History SAQ question-answer
হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শেয়ার করতে চলেছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ| এই ইতিহাসের প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছে তাই এই প্রশ্নগুলি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন রেল ব্যাঙ্ক ইসিএসসি সহ কোন রাজ্যের পরীক্ষা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই এইগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন |
History SAQ question-answer |
Q ➤ হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?
Q ➤ কার আসল নাম বিষ্ণুগুপ্ত?
Q ➤ কোন সুলতান নিজেকে ‘ঈশ্বরের প্রতিনিধি’ আখ্যা দিয়েছিলেন ?
Q ➤ কত সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় লারকানা জেলা থেকে মহেঞ্জোদাড়ো সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন ?
Q ➤ ‘সন্ধ্যা’ পত্রিকার সম্পাদককে ছিলেন?
Q ➤ কে ‘liberator of the press’ নামে পরিচিত ছিলেন?
Q ➤ ভারতের চার কোণে চারটি মঠ কেপ্রতিষ্ঠা করেন?
Q ➤ ‘পাকিস্থান’ এই নামটি কে উদ্ভাবন করেছিলেন?
Q ➤ কার রাজত্বকালে বৌদ্ধধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল?
Q ➤ কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়?
Q ➤ আরবরা কত সালে সিন্ধু বিজয় করেছিলেন ?
Q ➤ কাকে ভারতের ‘মেকিয়াভেলি’ বলা হয়?
Q ➤ নীলদর্পণ এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন ?
Q ➤ বম্বেতে মুকুটহীন রাজা কাকে বলা হত ?
Q ➤ জাবতি প্রথা কে চালু করেন ?
Q ➤ মহাত্মা গান্ধি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন ?
Q ➤ ভারতের প্রাচীনতম সভ্যতা হল কোনটি ?
Q ➤ সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য ছিল ?
Q ➤ বৈদিক যুগে ব্যবহৃত দুটি মুদ্রার নাম ?
Q ➤ বুদ্ধ শেষ উপদেশ কাদের দিয়েছিলেন ?
Q ➤ মহেন্দ্রাদিত্য উপাধি নেন কোন গুপ্ত সম্রাট ?
Q ➤ কোন বৌদ্ধ গ্রন্থে ভিক্ষুদের জন্য বিধান ও সঙ্ঘ পরিচালনার জন্য নিয়মসমূহ পাওয়া যায় ?
Q ➤ জৈন ধর্মের ত্রিরত্ন হল ?
Q ➤ দিগম্বর সম্প্রদায়ের প্রবর্তক হলেন ?
Q ➤ বৃজির রাজধানী ছিল ?