Most important history SAQ question-answer (set : 2)

 Most important history SAQ question-answer

হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শেয়ার করতে চলেছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ| এই ইতিহাসের প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছে তাই এই প্রশ্নগুলি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন রেল ব্যাঙ্ক ইসিএসসি সহ কোন রাজ্যের পরীক্ষা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই এইগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন |


Most important history SAQ question-answer (set : 2)
Most important history SAQ question-answer (set: 2)


Q ➤ কত খ্রিঃ জেমস্ প্রিন্সেপ অশোকের ব্রাহ্মলিপির পাঠোদ্ধার করেছিলেন ? Ans ➤ ১৮৩৭


Q ➤ কে উত্তর ভারতের ঐতিহাসিক রাজা নামে পরিচিত ছিলেন ? Ans ➤ মহাপদ্ম নন্দ


Q ➤ ২৬১ খ্রিঃ পূঃ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, যার বর্ণনা পাওয়া যায় অশোকের কোন শিলালিপি থেকে ? Ans ➤ ত্রয়োদশ


Q ➤ কাকে হুন আক্রমণের প্রতিরোধকারী বা ভারতের রক্ষাকর্তা বলা হয়? Ans ➤ স্কন্দগুপ্তকে


Q ➤ কত খ্রিঃ দয়ারাম সাহানী মন্টগোমারী জেলা থেকে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন ? Ans ➤ ১৯২১


Q ➤ কোন শিলালিপি থেকে জানা যায় যে, কলিঙ্গ যুদ্ধের পর অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধধর্মে দীক্ষা নিয়েছিলেন ? Ans ➤ ভব্রু শিলালিপি


Q ➤ কে গান্ধিজিকে মহাত্মা’ নামে অভিহিত করেন ? Ans ➤ রবীন্দ্রনাথ ঠাকুর


Q ➤ অশোকের সর্বশেষ স্তম্ভলিপি হল ? Ans ➤ সারনাথ


Q ➤ মৌর্য যুগে জেলার প্রধানকে বলা হত ? Ans ➤ রাজুক


Q ➤ সমুদ্রগুপ্তের সেনাপতির নাম ছিল ? Ans ➤ আম্রকাননদেব


Q ➤ দশগীতিকাসূত্র কার লেখা ? Ans ➤ আর্যভট্ট


Q ➤ গুপ্ত যুগে বৌদ্ধ পন্ডিত কে ছিলেন ? Ans ➤ বসুবন্ধু


Q ➤ কংগ্রেস সোসালিস্ট পার্টি কে কবে গড়ে তোলেন ? Ans ➤ আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণ (১৯৩৪)


Q ➤ তারিখ-ই-শেরশাহী কার লেখা ? Ans ➤ আব্বাস সরওয়ানী।


Q ➤ কোন সুলতান চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন ? Ans ➤ জালাল উদ্দিন খলজী


Q ➤ সোশ্যাল সার্ভিস লিগ কে গড়েন ? Ans ➤ নারায়ণ মলহার যোশী


Q ➤ অরবিন্দ ঘোষ কবে বাংলা থেকে চিরকালের জন্য পন্ডিচেরিতে চলে যান ? Ans ➤ ১৯১০ সালের ১ এপ্রিল (১৯৫০ সাল পর্যন্ত আমৃত্যু ওখানেই ছিলেন)


Q ➤ ‘কমরেড’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? Ans ➤ মহম্মদ আলি


Q ➤ সেবা সমিতির প্রতিষ্ঠাতা কে ? Ans ➤ হরিদাস নাথ কুঞ্জরো (১৯১৪ সালে এলাহাবাদ)


Q ➤ সত্য সোধক মন্ডল এর প্রতিষ্ঠাতা কে ? Ans ➤ মহাত্মা জ্যোতিবা ফুলে (১৮৭৩ সালে)


Q ➤ মহারাষ্ট্রের সক্রেটিস কাকে বলা হয় ? Ans ➤ মহাদেব গোবিন্দ রাণাডে


Q ➤ পাগলা পন্থী বিদ্রোহ কবে হয় ?Ans ➤ ১৮২৪ সালে – (ময়মনসিংহের শেরপুরে জমিদ্বারদের বিরুদ্ধে উজির সরকার ও গুমানু সরকারের নেতৃত্বে)


Q ➤ গুপ্ত যুগে বৌদ্ধ দার্শনিক কে ছিলেন ? Ans ➤ দিওনাগ


Q ➤ ওড়িশার পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন ? Ans ➤ বক্সি জগবন্ধু


Q ➤ দ্বিতীয় চুয়াড় বিদ্রোহেৱ নেতা কে ছিলেন ? Ans ➤ গোবর্ধন দিকপতি


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top