কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ PDF | Bengali Current Affairs 2022 PDF
হ্যালো বন্ধুরা ,
আপনারা জানেন যে Current affairs সরকারি চাকরির পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আজ আমরা শেয়ার
করতে চলেছি সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্ত সাম্প্রতিক ঘটনাবলী প্রশ্ন আসে তা নিয়ে |
এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সমস্ত চাকরির পরীক্ষা যেমন রেল ,ব্যাংক ,এস এস সি ,পি এস সি
,ডাব্লুবিসিএস ,সহ কেন্দ্রীয় সরকারের অন্য যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যদি
এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মন দিয়ে অনুশীলন করেন তাহলে আপনাদের পরীক্ষার সময়
এগুলি থেকে কমন পেতে পারেন |
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ PDF Bengali Current Affairs 2022 PDF |
1➤ দ্রোপদী মুর্মু সম্প্রতি দেশের কততম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ?
ⓑ 14 তম
ⓒ 16 তম
ⓓ 17 তম
2➤ প্রথম খেলো ইন্ডিয়া তরবারি ওমেন্স লিগ শুরু হচ্ছে কোন স্থানে ?
ⓑ নিউ দিল্লি
ⓒ পাটনা
ⓓ ভুবনেশ্বর
3➤ সম্প্রতি নীরাজ চোপরা পুরুষদের জ্যাভলিন থ্রো বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোন পদক জয়ী হলেন ?
ⓑ ব্রোঞ্জ পদক
ⓒ রৌপ্যপদক
ⓓ উপরের কোনোটিই নয়
4➤ 2022 সালে কততম আয়কর দিবস পালিত হল ?
ⓑ 165 তম
ⓒ 166 তম
ⓓ 169 তম
5➤ কোন রাজ্য সম্প্রতি তাঁতিদের কল্যাণে “স্বনির্ভর নারী “প্রকল্প চালু করেছে ?
ⓑ হরিয়ানা
ⓒ পাঞ্জাব
ⓓ আসাম
6➤ 68 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র বান্ধব পুরস্কার পেয়েছেন কোন রাজ্য ?
ⓑ নিউ দিল্লি
ⓒ গোয়া
ⓓ অন্ধ্রপ্রদেশ
7➤ গ্লোবাল এনার্জি প্রাইস 2022 কে পেল ?
ⓑ ইস লক্ষী
ⓒ রতন শর্মা
ⓓ বিএস পাঠানিয়া
8➤ ভারতের প্রথম “হার ঘর জল” সার্টিফায়েড জেলা হলো বুরহানপুর, এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓑ গুজরাট
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ উত্তরপ্রদেশ
9➤ সম্প্রতি কোন ব্যাঙ্ক WhatsApp Banking Services লঞ্চ করলো?
ⓑ State Bank of India
ⓒ ICICI Bank
ⓓ HDFC Bank
10➤ ভারতের প্রথম ১০০% Landlord Major Port কোনটি?
ⓑ গোয়া পোর্ট
ⓒ কোচি পোর্ট
ⓓ জহরলাল নেহেরু পোর্ট