কলকাতা পুলিশ মক টেস্ট পর্ব- 3
বন্ধুরা আজ আমরা তোমাদের সঙ্গে কলকাতা পুলিশের 50 নম্বরের মক টেস্টের আয়োজিত পর্ব -2 এখানে আমরা আপনাদের সকলকে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি | Kolkata Police Constable- -2022 আমাদের এই আয়োজিত পর্বে থাকছে 50 নাম্বারের জেনারেল নলেজ যেগুলো WBP Constable, RPF, Railway, SSC পরীক্ষার জন্য বেশ উপযোগী |
তাই আমাদের এই অনলাইন মক টেস্ট অংশগ্রহণ করে আপনার নিজের জ্ঞানের ভান্ডার কে সমৃদ্ধি করুন এগুলা আপনি বিনামূল্যেই পাবেন অনলাইনে সপ্তাহে দুটি অনলাইন পরীক্ষা আমরা নিয়ে থাকি |
GK Disari | কুইজ |
---|---|
কলকাতা পুলিশ | পূর্ণমান 50 |
প্রশ্ন সংখ্যা | 50 টি |
সময় | 60 সেকেন্ড |
1➤ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ?
ⓑ স্যার বার্নেল পিকক
ⓒ হরিলাল যে কানাইয়া
ⓓ এদের মধ্যে কেউই নয়
2➤ ভারতের ম্যানগ্রোভ অভয়ারণ্য কোন রাজ্যে সর্বাধিক ?
ⓑ গুজরাট
ⓒ গোয়া
ⓓ আন্দামান
3➤ পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরের নাম হল :-
ⓑ কাকদ্বীপ
ⓒ কুলপি
ⓓ সাগরদ্বীপ
4➤ প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম সম্রাট কে ?
ⓑ ধর্মপাল
ⓒ শশাঙ্ক
ⓓ রাজ্যবর্ধন
5➤ “Unbreakble” নামক আত্মজীবনীটি কার ?
ⓑ মেরিকম
ⓒ অভিনব বিন্দ্রা
ⓓ দীপা কর্মকার
6➤ পুতুল নাচের ইতিকথা গ্রন্থটি কার লেখা ?
ⓑ রাজশেখর বসু
ⓒ মানিক বন্দ্যোপাধ্যায়
ⓓ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
7➤ ভারতের প্রথম মুঘল উদ্যানটি কে নির্মাণ করেন ?
ⓑ হুমায়ুন
ⓒ শাহজাহান
ⓓ জাহাঙ্গীর
8➤ চন্দ্রপ্রভা সেঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত ?
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ উত্তর প্রদেশ
ⓓ আসাম
9➤ ক্যাপসুলের খোলক কি দ্বারা নির্মিত ?
ⓑ পলিথিন
ⓒ শ্বেতসার
ⓓ ক্যালসিয়াম
10➤ লিফট কে আবিষ্কার করেন ?
ⓑ টমাস আলফা এডিসন
ⓒ মাইকেল ফ্যারাডে
ⓓ ই জি অডিশ
11➤ LPG গ্যাসের উৎকট গন্ধটির কারণ কি ?
ⓑ বিউটাডাইন
ⓒ ইথাইল মার্কেপটান
ⓓ ইথাইল ক্লোরাইড
12➤ নিচের কোনটিকে সরীসৃপের যুগ বলা হয় ?
ⓑ পালিয়োজোয়িক
ⓒ মেসোজোয়িক
ⓓ অর্ডভিসিয়ান
13➤ “মসলার রানী” কোন মসলাকে বলা হয় ?
ⓑ লঙ্কা
ⓒ এলাচ
ⓓ জিরা
14➤ কোন শহরকে জলের শহর (City of Water ) বলা হয়?
ⓑ ভেনিস
ⓒ মিলান
ⓓ হংকং
15➤ খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয় ?
ⓑ ইলিয়ামে
ⓒ কোলনে
ⓓ সিকামে
16➤ ইপোক্সি কি হিসেবে ব্যবহার করা হয় ?
ⓑ কীটনাশক
ⓒ ডিটারজেন্ট
ⓓ আডহিসিব
17➤ বেলেডোনা গাছ থেকে কি পাওয়া যায় ?
ⓑ কোকেন
ⓒ আট্রোপিন
ⓓ নিকোটিন
18➤ উন্মুক্ত খত দিয়ে কোন রোগের জীবাণু মানব শরীরে প্রবেশ করে ?
ⓑ যক্ষা
ⓒ টাইফয়েড
ⓓ ধনুষ্টংকার
19➤ সিংহাসনে আরোহন এরপর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেন ?
ⓑ গুন্ডারাজ
ⓒ শিলাদিত্য
ⓓ কোনোটিই নয়
20➤ ভারতের পরিকল্পনার ওপর রচিত প্রথম গ্রন্থ – Planned economy for India এর লেখক কে ?
