How to Making Money Online ( আপনার হাত খরচের বন্দোবস্ত করবে অনলাইনের এই উপায় শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেটের মাধ্যমে )

How to Making Money Online ( আপনার হাত খরচের বন্দোবস্ত করবে অনলাইনের এই উপায় শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেটের মাধ্যমে )


বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা জানব কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা রোজগার করার উপায়। অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে এখন টাকা রোজকার করার উপায় গুলি জানতে পারবেন। কোটিপতি না হলেও বেশ ভালো রোজকার করতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে।

বর্তমান পরিস্থিতিতে জিনিসপত্রের দাম যে পরিমাণে বাড়ছে সেদিকে লক্ষ্য করলে সংসার চালানোটা অনেকটাই দুষ্কর হয়ে যাচ্ছে। এ সমস্ত দিক তাকিয়ে আপনি যে পরিমাণে মাইনে পাচ্ছেন কাজী আপনার সংসার চললেও আপনার মনের শখ আহ্লাদ ইচ্ছা কিন্তু পূরণ করতে পারছেন না আর আমরা চেয়েও কিন্তু এক কাজ করে আর একটা কাজ করতে পারছি না। আবার কোন বিশ্বস্ত অনলাইন প্লাটফর্মে কাজ করে অর্থ উপার্জন করাটা একটা বড় সমস্যা ও ঝুঁকির বিষয় কারণ এখন অনেক ভুয়া প্লাটফর্ম ছড়িয়ে গিয়েছে অনলাইন দুনিয়ায়। আমরা অনেকেই শুনেছি অনলাইনে কাজ করতে গিয়ে অনেকে টাকা রোজগার করা তো দূরের কথা উল্টে তার টাকা খরচ করে ফেলেছে অথবা ফ্রড হয়ে গিয়েছে তাদের সাথে।

অনলাইনে টাকা রোজগার করার উপায় (Online Earning Tips): অনলাইনে এমন একটা টিপস রয়েছে, যার মাধ্যমে আপনি হেসে গেলে ৫০০ থেকে ৬০০ টাকা প্রতিদিন রোজকার করে নিতে পারবেন অনাহাসে। কি সেই উপায়, কিভাবে রোজকার করবেন, সেই সমস্ত তথ্য আজকের এই আরটি গেলে তোমাদের সঙ্গে আলোচনা করব।

কি করে অনলাইনে রোজগার করবেন ?

বিরাট কিছু বিরাট টাকা রোজগার করার কথা আপনারা ভাববেন না তবে হ্যাঁ আপনার হাত খরচের টাকাটুকু কিন্তু রোজগার করতে পারবেন অনলাইন থেকে। এতে কাজ করার জন্য আপনার বিশেষ কিছু স্কেলের প্রয়োজন নেই। আমি আপনাদেরকে দুটো এমন প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বলব যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই অনাশে মোবাইল দিয়ে রোজগার করে নিতে পারেন আপনার হাত খরচ ও সংসার খরচের টাকা। অনলাইনে রোজকার করার জন্য দুটো এমন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।

  • Blogging ( ব্লগিং )
  • Youtube Channel ( ইউটিউব চ্যানেল )
Blogging ( ব্লগিং কিভাবে করবেন ) : ব্লগিংয়ে প্রতিদিন আপনার কনটেন্ট লিখতে হয় আপনি যদি সুন্দর করে একটি কনটেন্ট লেখেন সেই কনটেন্টে দেওয়া সমস্ত ইনফরমেশন গুলো সঠিক হয়ে থাকে আর সেই কন্টেন্টের ভর্তি থাকা ইনফরমেশন গুলি যদি গুগলে কোন ইউজার সার্চ করে থাকে তাহলে আপনার ব্লক পোষ্টটি গুগলে র‍্যাঙ্ক হয় এবং সেখানেই প্রচুর পরিমাণে ট্রাফিক আছে ডাইরেক্ট অর্গানিক search এর মাধ্যমে। তারপর আপনার ওয়েবসাইটটি মনিটাইজেশনের জন্য পাঠাতে হবে google আপনার ওয়েবসাইট থেকে মনিটাইজেশন দেবে অর্থাৎ তাদের ভেতর থাকা এডভারটাইসমেন্ট গুলো আপনার ওয়েবসাইটে শো হবে। আর যার থেকে আপনার এডসেন্স একাউন্টটি প্রতিদিন ডলার জমা হবে।

ব্লগিং করতে গেলে যে বিষয়গুলি জানতে হবে?

