ব্লগার ওয়েবসাইটের জন্য কন্টাক্ট পেজ কিভাবে তৈরি করবেন ?

ব্লগার ওয়েবসাইটের জন্য কন্টাক্ট পেজ কিভাবে তৈরি করবেন ?

আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু টিপস আপনাকে ফলো করে চলতে হবে তাহলে কিন্তু আপনাকে ব্লগিংয়ের থেকে অর্থ উপার্জন করার প্রসেস আপনি জানতে পারবেন এবং সেখানে আপনি নিজেকে একটা প্রতিষ্ঠিত ব্লগার হিসেবে জায়গা দিতে পারবেন। আজকে আর্টিকেলে আমরা শিখব কিভাবে ব্লগার ওয়েবসাইটের জন্য একটা Contact পেজ তৈরি করা |

ব্লগার ওয়েবসাইটের জন্য কন্টাক্ট পেজের ভূমিকা কি?

আপনার কাছে যদি একটি ব্লগার ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে থাকেন যেগুলি পরবর্তীতে হয়তো আপনার কাজে লাগবে অথবা সেগুলি হয়তো আপনার আশেপাশে থাকা যে সমস্ত বন্ধু-বান্ধব গুগলে সার্চ করে থাকি সেই সমস্ত ইনফরমেশন গুলো যেগুলি আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করছেন। এইবার হয়তো কোন কিছু ইনফরমেশন জানার জন্য অথবা আপনার সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম এই কন্টাক্ট পেজ।

তাহলে হয়তো বন্ধুরা আপনারা বুঝেছেন কন্টাক্ট পেজের ভূমিকা কি রয়েছে একজন ব্লগারের ক্ষেত্রে। ধরুন আপনার ওয়েবসাইটে খুব বেশি ভিসিটাস রয়েছে সেই দেখে কোন বড় কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে চাইছে আপনার ওয়েবসাইটে তারা স্পন্সর দেবে বলে সেক্ষেত্রে কন্টাক্ট কাজ পেজ আপনার আর ওই কোম্পানির মাঝে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াবে।

Downloade

ব্লগারে কন্ট্রাক্ট পেজ তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে?

ব্লগার ওয়েবসাইটে কন্টাকটার স্পিচ তৈরি করার জন্য আপনাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে যেমন –

  •  প্রথমে আপনাকে ব্লগারের ড্যাসবোটে যেতে হবে।
  •  সেখানে পেজ লেখা একটি অপশন পাবেন
  • Create Page অপশনটিতে ক্লিক করে একটি পেজ তৈরি করবেন।
  •  আমাদের দেওয়া উপরের কোন দিকে ডাউনলোড করবেন।
  • Html View করবেন এবং নিচের অংশ কোডগুলিকে আপনি সম্পূর্ণ বসিয়ে দেবেন।
  •  কোড বসিয়ে দেওয়ার পর Compose করলে আপনি দেখতে পারবেন একটা ফর্ম তৈরি হয়ে গেছে।
  •  এইবার আপনাকে উপরের সিএসএস (CSS) কোডটি কে সম্পূর্ণ কপি করবেন।
  • Theme অপশন দিতে গিয়ে Edit Theme ভেতরে <head> এর নিচে ওই কোডটিকে বসিয়ে দেবেন এবার আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেলে থিমটিকে সেভ করে দেবেন …
 এবার আপনি কন্টাকটার পেজটিকে ভিউ করবেন করলে দেখতে পারবেন আপনার একটি ফর্ম তৈরি হয়ে গেছে যখনই আপনি ওই ফার্মটিতে ক্লিক করবেন সম্পূর্ণ ফরম ফিলাপ করার পর যদি কোন ভিজিটর সাপটার সাথে কন্টাক্ট করতে যায় তাহলে তার মেসেজটি আপনার জিমেইলের মধ্যে চলে আসবে এভাবে আপনি আপনার ডিজিটালদের সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারবেন এই কন্ট্রাক্টটা পেজের মাধ্যমে।

 তো বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটের জন্য একটা সুন্দর রিস্পনসিভ কন্টাক্টস পেজ তৈরি করবেন যার মাধ্যমে আপনারা আপনাদের মনের কথা বুঝতে পারবেন এবং তাদের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে শুধুমাত্র এই কন্টাকটার পেজের মাধ্যমে। একটা ব্লগার এর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ Contact Us Page.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top