প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে | Important gk for competitive exam

 

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে | Important gk for competitive exam

বন্ধুরা আজকের এই
আর্টিকেলে আপনারা পাবেন পশ্চিমবঙ্গের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা গুলি নেওয়া হয় তাদের মধ্যে অন্যতম বাছাই করা প্রশ্নউত্তর যেগুলো বিগত বছরে সমস্ত পরীক্ষায় এসে গেছে এবং বারে বারে সেই কোশ্চেন গুলো প্রতিটা পরীক্ষায় পুনরাবৃত্তি করা হচ্ছে এমন প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকের এই আর্টিকেল আলোচনা করতে চলেছি | আপনাদের মধ্যে যারা রয়েছেন WBP,SSC,PSC ,WBCS,
Railway Group-D,
পরীক্ষার কেনডিডেড আপনাদের জন্য এই
প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটা পড়বেন এবং আমাদের পিডিএফ ফাইল আপনাদের টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা সেটাকে সংগ্রহ করে নিতে পারেন |


বিষয় জিকে
প্রশ্ন সংখ্যা 50 টি
পূর্ণমান 50
সময় 60 Sec

1➤ বাংলা সাহিত্যের জগতে কালকূট নামে পরিচিত কে ?

ⓐ অমিতাভ চৌধুরী
ⓑ সমরেশ বসু
ⓒ নীহাররঞ্জন গুপ্ত
ⓓ প্রফুল্ল লাহিড়ী

➤ সমরেশ বসু


2➤ কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় ?

ⓐ চতুষ্কোণ
ⓑ পল্লীসমাজ
ⓒ বিপ্রদাস
ⓓ রামের সুমতি

➤ চতুষ্কোণ


3➤ “প্রথম প্রতিশ্রুতি” উপন্যাসটির লেখক কে?

ⓐ বিমল মিত্র
ⓑ নজরুল ইসলাম
ⓒ আশাপূর্ণা দেবী
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

➤ আশাপূর্ণা দেবী


4➤ যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন?

ⓐ বিনয় মুখোপাধ্যায়
ⓑ বিমল ঘোষ
ⓒ অরবিন্দ গুহ
ⓓ প্রমথ চৌধুরী

➤ বিনয় মুখোপাধ্যায়


5➤ বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম কি ?

ⓐ আইডলস
ⓑ মাই ট্রুথ
ⓒ ব্রোকেন উইন্স
ⓓ এ সুইটেবল বয়

➤ এ সুইটেবল বয়


6➤ গ্রামী পুরস্কার এর সাথে জড়িত?

ⓐ সঙ্গীত
ⓑ চলচ্চিত্র
ⓒ নাটক
ⓓ সাহিত্য

➤ সঙ্গীত


7➤ পি টি ঊষার আত্মজীবনীর নাম কি?

ⓐ গোল্ডেন গার্ল
ⓑ গোল
ⓒ মাই সাইড
ⓓ দা প্লেয়ার

➤ গোল্ডেন গার্ল


8➤ নৌটঙ্কি কোথাকার লোকনৃত্য ?

ⓐ পাঞ্জাব
ⓑ রাজস্থান
ⓒ উত্তর প্রদেশ
ⓓ তামিলনাড়ু

➤ উত্তর প্রদেশ


9➤ নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি ?

ⓐ রেশমা
ⓑ জাদুর
ⓒ পালি
ⓓ শায়লা

➤ রেশমা


10➤ ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্য শিল্পীর নাম কি ?

ⓐ ইনদানী রহমান
ⓑ রাগিনী দেবী
ⓒ সিতারা দেবী
ⓓ রুক্মিণী দেবী

➤ রাগিনী দেবী


11➤ ভীমসেন যোশি কোন ঘরানার শিল্পী ছিলেন ?

ⓐ কিরানা
ⓑ আগ্রা
ⓒ জয়পুর
ⓓ মেওয়াতী

➤ কিরানা


12➤ বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ?

ⓐ পাঞ্জাব
ⓑ আসাম
ⓒ গুজরাট
ⓓ ওড়িশা

➤ পাঞ্জাব


13➤ কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় ?

ⓐ গরবা
ⓑ বৃহ
ⓒ ছউ
ⓓ ঝুমুর

➤ ছউ


14➤ কত সালে সাহিত্য একাডেমী স্থাপিত হয় ?

ⓐ 1952
ⓑ 1954
ⓒ 1955
ⓓ 1956

➤ 1954


15➤ পদাতিক কবি কাকে বলা হয় ?

