প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে | Important gk for competitive exam
বন্ধুরা আজকের এই
আর্টিকেলে আপনারা পাবেন পশ্চিমবঙ্গের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা গুলি নেওয়া হয় তাদের মধ্যে অন্যতম বাছাই করা প্রশ্ন–উত্তর যেগুলো বিগত বছরে সমস্ত পরীক্ষায় এসে গেছে এবং বারে বারে সেই কোশ্চেন গুলো প্রতিটা পরীক্ষায় পুনরাবৃত্তি করা হচ্ছে এমন প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকের এই আর্টিকেল আলোচনা করতে চলেছি | আপনাদের মধ্যে যারা রয়েছেন WBP,SSC,PSC ,WBCS,
Railway Group-D, পরীক্ষার কেনডিডেড আপনাদের জন্য এই
প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটা পড়বেন এবং আমাদের পিডিএফ ফাইল আপনাদের টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা সেটাকে সংগ্রহ করে নিতে পারেন |
বিষয় | জিকে |
প্রশ্ন সংখ্যা | 50 টি |
পূর্ণমান | 50 |
সময় | 60 Sec |
1➤ বাংলা সাহিত্যের জগতে কালকূট নামে পরিচিত কে ?
ⓑ সমরেশ বসু
ⓒ নীহাররঞ্জন গুপ্ত
ⓓ প্রফুল্ল লাহিড়ী
2➤ কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় ?
ⓑ পল্লীসমাজ
ⓒ বিপ্রদাস
ⓓ রামের সুমতি
3➤ “প্রথম প্রতিশ্রুতি” উপন্যাসটির লেখক কে?
ⓑ নজরুল ইসলাম
ⓒ আশাপূর্ণা দেবী
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর
4➤ যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন?
ⓑ বিমল ঘোষ
ⓒ অরবিন্দ গুহ
ⓓ প্রমথ চৌধুরী
5➤ বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম কি ?
ⓑ মাই ট্রুথ
ⓒ ব্রোকেন উইন্স
ⓓ এ সুইটেবল বয়
6➤ গ্রামী পুরস্কার এর সাথে জড়িত?
ⓑ চলচ্চিত্র
ⓒ নাটক
ⓓ সাহিত্য
7➤ পি টি ঊষার আত্মজীবনীর নাম কি?
ⓑ গোল
ⓒ মাই সাইড
ⓓ দা প্লেয়ার
8➤ নৌটঙ্কি কোথাকার লোকনৃত্য ?
ⓑ রাজস্থান
ⓒ উত্তর প্রদেশ
ⓓ তামিলনাড়ু
9➤ নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি ?
ⓑ জাদুর
ⓒ পালি
ⓓ শায়লা
10➤ ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্য শিল্পীর নাম কি ?
ⓑ রাগিনী দেবী
ⓒ সিতারা দেবী
ⓓ রুক্মিণী দেবী
11➤ ভীমসেন যোশি কোন ঘরানার শিল্পী ছিলেন ?
ⓑ আগ্রা
ⓒ জয়পুর
ⓓ মেওয়াতী
12➤ বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ?
ⓑ আসাম
ⓒ গুজরাট
ⓓ ওড়িশা
13➤ কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় ?
ⓑ বৃহ
ⓒ ছউ
ⓓ ঝুমুর
14➤ কত সালে সাহিত্য একাডেমী স্থাপিত হয় ?
ⓑ 1954
ⓒ 1955
ⓓ 1956
15➤ পদাতিক কবি কাকে বলা হয় ?
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓓ শিশিরকুমার ভাদুড়ী
16➤ ক্রিসমাস নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে?
ⓑ বাংলাদেশ
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ আমেরিকা
17➤ বিখ্যাত মধুবনী লোকো চিত্র কোথাকার ?
ⓑ আসাম
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ
18➤ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি ?
ⓑ উর্দু
ⓒ হিন্দি
ⓓ সংস্কৃত
19➤ ‘ লাইফ ডিভাইন’ গ্রন্থটির রচয়িতা কে?
ⓑ শ্রীরামকৃষ্ণ
ⓒ শ্রী অরবিন্দ
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর
20➤ অজন্তার গুহাচিত্র এর বিষয়বস্তু কি ?
ⓑ মহাভারত
ⓒ জাতক
ⓓ উপনিষদ
21➤ ” সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা” গানটির লেখক কে ?
ⓑ মোহাম্মদ ইকবাল
ⓒ নাজির আহমেদ
ⓓ মীর আম্মান ডেলহি
22➤ অস্কার প্রাপ্ত ছবি এলিজাবেথ এর পরিচালক কে ?
ⓑ আলফ্রেড হিচকক
ⓒ ক্লিন্ট ইস্টউড
ⓓ শেখর কাপুর
23➤ বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব ?
ⓑ ওড়িশা
ⓒ কেরাল
ⓓ মহারাষ্ট্র
24➤ Waiting for the Mahatma- বইটির লেখক কে ?
