general knowledge questions and answers in bengali

 general knowledge questions and answers in Bengali

নমস্কার বন্ধুরা ,

আজ আমরা শেয়ার করতে চলেছি সমস্ত চাকরির পরীক্ষায় যে সমস্ত সাধারণ জ্ঞান # General knowledge বিষয় থেকে প্রশ্ন আসে সেই বিষয়ে| এই প্রশ্নগুলি আপনারা মনোযোগ সহকারে প্যাকটিস করলে আমরা আশা রাখি যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় আপনারা একটা ভালো নম্বর করতে পারবেন

general knowledge questions and answers in bengali
general knowledge questions and answers in bengali


Q ➤ ‘উইমেন অ্যাজ লাভার্স’, ‘দ্য পিয়ানো টিচার’, ‘লাস্ট’, ‘ওয়াণ্ডারফুল,ওয়াণ্ডারফুল টাইমস’, কার রচনা?Ans ➤ এলফ্রিডে ইয়েলিনেক


Q ➤ আরশোলার দর্শনেন্দ্রিয় কোনটি ?Ans ➤ পুঞ্জাক্ষি


Q ➤ বাংলা সাহিত্যে ‘কিকিরা’ নামক গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি ?Ans ➤ বিমল কর


Q ➤ Black Monday কাকে বলে ?Ans ➤ ১৯৮৭-এর ১৯ অক্টোবর, যেদিন সারা বিশ্ব জুড়ে স্টমার্কেটে ধ্বস নেমেছিল।


Q ➤ হিয়েরোগ্লিফ’ কী?Ans ➤ প্রাচীন মিশরীয় চিত্রলিপি


Q ➤ বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন ?Ans ➤ জীবক।


Q ➤ সিমি (SIMI) -র পুরো কথা কী?Ans ➤ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইণ্ডিয়া


Q ➤ ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রীনিচের প্রমাণ সময়ের পার্থক্য কত ?Ans ➤ ৫ ঘন্টা ৩০ মিনিট।


Q ➤ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?Ans ➤ আনাইমুদি।


Q ➤ কলকাতার স্থানীয় সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত ?Ans ➤ প্রায় ২৪ মিনিট।


Q ➤ কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ? Ans ➤ পাললিক শিলায়


Q ➤ শিয়ালদহ স্টেশন কবে তৈরী হয় ? Ans ➤ ১৮৬৯ সালে।


Q ➤ ‘মারাঠা রাজনীতির কৌটিল্য’ আখ্যা দেওয়া হয় কাকে?Ans ➤ নানা ফড়নবিশ।


Q ➤ ভারতীয় জাতীয়তার জনক’ বলা হয় কাকে?Ans ➤ রাজা রামমোহন রায়।


Q ➤ ‘Lotus and Dagger Society’ নামক বিপ্লবী সংগঠন কে গঠন করেন? Ans ➤ অরবিন্দ ঘোষ।


Q ➤ সুপার হ্যালোজেন কাকে কলে ?Ans ➤ ফ্লোরিন-কে। –


Q ➤ ‘পাকিস্তান’ নামটি প্রথম কে উত্থাপন করেন?Ans ➤ চৌধুরি রহমৎ আলি।


Q ➤ কে কলকাতার নামকরণ করেন আলিনগর ?Ans ➤ সিরাজ-উদ্-দৌলা


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top