ⓐ সুভাষ মুখোপাধ্যায়
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓓ শিশিরকুমার ভাদুড়ী

➤ সুভাষ মুখোপাধ্যায়


16➤ ক্রিসমাস নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে?

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ আমেরিকা

➤ অস্ট্রেলিয়া


17➤ বিখ্যাত মধুবনী লোকো চিত্র কোথাকার ?

ⓐ বিহার
ⓑ আসাম
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ

➤ বিহার


18➤ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি ?

ⓐ বাংলা
ⓑ উর্দু
ⓒ হিন্দি
ⓓ সংস্কৃত

➤ সংস্কৃত


19➤ ‘ লাইফ ডিভাইন’ গ্রন্থটির রচয়িতা কে?

ⓐ বিবেকানন্দ
ⓑ শ্রীরামকৃষ্ণ
ⓒ শ্রী অরবিন্দ
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

➤ বিবেকানন্দ


20➤ অজন্তার গুহাচিত্র এর বিষয়বস্তু কি ?

ⓐ রামায়ণ
ⓑ মহাভারত
ⓒ জাতক
ⓓ উপনিষদ

➤ জাতক


21➤ ” সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা” গানটির লেখক কে ?

ⓐ মির্জা গালিব
ⓑ মোহাম্মদ ইকবাল
ⓒ নাজির আহমেদ
ⓓ মীর আম্মান ডেলহি

➤ মোহাম্মদ ইকবাল


22➤ অস্কার প্রাপ্ত ছবি এলিজাবেথ এর পরিচালক কে ?

ⓐ স্টিভেন স্পিলবার্গ
ⓑ আলফ্রেড হিচকক
ⓒ ক্লিন্ট ইস্টউড
ⓓ শেখর কাপুর

➤ শেখর কাপুর


23➤ বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব ?

ⓐ কর্ণাটক
ⓑ ওড়িশা
ⓒ কেরাল
ⓓ মহারাষ্ট্র

➤ কেরাল


24➤ Waiting for the Mahatma- বইটির লেখক কে ?

ⓐ জহরলাল নেহেরু
ⓑ সালমান রুশদি
ⓒ শ্রী অরবিন্দ
ⓓ আর কে নারায়ন

➤ আর কে নারায়ন


25➤ ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি ?

ⓐ ভারতরত্ন
ⓑ জ্ঞানপীঠ
ⓒ পদ্মভূষণ
ⓓ পদ্মশ্রী

➤ জ্ঞানপীঠ


26➤ পদ্মাবত ছবির পরিচালক কে ?

ⓐ সঞ্জয় লীলা বনশালি
ⓑ যশ চোপড়া
ⓒ রাজকুমার হিরানি
ⓓ মধুর ভান্ডারকর

➤ সঞ্জয় লীলা বনশালি


27➤ A Fantastic Women সিনেমাটির পরিচালক কে ?

ⓐ সেবাস্তিয়ান লুলীয়
ⓑ অনুরাগ কশ্যপ
ⓒ মেগান মিলন
ⓓ শেখর কাপুর

➤ সেবাস্তিয়ান লুলীয়


28➤ ভৈরব রাগটি কখন গাওয়া হয়?

ⓐ ভোরে
ⓑ সন্ধ্যায়
ⓒ রাতে
ⓓ মধ্যরাতে

➤ ভোরে


29➤ মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?

ⓐ সেরিকালচার
ⓑ পেডোলজি
ⓒ আরোলজি
ⓓ পেডাগোগি

➤ পেডোলজি


30➤ পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি ?

ⓐ দুর্গাপুর
ⓑ আসানসোল
ⓒ খড়গপুর
ⓓ বিষ্ণুপুর

➤ আসানসোল


31➤ ঘানা পাখিরালয় অবস্থিত কোন জায়গায় ?

ⓐ গুজরাট
ⓑ কেরালা
ⓒ রাজস্থান
ⓓ আসাম

➤ রাজস্থান


32➤ সিন্ধুর একটি উপনদী হল —

ⓐ যমুনা
ⓑ ননী
ⓒ রামগঙ্গা
ⓓ বিপাশা

➤ বিপাশা


33➤ ভোরঘাট পাস কোথায় অবস্থিত?

