03/07/2022 কারেন্ট অ্যাফেয়ার্স ( WBP, KP, SSC, Group-D) পরীক্ষার প্রস্তুতি
বন্ধুরা আজকের এই আর্টিকেলে তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষা কে টার্গেট করে আমরা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছি আপনারা এ গুলো গুরুত্বের সাথে করবেন এবং আশা করি আপনারা পরীক্ষায় ভালো ফল লাভ করার প্রস্তুতি নিতে পারবেন।
Telegram
|
Whatsapp
|
|
|
Q ➤ সম্প্রতি অরুণাচল প্রদেশের কোন নদীর উপর ভগবান পরশুরামের একটি ফুট লম্বা মূর্তি স্থাপন করা হবে?
Q ➤ সম্প্রতি মহারাষ্ট্রের ‘ঔরঙ্গাবাদ জেলা’ হিসেবে কী নামকরণ করা হয়েছে?
Q ➤ কোন রাজ্য সরকার সম্প্রতি ‘টি হাব’ সুবিধা চালু করেছে?
Q ➤ সম্প্রতি ফরাসি সংসদের নিম্নকক্ষের প্রথম মহিলা স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
Q ➤ সম্প্রতি কোন দেশের ক্রিকেটার ইয়ন মরগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?
Q ➤ সম্প্রতি আমেরিকার কংগ্রেস আসনের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারি কে জিতেছেন?
Q ➤ কোন দেশ সম্প্রতি তার প্রথম কোভিড ভ্যাকসিন ‘SkyCoVan’ উৎপাদন ও বিক্রির অনুমোদন দিয়েছে?
Q ➤ সম্প্রতি আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়েছে?
Q ➤ সম্প্রতি কোথায় উৎক্ষেপণ করা হয়েছে ‘𝐏𝐒𝐋𝐕-𝐂𝟓𝟑’ রকেট?
Q ➤ ভারত সম্প্রতি কোথায় ‘হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট’ সফলভাবে পরীক্ষা করেছে?