General knowledge questions and answers in Bengali

General knowledge questions and answers in Bengali

নমস্কার বন্ধুরা আজ আমরা শেয়ার করতে চলেছি সমস্ত চাকরির পরীক্ষায় যে সমস্ত সাধারণ জ্ঞান # General knowledge বিষয় থেকে প্রশ্ন আসে সেই বিষয়ে| এই প্রশ্নগুলি আপনারা মনোযোগ সহকারে প্যাকটিস করলে আমরা আশা রাখি যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় আপনারা একটা ভালো নম্বর করতে পারবেন |

General knowledge questions and answers in Bengali
General knowledge questions and answers in Bengali

Q ➤ ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুরিসডিক্যাল সায়েন্সেস’ পশ্চিবঙ্গের কোথায় অবস্থিত ?Ans ➤ সল্টলেক, কলকাতা।


Q ➤ কটি পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায় ?Ans ➤ ৩টি।


Q ➤ পূর্বভারতের কোন রাজ্যকে ‘মণির দেশ’ ও ‘ক্ষুদ্র স্বর্গ’ বলা হয়?Ans ➤ মণিপুর।


Q ➤ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?Ans ➤ হরিনাথ মজুমদার।


Q ➤ Le relative কী ?Ans ➤ এর মাধ্যমে বিজ্ঞানের ধাপে-ধাপে এগোনোকে বোঝানো হয়।


Q ➤ ‘Now or Never’ শীর্ষক এক পুস্তিকা প্রকাশ করেন কে?Ans ➤ চৌধুরি রহমত আলি


Q ➤ ‘ভারতবন্ধু’ বলে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?Ans ➤ ক্লিমেন্ট এটলি


Q ➤ ‘হিজবুল্লাহ’ কোন দেশের জঙ্গি সংগঠন ?Ans ➤ লেবানন।


Q ➤ ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোনটি?Ans ➤ বাঙ্গালোরের আইন বিশ্ববিদ্যালয়


Q ➤ বাংলার মুকুটহীন রাজা বলা হত ? Ans ➤ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে


Q ➤ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?Ans ➤ কেওক্রাডাং


Q ➤ বৌদ্ধদের উপাসনাস্থল কী নামে পরিচিত?Ans ➤ মঠ বা বিহার


Q ➤ মহেঞ্জোদাড়ো ও হরপ্পা শহর দুটির মধ্যেকার দূরত্ব ?Ans ➤ ৬৪০ কিলোমিটার


Q ➤ ‘কিমোনো’ কোন দেশের জাতীয় পোশাক?Ans ➤ জাপানের


Q ➤ কোন দেশের নামের অর্থ ‘পাথরের বাড়ি’?Ans ➤ জিম্বাবোয়ে।


Q ➤ জয়পুর শহরের প্রাচীন নাম কী? Ans ➤ অম্বর


Q ➤ কলকাতার ইডেন গার্ডেনস্-এর আদিনাম কী ছিল?Ans ➤ অকল্যাণ্ড সার্কাস গার্ডেন্স।


Q ➤ মানবিক কাজকর্মের জন্য পাকিস্তানের মৌলানা আব্দুস সাত্তার কী নামে পরিচিত?Ans ➤ ফাদার টেরেসা।


Q ➤ স্পাইডারম্যানের আসল নাম কী?Ans ➤ পিটার পার্কার।


Q ➤ ওয়াই ওয়াই’ (YY) কার ছদ্মনাম? Ans ➤ কবি কিটসের।


Q ➤ বিশ্বে কোন ভাষাভাষীর সংখ্যা সর্বাধিক?Ans ➤ চিনা (মান্দারিন)।


Q ➤ একমাত্র কোন ভারতীয় রাষ্ট্রপতি দশ বছর ওই পদে আসীন থেকেছেন? Ans ➤ রাজেন্দ্রপ্রসাদ।


Q ➤ কত সালে মাইসোর রাজ্যের নতুন নামকরণ হয় কর্ণাটক ?Ans ➤ ১৯৭৩ সালে


Q ➤ ঋজুদা চরিত্রের স্রষ্টা কে?Ans ➤ বুদ্ধদেব গুহ।


Q ➤ ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?Ans ➤ প্যারিস


Q ➤ কার্বন পেপার কে আবিষ্কার করেন? Ans ➤ Ralph Wedgwood


Q ➤ ‘বাগদাদ’ শব্দের অর্থ কী? Ans ➤ সোনার সিংহাসন


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top