জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022

 

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022


 

সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য আপনাদের বেশকিছু বাছাই করা 100 টি প্রশ্ন উত্তর আপনাদের জন্য পরিবেশন করা হল | আমাদের দেওয়া প্রশ্ন উত্তর গুলো সম্পূর্ণ বাছাই করা যেগুলি প্রতিবছর কোন না কোন সরকারি চাকরির পরীক্ষায় কমন রয়ে গিয়েছে | 100 টি প্রশ্ন উত্তর আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন এগুলো কিন্তু – WBP, KP, Railway, SSC, Agnipath Scheme Exam, এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ |



style=”display:block”
data-ad-client=”ca-pub-5112021646770590″
data-ad-slot=”4236937299″
data-ad-format=”auto”
data-full-width-responsive=”true”>


Q ➤ কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত Ans ➤ লন্ডনে ( ভারত সরকার হাজার 1949 সালে কমনওয়েলথ এর সদস্য লাভ করে )


Q ➤ 1907 সালের সুরাট অধিবেশনের সভাপতি হয়েছিলেন কে ?Ans ➤ রাসবিহারী বসু ( যিনি আজাধীন ফৌজ প্রতিষ্ঠা করে 1942 সালে )


Q ➤ ভারতীয় রেলের জাতীয়করণ হয়েছিল কোন বছর ?Ans ➤ 1950 সালে


Q ➤ রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি ?Ans ➤ 6 টি ভাষা


Q ➤ পথের পাঁচালী ছবিটির সংগীত পরিচালক কে ছিলেন ?Ans ➤ পণ্ডিত রবিশঙ্কর


Q ➤ জলসাঘর উপন্যাসটি কার রচনা ?Ans ➤ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের


Q ➤ তানসেন পুরস্কার কোন রাজ্য সরকার প্রদান করে ?Ans ➤ মধ্যপ্রদেশের


Q ➤ ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে “মানি বিলের” কথা উল্লেখ করা আছে ?Ans ➤ 111 নং ধারায় | ( 368 নাম্বার ধারায় সংবিধান সংশোধনের কথা বর্ণিত আছে )


Q ➤ আন্তর্জাতিক পুতুল জাদুঘর কোথায় অবস্থিত ?Ans ➤ চণ্ডীগড়ে |


Q ➤ চরক কোন রাজার সভা চিকিৎসক ছিলেন ?Ans ➤ কনিষ্কের


Q ➤ ফরিদ খাঁ কি নামে পরিচিত ?Ans ➤ শেরশাহ


Q ➤ গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কোথায় ?Ans ➤ কুশিনগরে


Q ➤ সীসার সংকেত কি ?Ans ➤ Pb


Q ➤ নাইট্রোজেন বিপাকের সাহায্যকারী মৌল কোনটি ? Ans ➤ MO


Q ➤ পাতার সম্মুখভাগ নুয়ে পরে কোন খনিজের অভাবে ?Ans ➤ নাইট্রোজেন


Q ➤ কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয় ?Ans ➤ Mg+


Q ➤ উদ্ভিদের ক্ষেত্রে পটাশিয়াম এর গুরুত্ব কি ?Ans ➤ স্টোমাটা খোলা বা বন্ধ নিয়ন্ত্রণ করা


Q ➤ কোন করটি রাজ্য সরকার নিজেই আদায় করে ?Ans ➤ ভূমি রাজস্ব কর


Q ➤ স্বাধীন ভারতের প্রথম রাষ্টপতির নাম কি ?Ans ➤ ডঃ রাজেন্দ্র প্রসাদ


Q ➤ ভারতের শেষ গভর্নর কে ছিলেন ?Ans ➤ চক্রবর্তী রাজ গোপালাচারী


Q ➤ সুপ্রিমকোর্টে কে প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ?Ans ➤ রাষ্ট্রপতি