ব্লগিং করতে গেলে আপনাকে কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলিকে আপনাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে বা জানতে হবে। আপনি যদি সেই বিষয়গুলিই ভালো করে জেনে নেন তাহলে কিন্তু ব্লগিং করাটা আপনার কাছে সহজ হয়ে দাঁড়াবে আর সেই একটা ব্লক থেকে আপনি অনেক পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।
  • SEO Contant Writing
  • AdSense Approval Theme Responsive 
  • Keyword Recharch
  • Templet Costomise
  • 1000-1500 Word Contant Writing
  • Making 5 Page ( About, Contact, Disclaimer, Privancy Policy, Term and Conditions )
  • Daily Writing Article
আপনি উপরে দেওয়া এই টিপসগুলি ফলো করে যদি ব্লগিং স্টার্ট করেন এবং কন্টেন্ট লেখা শুরু করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ব্লগিং ক্যারিয়ার সফল হবে। এছাড়া ব্লগিং সংক্রান্ত আরো অনেক কিছু টিপস আছে যা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।

Youtube ( youtube থেকে কিভাবে ইনকাম করবেন ): ইউটিউব থেকে অনেকেই এখন অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করছে এটা আমরা জেনেছি দেখেছি এবং শুনি। এবার আজকে ইউটিউবের কিছু পার্সোনাল সেটিং সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব যেমন আপনাকে একটা youtube চ্যানেল তৈরি করতে গেলে কি কি করতে হবে কতদিন লাগে মনিটাইজেশন হতে ইত্যাদি।

কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন ?

 আপনি যদি একটা ভালো ইউটিউবার হতে চান তাহলে আপনাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আর ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে আপনার কাছে একটা বৈধ ইমেইল আইডি থাকতে হবে। আপনি সেই জিমেইল আইডি দিয়ে প্রথমে ইউটিউবে (www.youtube.com)যাবেন  সেখানে আপনাকে Sign Up ও Sign in অপশন থাকে যেহেতু আপনি সেখানে নতুন আপনাকে আপনার ইমেইল আইডি দ্বারা লগইন করে ভেরিফিকেশন করে নেবেন। তারপর আপনার ইউটিউব চ্যানেলের একটা নাম দেবেন।

 ইউটিউব চ্যানেলকে কিভাবে সাজাতে পারবেন ?

 আপনার youtube চ্যানেলকে একটা প্রফেশনাল লুক দেবার জন্য আপনাকে যে সমস্ত উপকরণ প্রয়োজন পড়বে সেগুলো নিম্নে আলোচনা করা হইল।

  • Youtube Channel Banner
  • Youtube Channel Logo
  • Login With 2-Stape Verification
 এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে সুন্দর করে সাজাতে পারবেন। এবার আপনাকে মনে রাখতে হবে যে কোন ভিডিও তৈরি করার জন্য আপনাকে কোন কন্টেন্টের উপর গুরুত্ব দিতে হবে।
  1. Education
  2. Technology
  3. Food & Coocking
  4. Jobs Update
  5. Vlog & Travel
  6. Dance
  7. Creative Idea
  8. News
  9. Unboxing & Review Gaged
 এই সমস্ত টপিকের উপরে আপনি যদি কোন ওয়েবসাইটে কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ আসবে আর আপনিও একজন সফল ইউটিউবার হয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top