ব্লক পোস্টে লেভেল ও পার্মালিংকের কাজ কি ? জেনে নিন ব্লগ পোষ্টের গোপনীয়তা সেটিং সম্পর্কে

ব্লক পোস্টে লেভেল ও পার্মালিংকের  কাজ কি ? জেনেনিন ব্লগ পোষ্টের গোপনীয়তা সেটিং সম্পর্কে ?


 আজকের এই আর্টিকেল থেকে আমরা জানব ব্লক পোস্টের গোপনীয়তা সেটিং সম্পর্কে। যেগুলি আপনারা না জানলে হয়তো আপনার ব্লগে পোস্ট করলে কোন প্রকার ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করবে না আপনার আর্টিকেলটি গুগলের করবে না আপনার রিসার্চ করা কোন কিওয়ার্ড ট্রাফিক আনতে আপনাকে সাহায্য করতে পারবে না। তাই বন্ধুরা আজকেরে আর্টিকেলটি নতুন ব্লগারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে। আপনারা স্কিপ নাকরে সম্পূর্ণ পড়বেন তবে জানতে পারবেন ব্লগ পোস্টের এই বিশেষ কিছু সেটিং সম্পর্কে।

 আপনি যদি নতুন ব্লগার হয়ে থাকেন প্রতিদিন আর্টিকেল লিখেও আপনার ওয়েবসাইটে ট্রাফিক নাই এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের দেওয়া এই টিপসগুলি ফলো করুন তবেই জানতে পারবেন কি করে ট্রাফিক আছে কিভাবে আর্টিকেল লিখতে হয়।

প্রথমে আপনাদের জানতে হবে লেভেল কি, ব্লক পোস্টে লেবেল কোন ভূমিকা পালন করে ?

 ব্লগ পোস্টে লেভেলের কাজ কি ?

ধরুন আপনি একটা নতুন কনটেন্ট দিচ্ছেন হাউ টু মেক মানি অনলাইন (how to make money online) আপনি যদি এই টপিকের উপরে আর্টিকেল লেখেন তাহলে এর মধ্যে দিয়ে লেভেলের কাজ থাকবে আপনি যে সমস্ত কিওয়ার্ড রিসার্চ করবেন সেগুলিকে ট্যাগ হিসেবে কাজে লাগাবে এই লেবেল। Label এর ভিতর (making money, Online earning, ) এইভাবে ট্যাগগুলো বসাতে হবে। আর যদি কোন ইউজ আছে এই ট্যাগ গুলিকে সার্চ করে থাকে তাহলে অবশ্যই আপনার আর্টিকেলটিকে সেই ইউসারের সামনে নিয়ে যাওয়া এই লেভেলের কাজ।

Parmalink Link এর কাজ কি?

 লেভেল বাটনের ঠিক একটু নিচে আপনারা লক্ষ্য করবেন একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে আর্টিকেল রাইটারদের জন্য আপনি যখনই কোন পোস্ট করতে চাইবেন তখনই আপনাকে সেই পোস্টটির পারমালিক লাগাতে হবে। এই পারমালিঙ্কটি হবে আপনার ওয়েবসাইটের URL। আপনার লেখা পোস্টটিকে গুগলে ইনডেক্স করাতেই পার্মানলিংক বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আপনাদের ওয়েবসাইটের SEO এর ক্ষেত্রে পার্মালিংকের বিশেষ ভূমিকা রয়েছে।

কখনো ভুলবশত তাড়াহুড়ো করে আপনি যদি কোন পোস্ট লেখেন এবং পার্মালিংক লা না লাগিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন ?

পার্মানেন্ট না লাগিয়ে পোস্ট করে দিলে আপনি সেটাকে পুনরায় Revert to Draft অপশনটিতে ক্লিক করে Parmalink তৈরি করে নিতে পারবেন।

SEO Friendly পার্মালিংক কিভাবে তৈরি করবেন ?

আপনি যখন একটি ব্লক পোস্ট করবেন সেটাকে গুগলে সার্চ দেখবার জন্য আপনাকে পার্মালিংক ব্যবহার করতে হয় বা পার্মালিংক সেট করতে হয়, পার্মালিংক এর জন্য আপনার আর্টিকেল টিকে সার্চ করলে গুগলে দেখা যায় যেমন কোন ব্যক্তির পরিচয় তার নাম অনুসারে তেমন আর্টিকেলের যেমন নাম দিতে হয় এই parmalink হলো আর্টিকেলের একটি নাম মাত্র। Example: how-to-set-parmalink-on-blogger-post

 নিচের চিত্র অনুযায়ী ফলো করুন

Parmalink তৈরি করতে গেলে আপনাকে প্রথমে আপনার ব্লগারের Dashboard যেতে হবে তারপরে আপনি যে পোস্টটিকে লিখছেন দেখবেন তার ডানদিকে Parmalink লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন দেখবেন দুটো ট্যাব ওপেন হয়ে গেছে।
  • Automatic Parmalink
  • Custom Parmalink
Automatic Parmalink: এটা আপনার ব্লগ পোস্টের টাইটেল অনুযায়ী অটোমেটিকলি তৈরি হয়ে যায় আপনাকে কোন কিছু করতে হয় না।
Custom Parmalink: এখানে আপনাকে আপনি কিওয়ার্ড অনুযায়ী পারমালিংক তৈরি করতে পারবেন এটাকেই এক কথায় SEO Friendly Parmalink বলা হয়। এর মাধ্যমে আপনার আর্টিকেলটি দ্রুত র‍্যাংক হয়।
Parmalink Correption (পার্মালিংক কিভাবে সংশোধন করবেন ) How to Recovery Parmalink ?
 ব্লক পোস্টের পারমালিং সংশোধন করবার জন্য আপনাদেরকে প্রথমে সেই পোস্টটিকে খুলতে হবে সেখানে আপনারা ডানদিকে উপরের অংশে Eye Icon ক্লিক করলেই Revert to Draft অপশনটি থাকবে সেখানে ক্লিক করে নেবেন। তারপর আপনারা দেখবেন Parmalink এর নিচে কাস্টম পারমালিক অন হয়ে গেছে এবার সেখানে গিয়ে আপনারা সেটাকে রিকভারি বা সংশোধন করে নিতে পারবেন।
 নিচের চিত্র অনুযায়ী দেখুন
পার্মালিংক কিভাবে সংশোধন করবেন

 তো বন্ধুরা হয়তো আপনার এবার বুঝতে পেরেছেন ব্লগার পোস্ট এর এসিও করবার জন্য Parmalink এর ভূমিকা কি রয়েছে। কিভাবে আপনারা এই সেটিংগুলো করে নিলে সহজেই আপনার পোস্টগুলিতে ট্রাফিক আসবে এবং google দ্বারা Traffic আসবে আপনার পোস্টগুলিতে তো যদি আর্টিকেলটি পড়ে আপনাদের কোন কাজে লেগে থাকি এবং ইনফরমেশন গুলো যদি সঠিক মনে হয় তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top