নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলার্শিপ সম্পর্কে জানুন | কিভাবে আবেদন করবেন ও আবেদনের শর্ত গুলি কি কি ?

 

নবান্ন স্কলারশিপ বা
উত্তরকন্যা স্কলার্শিপ সম্পর্কে জানুন | কিভাবে আবেদন করবেন ও আবেদনের শর্ত গুলি
কি কি ?

ezgif-com-gif-maker-42

বন্ধুরা আজকের এই
আর্টিকেলের মাধ্যমে আমরা জানব নবান্ন স্কলারশিপ কি ?, কিভাবে আপনারা নবান্নবা
উত্তর কন্যা স্কলারশিপ আবেদন করতে পারবেন | মাননীয় মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের প্রাণ তহবিল থেকে প্রতিবছর মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য
তাদের পড়াশোনার খরচ চালাবার জন্য স্কুল কলেজে ভর্তি হবার জন্য এই স্কলারশিপ
প্রদান করা হয়ে থাকে | এই স্কলারশিপ নতুন ক্লাসে ভর্তি হবার আগে শিক্ষার্থীদের
ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ আপনারা যখন নতুন ক্লাসে ভর্তি হবেন তখন
সেই ক্লাসের ভর্তির রশিদ এর সাথে আপনার যাবতীয় ডিটেইলস পূরণ করে এই নবান্ন
স্কলারশিপ অথবা উত্তরকন্যা স্কলারশিপ এর জন্য আপনারা আবেদন করতে পারবেন | নিচে এই
স্কলার্শিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো 

 

যোগ্য ছাত্রছাত্রীরা
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন প্রতিবছর এই স্কলার্শিপ
অনুযায়ী ছাত্র-ছাত্রীদের 10,000 টাকা থেকে 20,000 টাকা দেয়া হয়ে থাকে এটা
সম্পূর্ণ নির্ভর করে বর্তমানে যে কোর্সে ভর্তি হচ্ছে সেই কোর্সের খরচ এর উপর |
এবার উত্তরবঙ্গের যারা বসবাস করে তাদের জন্য এই স্কলারশিপটি উত্তরকন্যা স্কলার্শিপ
নামে পরিচিত | 

 

নবান্ন বা উত্তরকন্যা
স্কলারশিপ কিভাবে আবেদন করবেন, এর শর্ত গুলি কি কি ?

এই স্কলারশিপ আবেদন করার
জন্য বেশকিছু শর্তাবলীর কথা উল্লেখ করা হয়েছে আপনারা যথাযথ সেই শর্তগুলি পালন করে
এই স্কলারশিপের জন্য আবেদন করলে তবেই আপনারা যোগ্য হয়ে উঠবেন নবান্ন স্কলারশিপের
জন্য যে সমস্ত রকম চাওয়া হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো :-




ü  আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী
বাসিন্দা হতে হবে 

ü  আবেদনকারী যদি পশ্চিমবঙ্গের কোন বোর্ড কাউন্সিল
অথবা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পশ্চিমবঙ্গের কোন শিক্ষা প্রতিষ্ঠানে
ভর্তি হয়েছে এমন শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য যোগ্য হিসেবে গণ্য হবে |

ü  যেসমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছে 65 %
এবং উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে, ও যারা 60% নাম্বার পেয়ে কলেজে ভর্তি
হয়েছে অথবা 60% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সেই সমস্ত মেধাবী
ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |

ü  যেসমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ
স্কলারশিপ এর জন্য যোগ্য অথবা সেখানে আবেদন করেছেন তারা এই স্কলারশিপ এর জন্য
আবেদন করতে পারবেনা |

ü  আবেদনকারীর পারিবারিক আয় বাৎসরিক 60,000 হাজার
টাকার নিচে হতে হবে তবেই সেই সমস্ত ছাত্র-ছাত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ
তহবিল থেকে নবান্ন স্কলারশিপ অথবা উত্তরকন্যা স্কলারশিপের জন্য যোগ্য হয়ে উঠবে

ü  যে সমস্ত ছাত্র-ছাত্রী এর আগে যে কোনো সরকারি বা
বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছেন তারা এই সমস্ত স্কলারশিপের জন্য
আবেদন করতে পারবে না |

নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ এর আবেদন
পদ্ধতি ?