Q ➤ বর্তমানে সংবিধানে কয়টি ধারা আছে ?Ans ➤ 448 টি


Q ➤ আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় ?Ans ➤ 1941 সালে


Q ➤ কোন দেশকে সাদা হাতির দেশ বলে ?Ans ➤ থাইল্যান্ড কে | থাইল্যান্ডকে আগের শ্যাম নামে ডাকা হতো |


Q ➤ গ্রীচীনের সাপেক্ষে ভারতের সময় কত থাকে ?Ans ➤ 5 ঘন্টা 30 মিনিট |


Q ➤ সর্বোৎকৃষ্ট কয়লা কোনটি ?Ans ➤ আনন্থাসাইট


Q ➤ মরুভূমির উদ্ভিদকে কি বলে ?Ans ➤ জেরোফাইট


Q ➤ গরবা কোথাকার প্রাদেশিক নৃত্য ?Ans ➤ গুজরাটের


Q ➤ স্বপ্নবাসবদত্তা কার লেখা ?Ans ➤ মহাকবি ভাশের


Q ➤ ইবন বতুতা কার সময় ভারতে আসেন ?Ans ➤ মহম্মদ-বিন-তুঘলকের আমলে


Q ➤ 1974 সালে ভারতে পরামানিক পরীক্ষারা নাম কি ছিল ?Ans ➤ স্মাইলিং বুদ্ধ


Q ➤ ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?Ans ➤ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণাণ | রাধাকৃষ্ণানের জন্মদিকেই আমরা শিক্ষক দিবস পালন করি 5 Septembar


Q ➤ আন্তর্জাতিক পরমাণু এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত ?Ans ➤ ভিয়েনাতে


Q ➤ বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?Ans ➤ কথক


Q ➤ বক্সারের যুদ্ধ হয় কত সালে ?Ans ➤ 1764 সালে


Q ➤ গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন ?Ans ➤ পাঞ্জাবের তালবন্দি


Q ➤ ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?Ans ➤ বিনা


Q ➤ চীন বিপ্লব কত সালে হয় ?Ans ➤ 1900 সালে


Q ➤ মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয় ?Ans ➤ প্রথম বাজিরাও কে


Q ➤ ভারতের রিজার্ভ ব্যাংক কবে 1000 টাকার নোট বাজেয়াপ্ত করল ?Ans ➤ 2016 সালের 9 অক্টোবর |


Q ➤ মহাবীরের গুরু কে ছিলেন ?Ans ➤ দেবচন্দ্র


Q ➤ ভগৎ সিং এর প্রতিষ্ঠা বিপ্লবী দলটির নাম কি ? Ans ➤ হিন্দুস্থান সোশালিস্ট


Q ➤ দ্বিতীয় অশোক কাকে বলা হত ?Ans ➤ কনিষ্ক কে


Q ➤ কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত ?Ans ➤ জামশেদপুরে | জামশেদপুর এর আরেক নাম টাটানগর


Q ➤ ঘোড়া কোন দেশের জাতীয় পশু ?Ans ➤ ভুটানের


Q ➤ নেপালের জাতীয় পশুর নাম কি ?Ans ➤ গরু


Q ➤ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে ?Ans ➤ 26 শে ডিসেম্বর হাজার 1925 সালে


Q ➤ সঙ্গমেস্বর মন্দির কে নির্মাণ করেন ?Ans ➤ চালুক্য রাজ বিজয়দিত্ত


Q ➤ সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত ?Ans ➤ গুজরাটের নর্মদা নদীর উপর |


Q ➤ মাদার টেরিজা কবে সন্ত রূপে বিশ্ববাসীর কাছে পরিচিত হলো ?Ans ➤ 8 ই সেপ্টেম্বর 2017 সালে পোপ ফ্রান্সিস