ⓑ সালমান রুশদি
ⓒ শ্রী অরবিন্দ
ⓓ আর কে নারায়ন
25➤ ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি ?
ⓑ জ্ঞানপীঠ
ⓒ পদ্মভূষণ
ⓓ পদ্মশ্রী
26➤ পদ্মাবত ছবির পরিচালক কে ?
ⓑ যশ চোপড়া
ⓒ রাজকুমার হিরানি
ⓓ মধুর ভান্ডারকর
27➤ A Fantastic Women সিনেমাটির পরিচালক কে ?
ⓑ অনুরাগ কশ্যপ
ⓒ মেগান মিলন
ⓓ শেখর কাপুর
28➤ ভৈরব রাগটি কখন গাওয়া হয়?
ⓑ সন্ধ্যায়
ⓒ রাতে
ⓓ মধ্যরাতে
29➤ মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?
ⓑ পেডোলজি
ⓒ আরোলজি
ⓓ পেডাগোগি
30➤ পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি ?
ⓑ আসানসোল
ⓒ খড়গপুর
ⓓ বিষ্ণুপুর
31➤ ঘানা পাখিরালয় অবস্থিত কোন জায়গায় ?
ⓑ কেরালা
ⓒ রাজস্থান
ⓓ আসাম
32➤ সিন্ধুর একটি উপনদী হল —
ⓑ ননী
ⓒ রামগঙ্গা
ⓓ বিপাশা
33➤ ভোরঘাট পাস কোথায় অবস্থিত?
ⓑ সিকিমে
ⓒ মহারাষ্ট্রে
ⓓ কেরালা
34➤ নিজাম সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
ⓑ কেরালা
ⓒ উত্তরাখান্ড
ⓓ গুজরাট
35➤ ভারতের রেশম শহর বলা হয় কোন শহরকে?
ⓑ আগ্রা কে
ⓒ ভাগলপুর কে
ⓓ ধানবাদ কে
36➤ তরাই কথার অর্থ কি ?
ⓑ শুষ্ক
ⓒ ঘাসফুল অঞ্চল
ⓓ প্রস্তুত হয়
37➤ কোন অঞ্চলটিকে মরুস্থলি বলা হয়?
ⓑ থর মরুভূমি
ⓒ মেঘালয় মালভূমি
ⓓ কর্ণাটক মালভূমি
38➤ অল্প বৃষ্টি কোন রাজ্যে দেখা যায় ?
ⓑ কেরালা
ⓒ পাঞ্জাব
ⓓ মহারাষ্ট্র
39➤ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
ⓑ আনাইমুদি
ⓒ পাঁচমারি
ⓓ ধূপগড়
40➤ ভারতের গ্লাসগো বলা হয়
ⓑ পুনে
ⓒ হাওড়া
ⓓ কোনোটিই নয়
41➤ নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত ?
ⓑ মহারাষ্ট্র
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ তামিলনাড়ু
42➤ ভারতের সেচের বৃহত্তম উৎস হল –
ⓑ পুকুর
ⓒ সমুদ্র
ⓓ খাল
43➤ রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হয় ?
ⓑ উপরাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ কেন্দ্র সরকার
44➤ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
ⓑ মুম্বাই
ⓒ পুনে
ⓓ চেন্নাই
45➤ SAARC প্রতিষ্ঠিত হয় –
ⓑ 8 ডিসেম্বর 1985
ⓒ 1 জানুয়ারি 1985
ⓓ 8 ডিসেম্বর 1984
46➤ ভারতের লৌহ মানব কাকে বলা হয়?
ⓑ মতিলাল নেহেরু কে
ⓒ সুভাষচন্দ্র বোস কে
ⓓ সরদার বল্লভ ভাই প্যাটেল কে
47➤ অযোধ্যার শেষ নবাব কে ছিলেন ?
ⓑ সাদাত আলী খাঁ
ⓒ সবদার জঙ্গ
ⓓ ওয়াজিদ আলি শাহ
48➤ পাঞ্জাব কেশরী কাকে বলা হত ?
ⓑ মহাদেব গোবিন্দ রানাডে কে
ⓒ বালগঙ্গাধর তিলক কে
ⓓ কোনোটিই নয়
49➤ লাহোর চুক্তি সম্পাদিত হয় ?
ⓑ 1876 সালে
ⓒ 1826 সালে
ⓓ 1879 সালে
50➤ মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
ⓑ আলাউদ্দিন খলজী
ⓒ মোহাম্মদ আলী জিন্নাহ
ⓓ ইলতুৎমিস
51➤ দিল্লিতে কুতুব মিনারের নির্মাণকার্য শুরু করেন কে ?
ⓑ আলাউদ্দিন খলজী
ⓒ গিয়াস উদ্দিন
ⓓ কুতুবউদ্দিন আইবক