General knowledge MCQ mock test

 General knowledge MCQ mock test

হ্যালো ফ্রেন্ডস,
আজ আমরা শেয়ার করতে চলেছি General knowledge কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ| এই ইতিহাসের প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছে তাই এই প্রশ্নগুলি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন রেল ব্যাঙ্ক ইসিএসসি সহ কোন রাজ্যের পরীক্ষা এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই এইগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন |
general knowledge MCQ mock test
general knowledge MCQ mock test

1➤ নিম্নের কোন্‌টি লুনী নদীর উৎস স্থল ?

ⓐ আন্নসাগর হ্রদ
ⓑ গুরুশিখর শৃঙ্গ
ⓒ সম্বর হ্রদ
ⓓ চিলকা হ্রদ

➤ আন্নসাগর হ্রদ


2➤ তেজস্ক্রিয়তা মাপবার একক কি ?

ⓐ প্লাঙ্ক
ⓑ আইনস্টাইন
ⓒ কিউরি
ⓓ কোনটাই নয়

➤ কিউরি


3➤ সালোকসংশ্লেষের সময় কি ঘটে ?

ⓐ অক্সিজেনের উপস্থিতি অপরিহার্য
ⓑ অপচিতি প্রক্রিয়া ঘটে
ⓒ খাদ্যে সঞ্চিত স্থৈতিক-রাসায়নিক শক্তি তাপশক্তি বা অন্য শক্তিরূপে মুক্ত হয়
ⓓ আলোকশক্তি স্থৈতিক-রাসায়নিক শক্তিরূপে শর্করা খাদ্যে সঞ্চিত হয়

➤ আলোকশক্তি স্থৈতিক-রাসায়নিক শক্তিরূপে শর্করা খাদ্যে সঞ্চিত হয়


4➤ নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে চিপকো আন্দোলনের সাথে জড়িত?

ⓐ বাবা আমতে
ⓑ সুন্দরলাল বহুগুণা
ⓒ মেধা পাটেকর
ⓓ অরুন্ধতী রায়

➤ সুন্দরলাল বহুগুণা


5➤ নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি ত্রিপিটকের (তিনপেটিকা) অন্তর্গত নয়?

ⓐ জাতক
ⓑ বিনয়
ⓒ সুত্ত
ⓓ অভিধৰ্ম্ম

➤ জাতক


6➤ বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য মৌরিয় নামক ?

ⓐ শুদ্ৰ
ⓑ বৈশ্য
ⓒ ব্রাহ্মণ
ⓓ ক্ষত্রিয়

➤ শুদ্ৰ


7➤ নিম্নলিখিত বস্তুর কোন্‌টি মৌলিক পদার্থ?

ⓐ খাদ্যলবণ
ⓑ জল
ⓒ গ্রাফাইট
ⓓ কাচ

➤ গ্রাফাইট


8➤ কোন্‌টি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ?

ⓐ তিবেস্তী
ⓑ মারা
ⓒ কেনিয়া
ⓓ কিনিম্যানজারো

➤ কিনিম্যানজারো


9➤ পৃথিবীর বৃহত্তম হ্রদ কোন্‌টি?

ⓐ আরল সাগর
ⓑ ভিকটোরিয়া হ্রদ
ⓒ কাস্পিয়ান সাগর
ⓓ গ্রেট বিয়ার হ্রদ

➤ কাস্পিয়ান সাগর


10➤ সংবিধানের কোন অংশে ‘কল্যাণকামী রাষ্ট্রের’ ধারণাটি মূর্ত হয়েছে?

ⓐ প্রস্তাবনা
ⓑ মৌলিক অধিকার
ⓒ মৌলিক কর্তব্য
ⓓ নির্দেশক নীতি

➤ নির্দেশক নীতি


11➤ ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?

ⓐ রাজা রামমোহন রায়
ⓑ রাজা রাধাকান্ত দেব
ⓒ কেশবচন্দ্র সেন
ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুর

➤ রাজা রামমোহন রায়


12➤ প্রথম সাতটি পরিকল্পনায় যে নীতি অনুসৃত হয়েছিল তার উদ্দেশ্য ছিল?