Q ➤ জাতীয় পতাকা দিবস কবে পালিত করা হয় ?Ans ➤ 30 নভেম্বর


Q ➤ ম্যালেরিয়া রোগ শরীরের কোন স্থানকে আক্রান্ত করে ?Ans ➤ প্লীহায়


Q ➤ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি ?Ans ➤ ডাউনিং স্ট্রিট


Q ➤ কয়টি পর্যায়ে মিয়োসিস বিভাজন সম্পন্ন হয় ?Ans ➤ দুইটি পর্যায়


Q ➤ কোন বর্ণের আলোর সালোকসংশ্লেষ সবথেকে বেশি হয় ?Ans ➤ নীল বর্ণের


Q ➤ কোন উৎসেচক প্রোটিন পপটেনে পরিণত করে ?Ans ➤ পেপসিন


Q ➤ ক্লোরোফিল যুক্ত অনু গঠনে প্রয়োজনীয় মৌল কোনটি ?Ans ➤ ম্যাগনেসিয়াম


Q ➤ কোন অ্যাসিড পেশীর ক্লান্তি ঘটায় ?Ans ➤ ল্যাকটিক অ্যাসিড


Q ➤ ক্রেবস চক্র ঘটে কোন দশায় ?Ans ➤ মাইট্রোকন্ডিয়া তে


Q ➤ প্রচিত খাদ্য প্রধানত কোন অংশে শোষিত হয় ?Ans ➤ ক্ষুদ্রান্তে


Q ➤ বহিঃস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বক্র চলন কে কি বলে ?Ans ➤ ন্যাস্টিক চলন


Q ➤ পৃথিবীতে জল ও স্থলের অনুপাত কত ?Ans ➤ 3:1


Q ➤ ঝুম চাষ পদ্ধতির দ্বারা রদ করা হয় কি ?Ans ➤ ভূমিক্ষয়


Q ➤ 1° বায়ুমন্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক কত ?Ans ➤ 0.0073C


Q ➤ কোন গ্যাসের বিরঞ্জন ক্ষমতা আছে ?Ans ➤ Cl2 ক্লোরিন


Q ➤ রেডলেডের রাসায়নিক সংকেত কত ?Ans ➤ Pb3O4


Q ➤ কেলাস জলের ধর্ম কি ?Ans ➤ রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকা


Q ➤ কত সালে ভারতে নৌবিদ্রোহ হয় ?Ans ➤ 1946 সালে


Q ➤ কত সালে ভারতে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ?Ans ➤ 1920 সালে


Q ➤ ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?Ans ➤ মাদাম ভিকাজি রুস্তম কামাদ


Q ➤ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?Ans ➤ লর্ড মাউন্টব্যাটেন |


Q ➤ ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ?Ans ➤ বেঙ্গল গেজেট 1780 সালে


Q ➤ ভারতের রাজনৈতিক প্রথম সংগঠন কি ?Ans ➤ ভূমধ্যকারী সভা


Q ➤ তিতুমীরের আসল নাম কি ?Ans ➤ মীর নিসার আলী


Q ➤ কলকাতার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?Ans ➤ পি মজুমদার


Q ➤ শিবাজীর গুরু কে ছিলেন ?Ans ➤ রামদাস


Q ➤ কোন শিখ গুরু গ্রন্থসাহিব সংকলন করেন ?Ans ➤ গুরু গোবিন্দ সিং


Q ➤ জিন্দাপীর কাকে বলা হত ?Ans ➤ ওরঙ্গজেব কে |


Q ➤ কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন ?Ans ➤ উইলিয়াম হকিন্স 1608 সালে


Q ➤ কোনারকের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন ?Ans ➤ প্রথম নরসিংহ বর্মন


Q ➤ বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মান করেন ?Ans ➤ সিকান্দার শাহ


Q ➤ কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় ?Ans ➤ কচি


Q ➤ ক্যালামাইন কোন মৌলের আকরিক ?Ans ➤ ক্যালসিয়াম


Q ➤ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় ?Ans ➤ মহানন্দার বদ্বীপ অঞ্চলে


Q ➤ পাঁচমারি পর্বত কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?Ans ➤ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ


Q ➤ কোন নদী গঙ্গা কে পশ্চিম দিকে যুক্ত করেছে ?Ans ➤ ঘর্ঘরা গোদাবরী গণ্ডক


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top