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলের নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন
আপনারা এটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন | নবান্ন স্কলারশিপ আবেদন আপনারা
দুইভাবে করতে পারবেন – 

  1. আপনি চাইলে সাদা কাগজে নিজের
    হাতে লেখে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন|
  2. আপনারা যদি চান আমাদের ওয়েবসাইট
    থেকে নবান্ন স্কলারশিপ উত্তরকন্যা কলারশিপ এর আবেদন পত্র ডাউনলোড করে নিতে
    পারেন | 

 

নবান্ন স্কলার্শিপ আবেদনের জন্য প্রয়োজনীয়
ডকুমেন্টস গুলি কি কি ?

ü  Application Form

ü  MLA Recommendation Copy

ü  Self Declaration Copy

ü  শেষ পরীক্ষার রেজাল্ট

ü  বর্তমান কোর্সে ভর্তির রশিদ

ü  কোন A ক্যাটাগরির গেজেটেড অফিসারের কাছ থেকে
নেওয়া বাৎসরিক আয়ের এর সার্টিফিকেট 

এবার আবেদনপত্র গুলি
সঠিকভাবে পূরণ করুন আর উপরের দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি আবেদনপত্রের সঙ্গে
একসাথে সাজিয়ে সেগুলিকে নিচে দেওয়া অ্যাড্রেস গুলিতে নির্দিষ্ট সময়ে জমা দিতে
হবে |


 দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য

 Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

 উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীর জন্য

 UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

 এই অ্যাড্রেস গুলিতে ছাত্র ছাত্রী অথবা ছাত্র-ছাত্রীর পিতা-মাতা
আবেদনপত্রটি গিয়ে জমা দিয়ে আসতে পারে অনেকে আবার পোস্ট মারফত নির্দিষ্ট এড্রেসে
আবেদনপত্রটি জমা করে থাকে সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে|

একনজরে নবান্ন স্কলারশিপ সম্পর্কে জানুন: 

স্কলারশিপের নাম Name
of Scholarship

নবান্ন স্কলারশিপ
2022

নবান্ন স্কলারশিপ কত টাকা

প্রতি বছর ১০,০০০ টাকা

নবান্ন স্কলারশিপ ফর্ম

nabanna scholarship form ( Download )

নবান্ন স্কলারশিপ 2022 Last Date

No Last Date কোনো
শেষ তারিখ নেই

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর

(033) 2214 5555 / 2214 3101

নবান্ন স্কলারশিপের ফরম টি ডাউনলোড করে নিন



style=”display:block”
data-ad-client=”ca-pub-5112021646770590″
data-ad-slot=”4236937299″
data-ad-format=”auto”
data-full-width-responsive=”true”>

Download
style=”display:block”
data-ad-format=”fluid”
data-ad-layout-key=”-fb+5w+4e-db+86″
data-ad-client=”ca-pub-5112021646770590″
data-ad-slot=”7772787813″>

FAQ:

ü  নবান্ন স্কলারশিপ কত টাকা ?

= প্রতিবছর আবেদনকারীকে 10 হাজার টাকা অনুদান দেওয়া হয় 

ü  নবান্ন স্কলারশিপের ফরম ডাউনলোড ?

= নবান্ন স্কলারশিপের ফরম টি ডাউনলোড করে নিন 

ü  নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর ?

= নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে (033) 2214 5555 / 2214 3101

ü  nabanna scholarship official website ?

= এই ওয়েবসাইট থেকে আপনারা নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন  http://wbcmo.gov.in/ 

ü  nabanna scholarship pdf ?

=
the form by clicking on the link above

ü  nabanna scholarship form ?

= Download the form by clicking on the link above

ü  nabanna scholarship last date ?

= There is no last date for Nabanna Scholarship and you can apply whenever you want

ü  nabanna scholarship renewal ?

= Renew to get the benefit of this scholarship every year



 





Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top