প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন (30/04/2022)

 প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন
(30/04/2022)


বন্ধুরা আজকের এই আর্টিকেলের আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি যেগুলো WBP Main, Rail, WBP SI, এই ধরনের পরীক্ষাগুলির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ | আপনারা আমার প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করুন আশা করি আপনারা আপনাদের সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন

1➤ ভারতের কোথায় প্রথম গাধা সংরক্ষণ পার্ক তৈরি হতে চলেছে?

ⓐ লে
ⓑ শ্রীনগর
ⓒ দেরাদুন
ⓓ উত্তরাখান্ড

➤ লে

31 অক্টোবর 2019 সালের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। লাদাখের রাজধানী লে কারগিল


2➤ L & T গ্রীন হাইড্রোজেন প্রযুক্তির বিকাশের জন্য কোন আইআইটি সঙ্গে চুক্তি করলো ?

ⓐ IIT Madras
ⓑ IIT Roorkee
ⓒ IIT Delhi
ⓓ IIT Bombay

➤ IIT Bombay


3➤ Future Generally Indian Life Insurance এর MD & CEO পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ Robert Broize
ⓑ Bruce De Broize
ⓒ Vijay Kumar
ⓓ Amit Sharma

➤ Bruce De Broize

এর আগে এই পদে নিযুক্ত ছিলেন মিরান জিত মুখার্জি।


4➤ ভারতের প্রথম কোন জেলা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পর (AMPMJAY) অধীনে 100% পরিবার এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে ?

ⓐ সাম্বা
ⓑ রামপুর
ⓒ পল্লী
ⓓ দেরাদুন

➤ সাম্বা

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার সমস্ত ভিডিও অফিসে 11 এপ্রিল থেকে 21 শে এপ্রিল পর্যন্ত State Health Agency (SHA) দ্বারা আয়োজিত একটি বিশেষ অভিযানের সমাপ্তি পরে এই মাইলফলক অর্জন করেছে যার লক্ষ্য ছিল জেলায় ABPMJAY প্রকল্পের অধীনে সমস্ত পরিবারকে কভার করে রাখা.


5➤ উত্তরপ্রদেশে কোন শহর ভ্যাকউম নর্মদা ব্যবস্থা ( Vacuum Based Sewer System ) দিক দিয়ে প্রথম শহর হয়ে উঠেছে ?

ⓐ আগ্রা
ⓑ এলাহাবাদ
ⓒ লখনৌ
ⓓ বারানসি

➤ আগ্রা

* এর আনুমানিক খরচ 100 কোটি টাকা
* উত্তর প্রদেশের রাজধানী লখনৌ
* লখনৌ কে বাঘের শহর বলা হয়


6➤ National Commission for schedule caste ( NCSC ) এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ রমেশ বৈদ্য
ⓑ বিজয় সম্পলা
ⓒ রাজনাথ সিং
ⓓ স্মৃতি ইরানি ইন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন

➤ বিজয় সম্পলা

National Commission for schedule caste প্রতিষ্ঠিত হয় 19 ফেব্রুয়ারি 2004

সদরদপ্তর নিউ দিল্লি
ভাইস চেয়ারম্যান অরুন হালদার


7➤ ঝাড়খণ্ডের রাজ্যের কোন জেলা দেশের একমাত্র জেলা যেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি লাইব্রেরী আছে ?

ⓐ ছাত্রা
ⓑ বোকারো
ⓒ জামতারা
ⓓ দেওঘর

➤ জামতারা

প্রায় 8 লক্ষ জনসংখ্যার এই জেলাটিতে 6 টি ব্লকের অধীনে মোট 118 টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতের একটি সুসজ্জিত গ্রন্থকার হয়েছে যা শিক্ষার্থীদের জন্য সকাল 9 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত খোলা থাকে।


8➤ 2022 সালে বিশ্ব পশুচিকিৎসা দিবস কবে পালিত হচ্ছে ?

ⓐ 30 এপ্রিল
ⓑ 29 এপ্রিল
ⓒ 25 এপ্রিল
ⓓ 27 এপ্রিল

➤ 30 এপ্রিল

বিশ্বব্যাপী পশুর চিকিৎসা পেশাকে তুলে ধরতে এই দিনটি পালন করা হয়।

2000 সালের ওয়ার্ল্ড ভোটেনারি অ্যাসোসিয়েশন এই দিনটি পালনের উদ্যোগ নেন


9➤ জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয় কবে?

ⓐ 4 মার্চ
ⓑ 6 মার্চ
ⓒ 3 মার্চ
ⓓ 5 মার্চ

➤ 4 মার্চ

এই বছরের থিম হলো nature young mind develop safety culture


10➤ Tata IPL এর অফিশিয়াল পার্টনার হলো কোনটি ?

ⓐ VIVO
ⓑ RuPay
ⓒ BharatPe
ⓓ PhonePe

➤ RuPay


11➤ আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?

ⓐ 8 মার্চ
ⓑ 5 মার্চ
ⓒ 6 মার্চ
ⓓ 7 মার্চ

➤ 8 মার্চ

এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম কি ছিল — gender equality today for a sustainable tomorrow


12➤ আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত করা হয়?

ⓐ 29 এপ্রিল
ⓑ 28 এপ্রিল
ⓒ 27 এপ্রিল
ⓓ 26 এপ্রিল

➤ 29 এপ্রিল

বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে নিত্য শিক্ষা ও অংশগ্রহণের জনগণকে উৎসাহ প্রদান করতে প্রতি বছর এই দিনটি পালিত করা হয়


13➤ কোন দেশ সবচেয়ে বেশি পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত করল ?

ⓐ পাকিস্তান
ⓑ বাংলাদেশ
ⓒ ভুটান
ⓓ ভারত

➤ ভারত

ভারতের বিহারের ভোজপুরে ” বীর কোনওয়ার সিং বিজয় উৎসব” অনুষ্ঠানে 78220 টি তিরঙ্গা পতাকা উড়িয়ে গ্রেনিস ওয়ার্ল্ড রেকর্ড করলো


14➤ United kingdoms Commonwealth point of light award এর মাননিত হলেন

ⓐ অমিত কুমার সাহা
ⓑ রতন দাস
ⓒ কিশোর কুমার দাস
ⓓ কাজি ইউনিস আহমেদ

➤ কিশোর কুমার দাস

কিশোর কুমার দাস বাংলাদেশের শিক্ষামূলক দাতব্য সংস্থা ” বিদ্যানন্দ” এর প্রতিষ্ঠাতা।


15➤ জম্মু-কাশ্মীরের কোন জেলাটি ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত হিসাবে চিহ্নিত হল ?

ⓐ কুলার
ⓑ পল্লী
ⓒ বেদি গাম
ⓓ পেহেলগাম

➤ পল্লী

জম্মু-কাশ্মীরে পল্লী নামে একটি জেলা রয়েছে সেটি ভারতবর্ষের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top