ⓐ স্বনির্ভরতা অর্জন করা
ⓑ (B) রপ্তানি বাড়ান
ⓒ আমদানি বাড়ান
ⓓ কর্মসংস্থানের বৃদ্ধির হারকে সর্বাধিক করা

➤ স্বনির্ভরতা অর্জন করা


13➤ ঋকবেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল?

ⓐ ইন্দ্ৰ
ⓑ অগ্নি
ⓒ সাবিত্রী
ⓓ ঊষা

➤ সাবিত্রী


14➤ নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে এশিয়া মহাদেশ থেকে কে প্রথম কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘মাষ্টার অব টিটি কলেজ’ হিসেবে নিযুক্ত হন?

ⓐ জগদীশ ভগবতী
ⓑ আই. জি. প্যাটেল
ⓒ অমর্ত্য সেন
ⓓ এস.গোপাল

➤ অমর্ত্য সেন


15➤ একটি ঘরে আপেক্ষিক আর্দ্রতা 50% যখন ঘরটির তাপমাত্রা 30°C। যদি ঘরের তাপমাত্রা 40°C করা হয়, তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতা ?

ⓐ বেড়ে যাবে
ⓑ কমে যাবে
ⓒ কোনও পরিবর্তন হবে না
ⓓ কমা বা বাড়া ঘরের পায়তনের উপর নির্ভরশীল

➤ কমে যাবে


16➤ সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী ?

ⓐ পেরিপেটাস
ⓑ হংসচঞ্জ
ⓒ সাংফিস
ⓓ আর্কিওপটেরিক্স

➤ হংসচঞ্জ


17➤ ভারতবর্ষ ব্রিটিশি আধিপত্য স্বাগদেন ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় ?

ⓐ বক্সারের যুদ্ধ
ⓑ সরিনমের যুদ্ধ
ⓒ সিপাহী বিদ্রোহ
ⓓ ওয়াভিওয়াশের যুদ্ধ

➤ বক্সারের যুদ্ধ


18➤ নিচে দেওয়া যে ব্যক্তি একই গোষ্ঠীভুক্ত নয় তাকে চিহ্নিত করুন ?

ⓐ অ্যালবার্ট আইনস্টাইন
ⓑ টমাস আলভা এডিসন
ⓒ বিরাট কোহলি
ⓓ আলেকজান্ডার গ্রাহাম বেল

➤ বিরাট কোহলি


19➤ বিতর্কিত ছবি পদ্মাবতী আলাউদ্দিন খলজির চরিত্রে কে অভিনয় করেন ?

ⓐ রণবীর কাপুর
ⓑ শাহিদ কাপুর
ⓒ রানা ডুগ্ধবতী
ⓓ রণবীর সিং

➤ রণবীর সিং


20➤ আধুনিক পিরিয়ডিক টেবিলে কোন গোষ্ঠীর বহিঃস্থ কক্ষ সম্পূর্ণ ?

ⓐ 16th
ⓑ 18th
ⓒ 17th
ⓓ 15th

➤ 18th


21➤ ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল ?

ⓐ 1990 সালে
ⓑ 1991 সালে
ⓒ 1992 সালে
ⓓ 1993 সালে

➤ 1991 সালে


22➤ সমষ্টি উন্নয়ন কর্মসূচি’ টি ভারতে কোন সালে চালু হয়েছিল ?

ⓐ 1950
ⓑ 1951
ⓒ 1952
ⓓ 1953

➤ 1952


23➤ একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্র কী ?

ⓐ 8 শতাংশ
ⓑ 8.5 শতাংশ
ⓒ 9 শতাংশ
ⓓ 8.1 শতাংশ

➤ 8 শতাংশ


24➤ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন ?

ⓐ পার্লামেন্ট
ⓑ রাষ্ট্রপতি
ⓒ পরিকল্পনা কমিশন
ⓓ জাতীয় উন্নয়ন পরিষদ

➤ জাতীয় উন্নয়ন পরিষদ


25➤ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?

ⓐ তৃতীয়
ⓑ চতুর্থ
ⓒ পঞ্চম
ⓓ ষষ্ঠ

➤ তৃতীয়


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top