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ অশোক

➤ দ্বিতীয় চন্দ্রগুপ্ত


19➤ শেষ হিন্দু রাজা যিনি “হিন্দু স্বরাজ” স্থাপনে আংশিক সাফল্যলাভ করেছিল ?

ⓐ ছাত্রপতি শিভাজি
ⓑ মহারানা প্রতাপ
ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
ⓓ রানা সঙ্গ

➤ ছাত্রপতি শিভাজি


20➤ সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন ?

ⓐ সিঙ্গাপুর
ⓑ টোকিও
ⓒ কলকাতা
ⓓ রেঙ্গুন

➤ সিঙ্গাপুর


21➤ ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা করেছিলেন ?

ⓐ তারিখ ই ফিরোজশাহী
ⓑ কিতাব উল রেহেলা
ⓒ কিতাব উল মাদারিস
ⓓ সফরনামা

➤ কিতাব উল রেহেলা


22➤ বুদ্ধচরিত কার রচনা ?

ⓐ উপগুপ্ত
ⓑ অশোক
ⓒ নাগার্জুন
ⓓ অশ্বঘোষ

➤ অশ্বঘোষ


23➤ হুনদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে ?

ⓐ স্কন্দগুপ্ত
ⓑ কুমার গুপ্ত
ⓒ প্রথম চন্দ্রগুপ্ত
ⓓ বিক্রমাদিত্য

➤ স্কন্দগুপ্ত


24➤ রামচরিত এর রচয়িতা কে ?

ⓐ সন্ধ্যাকর নন্দী
ⓑ অনিরুদ্ধ
ⓒ সুভা করগুপ্ত
ⓓ জয়দেব

➤ সন্ধ্যাকর নন্দী


25➤ বৈদিক যুগে বৃষ্টির দেবতা কে ?

ⓐ বরুন
ⓑ মরুৎ
ⓒ সোম
ⓓ ইন্দ্র

➤ বরুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top