ⓐ কর্নাটকে
ⓑ সিকিমে
ⓒ মহারাষ্ট্রে
ⓓ কেরালা

➤ মহারাষ্ট্রে


34➤ নিজাম সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ কেরালা
ⓒ উত্তরাখান্ড
ⓓ গুজরাট

➤ অন্ধ্রপ্রদেশ


35➤ ভারতের রেশম শহর বলা হয় কোন শহরকে?

ⓐ এলাহাবাদ কে
ⓑ আগ্রা কে
ⓒ ভাগলপুর কে
ⓓ ধানবাদ কে

➤ ভাগলপুর কে


36➤ তরাই কথার অর্থ কি ?

ⓐ আদ্র
ⓑ শুষ্ক
ⓒ ঘাসফুল অঞ্চল
ⓓ প্রস্তুত হয়

➤ আদ্র


37➤ কোন অঞ্চলটিকে মরুস্থলি বলা হয়?

ⓐ দোকানে ট্রাক
ⓑ থর মরুভূমি
ⓒ মেঘালয় মালভূমি
ⓓ কর্ণাটক মালভূমি

➤ থর মরুভূমি


38➤ অল্প বৃষ্টি কোন রাজ্যে দেখা যায় ?

ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ পাঞ্জাব
ⓓ মহারাষ্ট্র

➤ কেরালা


39➤ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

ⓐ গুরুশিখর
ⓑ আনাইমুদি
ⓒ পাঁচমারি
ⓓ ধূপগড়

➤ ধূপগড়


40➤ ভারতের গ্লাসগো বলা হয়

ⓐ মুম্বাই
ⓑ পুনে
ⓒ হাওড়া
ⓓ কোনোটিই নয়

➤ হাওড়া


41➤ নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত ?

ⓐ কেরাল
ⓑ মহারাষ্ট্র
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ তামিলনাড়ু

➤ তামিলনাড়ু


42➤ ভারতের সেচের বৃহত্তম উৎস হল –

ⓐ নলকূপ
ⓑ পুকুর
ⓒ সমুদ্র
ⓓ খাল

➤ খাল


43➤ রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হয় ?

ⓐ রাষ্ট্রপতি
ⓑ উপরাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ কেন্দ্র সরকার

➤ কেন্দ্র সরকার


44➤ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?

ⓐ দিল্লি
ⓑ মুম্বাই
ⓒ পুনে
ⓓ চেন্নাই

➤ মুম্বাই


45➤ SAARC প্রতিষ্ঠিত হয় –

ⓐ 1 জানুয়ারি 1985
ⓑ 8 ডিসেম্বর 1985
ⓒ 1 জানুয়ারি 1985
ⓓ 8 ডিসেম্বর 1984

➤ 8 ডিসেম্বর 1985


46➤ ভারতের লৌহ মানব কাকে বলা হয়?

ⓐ জহরলাল নেহেরু কে
ⓑ মতিলাল নেহেরু কে
ⓒ সুভাষচন্দ্র বোস কে
ⓓ সরদার বল্লভ ভাই প্যাটেল কে

➤ সরদার বল্লভ ভাই প্যাটেল কে


47➤ অযোধ্যার শেষ নবাব কে ছিলেন ?

ⓐ সুজাউদ্দৌলা
ⓑ সাদাত আলী খাঁ
ⓒ সবদার জঙ্গ
ⓓ ওয়াজিদ আলি শাহ

➤ ওয়াজিদ আলি শাহ


48➤ পাঞ্জাব কেশরী কাকে বলা হত ?

ⓐ লালা লাজপত রায় কে
ⓑ মহাদেব গোবিন্দ রানাডে কে
ⓒ বালগঙ্গাধর তিলক কে
ⓓ কোনোটিই নয়

➤ লালা লাজপত রায় কে


49➤ লাহোর চুক্তি সম্পাদিত হয় ?

ⓐ 1846 সালে
ⓑ 1876 সালে
ⓒ 1826 সালে
ⓓ 1879 সালে

➤ 1846 সালে


50➤ মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?

ⓐ গিয়াসউদ্দিন তুঘলক
ⓑ আলাউদ্দিন খলজী
ⓒ মোহাম্মদ আলী জিন্নাহ
ⓓ ইলতুৎমিস

➤ আলাউদ্দিন খলজী


51➤ দিল্লিতে কুতুব মিনারের নির্মাণকার্য শুরু করেন কে ?

ⓐ ইলতুৎমিস
ⓑ আলাউদ্দিন খলজী
ⓒ গিয়াস উদ্দিন
ⓓ কুতুবউদ্দিন আইবক

➤ কুতুবউদ্দিন আইবক


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top