History Questions with Answers
আজকের এই আর্টিকেলে ইতিহাসের ব্রিটিশ শাসনকালে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং বাছাই করা 15 টি এমন প্রশ্নের উত্তর আমরা আপনাদের কাছে তুলে ধরব যেগুলি প্রতিবছর কোন না কোন পরীক্ষায় এসে চলেছে, আপনাদের মধ্যে যারা রয়েছেন WBP,SSC,PSC ,WBCS, Railway Group-D, পরীক্ষার কেনডিডেড আপনাদের জন্য এই প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটা পড়বেন এবং আমাদের পিডিএফ ফাইল আপনাদের টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা সেটাকে সংগ্রহ করে নিতে পারেন |
History Questions with Answers MCQ |
1➤ কত সালে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় ?
ⓑ 1600
ⓒ 1852
ⓓ 1700
2➤ কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় ?
ⓑ 1857
ⓒ 1757
ⓓ 1752
3➤ কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?
ⓑ 1857
ⓒ 1862
ⓓ 1942
4➤ কত সালে ভারত শাসন এর দায়িত্ব কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের রানীর হাতে অর্পিত হয় ?
ⓑ 1800
ⓒ 1772
ⓓ 1858
5➤ নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয় ?
ⓑ 1929
ⓒ 1930
ⓓ 1935
6➤ নেহেরু রিপোর্ট প্রকাশ করেন —
ⓑ মতিলাল নেহেরু
ⓒ জহরলাল নেহেরু
ⓓ বি আর আম্বেদকর
7➤ কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসা করার অনুমতি প্রদান করেছিলেন ?
ⓑ দ্বিতীয় শাহ আলম
ⓒ জাহাঙ্গীর
ⓓ শাহজাহান
8➤ কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে ?
ⓑ 1763
ⓒ 1765
ⓓ 1824
9➤ কোন আইনের ফলে গভর্নর জেনারেল ভাইসরয় রূপে পরিচিত হন ?
ⓑ ভারত শাসন আইন 1858
ⓒ ভারতীয় কাউন্সিল আইন 1861
ⓓ ভারত শাসন আইন 1935
10➤ ভারত শাসনের জন্য ব্রিটিশ সংসদ কর্তৃক প্রণীত সর্বপ্রথম আইন কোনটি ?
ⓑ রেগুলেটিং অ্যাক্ট 1773
ⓒ 1935 ভারত শাসন আইন
ⓓ 1813 চার্টার অ্যাক্ট
11➤ কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটানো হয় ?
ⓑ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909
ⓒ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861
ⓓ ভারত শাসন আইন 1935
12➤ কোন আইন বলে ভারতে কোম্পানির পরিবর্তে রানীর শাসন প্রতিষ্ঠিত হয় ?
ⓑ ভারত শাসন আইন 1858
ⓒ ভারতীয় কাউন্সিল আইন 1861
ⓓ ভারত শাসন আইন 1935
13➤ প্রথম ভারতীয় হিসেবে ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য রূপে যোগদান করেন কে ?
ⓑ সত্যেন্দ্র প্রসাদ সিনহা
ⓒ রাজেন্দ্র প্রসাদ
ⓓ মতিলাল নেহেরু
14➤ কোন গভর্নর এর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় ?
ⓑ লর্ড ডালহৌসি
ⓒ ওয়ারেন হেস্টিংস
ⓓ রবার্ট ক্লাইভ
15➤ 1857 সালে ভারতের গভর্নর কে ছিলেন ?
ⓑ লরেন্স
ⓒ ডালহৌসি
ⓓ ক্যানিং