General knowledge for all compititive exam

 General knowledge for all competitive exam

হ্যালো ফ্রেন্ডস,
 আজ আমরা শেয়ার করতে চলেছি General knowledge কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ| এই ইতিহাসের প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছে তাই এই প্রশ্নগুলি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন রেল ব্যাঙ্ক ইসিএসসি সহ কোন রাজ্যের পরীক্ষা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই এইগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন |

Q ➤ প্রথম ভারতীয় অস্কার বিজয়ী কে ? Ans ➤ ভানু আথাইয়া (১৯৮১ সালে ‘Gandhi’ ছবির Costume-এর জন্য পুরষ্কৃত হন)।


Q ➤ গুরু অর্জুন কে হত্যার নির্দেশ দেন ?Ans ➤ জাহাঙ্গীর।


Q ➤ সংবাদপত্রে ‘dead line’ কথার অর্থ কী ? Ans ➤ নির্দিষ্ট সময় সীমার মধ্যে লেখা জমা দেওয়া।


Q ➤ ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ? Ans ➤ ৫৬৪ কিমি।


Q ➤ নুরজাহানকে কন্যার নাম ?Ans ➤ লাভলি বেগম।


Q ➤ প্রথমবার রসায়ন ও দ্বিতীয়বার শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন কে?Ans ➤ লিনাস পাউলিং (রসায়ন ১৯৫৪ ও শান্তি ১৯৬২)


Q ➤ ‘Sencha’ কী?Ans ➤ চিনে সবুজ চা-কে Sencha বলে।


Q ➤ সবচেয়ে উঁচুতে উড়তে পারে কোন পাখি?Ans ➤ বার হেডেড (সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উপরে)


Q ➤ বিশ্বের দক্ষিণতম শহর কোনটি?Ans ➤ পুণ্টা এরেনাস।


Q ➤ ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য জানতে জেনেভায় মাটির নীচে যে যন্ত্রটি চালু করা হল, তার নাম কী?Ans ➤ লার্জ হ্যাড্রন কোলাইডার


Q ➤ কোন কলায় সক্রিয় বিভাজন ঘটে? Ans ➤ ans.ক্যাম্বিয়াম


Q ➤ ক্রেডিট কার্ডে যে মাইক্রোচিপ থাকে তার নাম কী?Ans ➤ Programmable read only memory বা PROM


Q ➤ ইংলিশ চ্যানেলের আর এক নাম কী? Ans ➤ ডোভার প্রণালী ।


Q ➤ কোন বিখ্যাত চিত্রপরিচালককে তাঁর বন্ধুরা sensei বলে ডাকত ?Ans ➤ আকিরা কুরোশাওয়াকে


Q ➤ গণিতশাস্ত্রে ‘সমান’ (=) চিহ্ন কে আবিষ্কার করেন? Ans ➤ Welshman Robert Recorde


Q ➤ ‘স্যালারি’ কথাটি কোথা থেকে এসেছে?Ans ➤ ল্যাটিন শব্দ salarium থেকে, যার অর্থ ‘salt allowance’.


Q ➤ প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়?Ans ➤ ১৯৬২


Q ➤ কোন আন্দোলন চলাকালীন গান্দীজি ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ উক্তিটি করেন?Ans ➤ ভারত ছাড়ো


Q ➤ ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের ‘খেয়াল’-এর উদ্ভাবক কে?Ans ➤ আমীর খশরু।


Q ➤ সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?Ans ➤ জিলগোরা।


Q ➤ পূর্বাশা (New moore) দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? Ans ➤ পশ্চিমবঙ্গে।


Q ➤ ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কোন নদীর নামে পদ্মায় মিশেছে? Ans ➤ যমুনা


Q ➤ কোন বিখ্যাত ক্রিকেটারকে ছোটবেলায় বন্ধুরা ডাকত ‘ম্যাক’ নামে? Ans ➤ সচিন রমেশ তেণ্ডুলকরকে


Q ➤ লুনী নদীর উৎপত্তিস্থল কোথায়? Ans ➤ আন্না সাগর হ্রদ।


Q ➤ Justice শব্দটি কোথা থেকে এসেছে?Ans ➤ ল্যাটিন শব্দ Justus ও Justitia থেকে। যার অর্থ সামঞ্জস্য বিধান করা।


Q ➤ Xizang-কে আমরা কী নামে জানি? Ans ➤ তিব্বত


Q ➤ ‘কাদা’ উৎসব (mud festival) কোথায় অনুষ্ঠিত হয়?Ans ➤ দক্ষিণ কোরিয়াতে


Q ➤ ফরমোসার বর্তমান নাম কী?Ans ➤ তাইওয়ান। ফরমোসার অর্থ হল The Beautiful Island –


Q ➤ Let there be bread’, কার স্লোগান? Ans ➤ ফুড এণ্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান


Q ➤ খোরাসান (Khorasan) দেশটি কী নামে জানি?Ans ➤ আফগানিস্তান


Q ➤ হাসপাতালে অক্সিটিউবে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয়?Ans ➤ হিলিয়াম।


Q ➤ ভারতে সর্বসম্মতিক্রমে কে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন? Ans ➤ ডঃ নীলম সঞ্জীব রেড্ডি।


Q ➤ নুরজাহানকে সিংহাসনের পশ্চাতে প্রকৃত শক্তি বলেছেন ?Ans ➤ ভিনসেণ্ট স্মিথ।


Q ➤ আরশোলা দেখে ভয় পাওয়াকে কী বলে? Ans ➤ Blattaphobia


Q ➤ Logizomechanicophobia কাকে বলে?Ans ➤ কম্পিউটার থেকে ভয় পাওয়াকে


Q ➤ হনড টোড (Horned Toad) কী? Ans ➤ একধরনের গিরগিটি।


Q ➤ ইণ্ডিয়ান ইণ্ডিপেনডেন্স লীগ কে গঠন করেন? Ans ➤ রাসবিহারী বসু।


Q ➤ ভারতের থিওজফিক্যাল সোসাইটির এক নেত্রী জাতীয় কংগ্রেসের সভাপতির পদও অলংকৃত করেছিলেন,। তিনি কে? Ans ➤ শ্রীমতি অ্যানি বেসান্ত।


Q ➤ ‘টিমোথি পেন পোয়েম’ ছদ্মনামে কে কাব্যগ্রন্থ রচনা করতেন?Ans ➤ মাইকেল মধুসূদন দত্ত


Q ➤ ওড (Ode) কী?Ans ➤ দীর্ঘ গীতি-কবিতাকে ওড বলে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top