Most Important Tool for Blogger | ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টুলস

Most Important Tool for Blogger | ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টুলস

 বন্ধুরা আপনারা যদি ব্লক নিয়ে দুনিয়ায় নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন  এই আর্টিকেলে আমরা ব্লগিংয়ের জন্য প্রয়োজনীয় টুলসগুলির সম্পর্কে আলোচনা করব যেগুলি ব্যবহার করে আপনি একজন প্রফেশনাল ব্লগার হিসেবে রূপান্তরিত হতে পারবেন। এর থেকে আপনাদের ব্লগিং এর জার্নি সফল হবে। কিভাবে করবেন এই টুলসগুলি ব্যবহার কি রয়েছে ইত্যাদি বিষয়বস্তু একদম শুরু থেকে এডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে জানাবো এই আর্টিকেল থেকে।

1) Google Docs ( গুগল ডস ) :
গুগল ডস এই টুলটিকি আপনারা ফ্রি তে ব্যবহার করতে পারবেন এটিকে সাধারণত ব্যবহার করা হয় আপনারা যদি কোন ফাইল তৈরি করতে চান অথবা আপনারা যদি কোন আর্টিকেল লিখতে চান এর মাধ্যমে যদি লেখেন এর মাধ্যমে আপনারা সমস্ত কিছুই করতে পারবেন যেমন কনটেন্ট রাইটিং টেবিল তৈরী ইত্যাদি সমস্ত কাজ আর এর জন্য একটা বিশেষ সুবিধা রয়েছে। গুগল টর্চ ব্যবহার করে আপনারা যদি কোন আর্টিকেল লেখেন এখানে একটা প্ল্যাগিং রয়েছে Voice Type System এটার ব্যবহার করে আপনি আপনার নির্দিষ্ট অনুযায়ী ভাষায় আর্টিকেল লিখতে পারবেন। আপনার নির্দিষ্ট ভাষায় আর্টিকেল লিখেছে সেটাকে ট্রান্সলেট করার সুবিধা দেবে এই গুগল ডস টুল।

2) Canva ( ক্যানভা ): এই টুলটিকে ব্যবহার করে আপনারা আপনাদের ব্লগের নির্দিষ্ট থাম্বেল তৈরি করতে পারবেন অনেকে এই ক্যানভা টুল এর মাধ্যমে
youtube
চ্যানেলের থাম্বেলেও তৈরি করে থাকে। এখানে ফ্রি প্রিমিয়াম মোড রয়েছে আপনারা ফ্রিতেও এই ক্যানভার টুলটির ব্যবহার করতে পারবেন।

3) UberSuggest ( ইউবার সাজেস্ট ): এই কুলটিকে সাধারণত নতুন ব্লগারেরা ব্যবহার করে যদি কোন কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনারা যদি এই ফুলটিকে ব্যবহার করে কোন কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে আপনি বুঝে নিতে পারবেন কোন কিওয়ার্ডের ভ্যালু কেমন রয়েছে সেখানে কত সিপিসি পাবেন সেই কিওয়ার্ডের উপর কতগুলি আর্টিকেল লেখা রয়েছে ইত্যাদি বিষয়ে জানতে গেলে আপনাকে এই টুলটিকে ব্যবহার করতে হবে

Download

4) Google Trands ( google trend ব্যবহার করা ):
google
ফ্রেন্ড এর ব্যবহার করে আপনি প্রতিদিন যদি আর্টিকেল লেখেন তাহলে আপনার ওয়েবসাইটে লেখা আর্টিকেল গুলি দ্রুত রেংক করবে। গুগল ট্রেন টুলটি আপনাকে জানিয়ে দিবে ট্রেন্ডিং টপিক কি রয়েছে বর্তমানে কোনটির উপর বেশি সার্চ হচ্ছে এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য করা এই টুলস এর একমাত্র কাজ। তেঁতুলের মাধ্যমে আপনি জানতে পারবেন বর্তমানে সবচেয়ে বেশি সার্চ কোন ট্রপিকের উপর রয়েছে।

Download 

5) Duplicatchecker ( ডুবলিকেট চেকার ) ডুবলিকেট যেকার নামে একটি ওয়েবসাইট আছে এই টুলটির ব্যবহার করে আপনি চেক করে নিতে পারবেন আপনার কনটেন্ট গুলি কত পরিমানে ইউনিক আছে। আপনার আর্টিকেলগুলি যদি ডুপ্লিকেট করা থাকে তাহলে কিন্তু আপনি ব্লগিং সফল হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই জানতে হবে কত পরিমান ইউনিক কনটেক আপনার ওয়েবসাইটে আছে। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে এই টুলটির ব্যবহার করতে হবে।

 আশা করি আমি আপনাদেরকে যে পাঁচটি টুল সম্পর্কে ধারণা দিলাম সেগুলি সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত যদি আপনারা পরিচিত না হয়ে থাকেন এইসব টুলস এর সম্পর্কে সংক্ষেপে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন কমেন্ট বক্সে আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top