প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন
(30/04/2022)
বন্ধুরা আজকের এই আর্টিকেলের আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি যেগুলো WBP Main, Rail, WBP SI, এই ধরনের পরীক্ষাগুলির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ | আপনারা আমার প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করুন আশা করি আপনারা আপনাদের সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন |
1➤ ভারতের কোথায় প্রথম গাধা সংরক্ষণ পার্ক তৈরি হতে চলেছে?
ⓑ শ্রীনগর
ⓒ দেরাদুন
ⓓ উত্তরাখান্ড
2➤ L & T গ্রীন হাইড্রোজেন প্রযুক্তির বিকাশের জন্য কোন আইআইটি সঙ্গে চুক্তি করলো ?
ⓑ IIT Roorkee
ⓒ IIT Delhi
ⓓ IIT Bombay
3➤ Future Generally Indian Life Insurance এর MD & CEO পদে কে নিযুক্ত হলেন ?
ⓑ Bruce De Broize
ⓒ Vijay Kumar
ⓓ Amit Sharma
4➤ ভারতের প্রথম কোন জেলা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পর (AMPMJAY) অধীনে 100% পরিবার এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে ?
ⓑ রামপুর
ⓒ পল্লী
ⓓ দেরাদুন
5➤ উত্তরপ্রদেশে কোন শহর ভ্যাকউম নর্মদা ব্যবস্থা ( Vacuum Based Sewer System ) দিক দিয়ে প্রথম শহর হয়ে উঠেছে ?
ⓑ এলাহাবাদ
ⓒ লখনৌ
ⓓ বারানসি
6➤ National Commission for schedule caste ( NCSC ) এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন ?
ⓑ বিজয় সম্পলা
ⓒ রাজনাথ সিং
ⓓ স্মৃতি ইরানি ইন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন
7➤ ঝাড়খণ্ডের রাজ্যের কোন জেলা দেশের একমাত্র জেলা যেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি লাইব্রেরী আছে ?
ⓑ বোকারো
ⓒ জামতারা
ⓓ দেওঘর
8➤ 2022 সালে বিশ্ব পশুচিকিৎসা দিবস কবে পালিত হচ্ছে ?
ⓑ 29 এপ্রিল
ⓒ 25 এপ্রিল
ⓓ 27 এপ্রিল
9➤ জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয় কবে?
ⓑ 6 মার্চ
ⓒ 3 মার্চ
ⓓ 5 মার্চ
10➤ Tata IPL এর অফিশিয়াল পার্টনার হলো কোনটি ?
ⓑ RuPay
ⓒ BharatPe
ⓓ PhonePe
11➤ আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?
ⓑ 5 মার্চ
ⓒ 6 মার্চ
ⓓ 7 মার্চ
12➤ আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত করা হয়?
ⓑ 28 এপ্রিল
ⓒ 27 এপ্রিল
ⓓ 26 এপ্রিল
13➤ কোন দেশ সবচেয়ে বেশি পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত করল ?
ⓑ বাংলাদেশ
ⓒ ভুটান
ⓓ ভারত
14➤ United kingdoms Commonwealth point of light award এর মাননিত হলেন
ⓑ রতন দাস
ⓒ কিশোর কুমার দাস
ⓓ কাজি ইউনিস আহমেদ
15➤ জম্মু-কাশ্মীরের কোন জেলাটি ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত হিসাবে চিহ্নিত হল ?
ⓑ পল্লী
ⓒ বেদি গাম
ⓓ পেহেলগাম