গুগল নিউজ কি ? ব্লগারদের জন্য গুগল নিউজ কোন ভূমিকা পালন করে ?
আজকের আর্টিকেলে আমরা জানবো নতুন ব্লগারদের ক্ষেত্রে গুগল নিউজ কোন ভূমিকা পালন করে। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে এই আর্টিকেল সম্পূর্ণ পড়বেন কারণ এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের এমন কিছু জানাবো যেগুলি না জানলে হয়তো আপনি আপনার ব্লগ ওয়েবসাইট টিকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন না। আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে সমস্ত আর্টিকেলগুলি লিখি যাতে নতুন ব্লগার তাদের ব্লগিং এর ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারে।
Google News ( গুগল নিউজ কি ? )
বর্তমান পরিস্থিতিতে অনলাইন জগতে সবচেয়ে বড় একটি joint কোম্পানির নাম হলো Google। সারা বিশ্বে রাজ করা এই কোম্পানিটি এমন অনেক প্রোডাক্ট বা টুলস রয়েছে জামরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি।
এই গুগলের আরো একটি নতুন প্রোডাক্ট হলো Google News গুগল নিউসে সারা বিশ্বের সব রকম খবর অনলাইনের মাধ্যমে পরিবেশন করে থাকে। অনলাইনে নিউজ লেখা অনেক ওয়েবসাইট আছে যারা google news এর সাথে যুক্ত হয়ে কাজ করছে। আর আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আপনার কাছে হয়তো Google News জানার নতুন কোন বিষয় নয়, আপনি হয়তো গুগলের থেকে এমন কিছু ইনফরমেশন কালেক্ট কখনো কখনো করেছেন।
গুগল নিউজ ইনফরমেশন গুলো সকলের কাছে প্রোভাইড করে গুগল এমন অনেক ওয়েবসাইটগুলোকে নিজের সাথে যুক্ত হওয়ার Approval দিয়ে থাকে আপনি যদি গুগল নিউজ এর সাথে আপনার ওয়েবসাইট থেকে যুক্ত করেন তাহলে আপনার লেখা কনটেন্টগুলো গুগল কিন্তু ভিউয়ার্সদের কাছে শো করাবে এক্ষেত্রে সুবিধা নতুন ব্লগারদের কেননা তারা এর মাধ্যমে নিজেদের ওয়েবসাইটটির একটা প্রি প্রমোশনাল পয়েন্ট পেয়ে যাই এবার আপনি যখনই কোন পোস্ট লিখবেন google সেটাকে দ্রুত ইনটেক্স করাতে সাহায্য করবে। গুগল নিউজের মাধ্যমে সেগুলি দর্শকের কাছে।
Google News কি কাজ করে ?
উপরের আর্টিকেল থেকে আমরা অবশ্যই জানতে পেরেছি গুগল নিউজ কি ? সেই ধারাবাহিকতার অপেক্ষা করে আজকে আমরা জানবো এমন কি কি কাজ আছে? যে ক্ষেত্রে আমরা গুগল নিউজ কে ব্যবহার করতে পারি। বর্তমানে আমরা যে টেকনোলজির যুগে বসবাস করি সে দিক লক্ষ্য করে আমরা বুঝতে পারি Tranding Tropic কি, সেদিকে উপেক্ষা করলে আমরা বুঝতে পারবো বর্তমান সময়ে আজকের দিনে কোন টপিক সবচেয়ে বেশি সার্চ হচ্ছে গুগল সেটাকে বুঝিয়ে দেবে এবার আপনি যদি কোন ট্রেনিং টপিকের উপর আর্টিকেল লেখেন সেই আর্টিকেলটিকে দ্রুত ইন্ডেক্স করিয়ে ভিজিটর্স নিয়ে আসা একমাত্র কাজ Google News এর।
বর্তমানে এমন অনেক প্লাটফর্ম রয়েছে যেগুলিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন ট্রেন্ডিং টপিক কি রয়েছে…… যেমন Facebook, Youtube, Instagram, এই সমস্ত সোশ্যাল সাইটে যে সমস্ত ভিডিও ও কনটেন্ট পাবলিশ করা হয় সেগুলি সর্বদাই ট্রেন্ডিং টপিটের ওপর থাকে।
এবার কোন ভাইরাল টপিক কি আপনি ধরবেন এবং তার ওপরে কনটেন্ট লিখবেন সেই কনটেন্ট গুলি গুগল পাবলিশ করবে নিউজের মাধ্যমে সেই নিউজ থেকে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটে।
Note: গুগল নিউজ দ্বারা যদি আপনি দ্রুত গতিতে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ইম্পরট্যান্ট কথাটা নোট করে রাখুন। প্রতিদিন আপনি যে কয়টি মেনু তৈরি করেছেন সব ক্যাটাগরি ওয়াইস পোস্ট আপনাকে দিতে হবে কমপক্ষে চার-পাঁচটি পোস্ট করলে গুগল ভাববে এটা একটি নিউজ চ্যানেল মাত্র এবং তার ফলে আপনার নিউজ এর দ্বারা ট্রাফিক আপনার ওয়েবসাইটে চলে আসবে।
আপনি আপনার ওয়েবসাইটে যে লোগো তৈরি করেছেন যে ফেভিকন ব্যবহার করছেন সেটা কি আপনার গুগল নিউজে ব্যবহার করে যেতে হবে, তবেই কিন্তু google নিউজ আপনাকে দ্রুত এপ্রুভাল দেবে। এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য গুগল নিউজ বিশেষ ভূমিকা পালন করে।