ⓑ জহরলাল নেহেরু
ⓒ এস বিশ্বাশ্বরাইয়া
ⓓ দাদাভাই নওরোজি
21➤ কোথায় ভিল বিদ্রোহ সংঘটিত হয় ?
ⓑ সিংভুমে
ⓒ সাঁতারাই
ⓓ খন্ডেলে
22➤ মানুষ নিয়ে ব্যবসা নিষিদ্ধ বলে ঘোষণা করে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা ?
ⓑ 23 নম্বর ধারা
ⓒ 24 নম্বর ধারা
ⓓ 25 নম্বর ধারা
23➤ অষ্টমুদি লেক কোথায় অবস্থিত ?
ⓑ নাগাল্যান্ডে
ⓒ মণিপুরে
ⓓ কেরালা
24➤ সঙ্গীত দ্বারা ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো যায়- কার উক্তি?
ⓑ মীরাবাঈ
ⓒ অশোক
ⓓ আমির খসরু
25➤ প্রাচ্যের ডান্ডি কোন স্থানকে বলা হয় ?
ⓑ খুলনা
ⓒ যশোর
ⓓ নারায়ণগঞ্জ
26➤ কোন মাঠকে ক্রিকেটের কাশি বলে ?
ⓑ ইডেন গার্ডেন
ⓒ ওভাল
ⓓ কোনোটিই নয়
27➤ ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন ?
ⓑ ভান্সিস্টার্ট
ⓒ জন কার্টিয়ার
ⓓ ওয়ারেন হেস্টিংস
28➤ The problem of the East গ্রন্থটির লেখক কে
ⓑ লিটন
ⓒ কার্জন
ⓓ চার্চিল
29➤ খালসা ( প্রবিত্র সমাজ ) প্রতিষ্ঠিত হয় ?
ⓑ 1627
ⓒ 1699
ⓓ 1707
30➤ কোন পত্রিকাটি বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল ?
ⓑ যুগান্তর
ⓒ গদর
ⓓ ইয়ং ইন্ডিয়া
31➤ “বাতিক কোন” ব্যাকরণ মনীষী রচনা করেছিলেন ?
ⓑ পতঞ্জলি
ⓒ কাত্যায়ন
ⓓ চন্দ্রগঞ্জ
32➤ একটি কলেজের ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাত 8:5। যদি কলেজে ছাত্রীদের সংখ্যা হয় 160 তবে মোট কতজন শিক্ষার্থী ছিল?
ⓑ 416
ⓒ 260
ⓓ 250
33➤ আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ?
ⓑ শারদ
ⓒ তবলা
ⓓ বাঁশি
34➤ 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12,15,18 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ?
ⓑ 9720
ⓒ 9930
ⓓ 9960
35➤ এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি যান 8 ঘন্টায় ও স্রোতের অনুকূলে 36 কিমি জান 6 ঘন্টায়, স্রোতের বেগ কত?
ⓑ 1.5 কিমি ঘন্টায়
ⓒ 1 কিমি ঘন্টায়
ⓓ 3 কিমি ঘন্টায়
36➤ 4 জন লোক 4 দিনে একটি মাদুর তৈরি করে । 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে ?
ⓑ 10,000 টি
ⓒ 1000 টি
ⓓ 5000 টি
37➤ IMAGINATION শব্দটি বা দিক থেকে অষ্টম ও ডান দিক থেকে ষষ্ঠ অক্ষরের মাঝের অক্ষর কোনটি ?
ⓑ G
ⓒ I
ⓓ A
38➤ মানুষের দেহের কাঠামো মূল অংশ কোনটি?
ⓑ ত্বক
ⓒ স্নায়ু
ⓓ পেশী
39➤ MRI পুরো কথা কি ?
ⓑ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং
ⓒ ম্যাগনেটিক রিপালশন ইমেজিং
ⓓ মেটাল রিফ্লেকশন ইমেজিং
40➤ অল্ম বৃষ্টির মধ্যে কোনটি বেশি থাকে?
ⓑ কার্বন ডাই অক্সাইড
ⓒ ইথেন
ⓓ সালফিউরিক অ্যাসিড
41➤ মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক কে ?
ⓑ বিমল রায়
ⓒ ঋত্বিক ঘটক
ⓓ সত্যজিৎ রায়
42➤ নিচের কোনটি থার্মোপ্লাস্টিক নয় ?
ⓑ নাইলন
ⓒ পলিথিন
ⓓ পলিয়েস্টার
43➤ কম্বো রামায়ণ কোন ভাষায় লেখা ?
ⓑ মালায়ালাম
ⓒ তামিল
ⓓ সংস্কৃত
44➤ বুদ্ধের আসল নাম কি ?
ⓑ শাক্য
ⓒ তথাগত
ⓓ সিদ্ধার্থ
45➤ লোকসভার মেয়াদ সাধারণত কত দিন?
ⓑ তিন বছর
ⓒ চার বছর
ⓓ দু’বছর
46➤ যদি 18:x =x :8 হয়, x=?
ⓑ 72
ⓒ 26
ⓓ কোনোটিই নয়