Feedburner ও Rss কি ? What is FeedBurner and Rss?
RSS Feed icon এর প্রধান কাজ হল ব্লগে যদি কোন নতুন কিছু আপডেট হয় যদি আপনি কোন আর্টিকেল লেখেন নতুন কোন কিছু আপডেট দেন তাহলে আপনার ব্লগে ভিজিটর্সরা দ্রুত খবর পাবে এই Rss FeedBurner এর সাহায্যে। এতে আপনার ব্লগার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক ধীরে ধীরে বাড়তে থাকবে।
আপনি যদি আপনার ওয়েবসাইটে লক্ষ্য করেন আপনি প্রতিদিন ধীরে ধীরে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাচ্ছেন, কিন্তু এখনোই আপনার কাজ শেষ না আপনি ব্লগিং শুরু করার আগে আপনাকে মনে রাখতে হবে আপনার ওয়েবসাইটে যে সমস্ত ভিজিটরস আসছে তাদের প্রতিদিন ধরে রাখা আপনি যে সমস্ত আর্টিকেলগুলি লিখবেন তা যেন সুরুচিকর ভাষায় লেখা থাকে এবং আপনার দেওয়া ইনফরমেশনগুলো সঠিক হয়। ব্লগ লেখার আগে আপনার মাথায় রাখতে হবে প্রতিদিন যদি আপনি একটি করে আর্টিকেল লেখেন এবং সেই আর্টিকেলে যদি 500 ভিজিটরস আসে তবে আপনাকে কমপক্ষে পাঁচ জন কেউ ধরে রাখতে হবে। পরের দিন আপনার কাছে আরো ৫০৫ জন ভিজিটেবল পাবেন এইভাবে ৩০ দিনে আপনি ৬৫০ টি ভিজিটরস পাবেন যারা প্রতিনিয়তই আপনার ওয়েবসাইটে আসবে। এভাবেই আপনি ব্লগিং জগতে অর্থ উপার্জন করতে পারবেন ও নিজেকে টিকিয়ে রাখতে পারবেন।
যদিও এই ব্যাপারটা শুনে মনে হচ্ছে অনেক কঠিন ? কিন্তু বন্ধুরা আপনারা যদি এমন মানসিকতা নিয়ে ব্লগ লেখেন তাহলে অবশ্যই আপনি সফলতার চুড়াই উঠে যাবেন। তাই আজকের এই পোস্টে আলোচনা করব Feedburner কি, কিভাবে Rss ও Feedburner কাজ করে ইত্যাদি বিষয়।
আপনার ওয়েবসাইটে ভিজিটরস ধরে রাখার জন্য আমি আপনাকে দুটো পদ্ধতি অবলম্বন করতে বলবো –
- একটি হচ্ছে প্রত্যক্ষ ( এই পদ্ধতিতে Email অথবা Rss FeedBurner এর সাহায্যে সাবস্ক্রাইব করে।
- অপরটি পরোক্ষ ( পরোক্ষ পদ্ধতিতে ভিজিটর ধরে রাখার জন্য আপনাকে Facebook, Google +, Tweeter, Quara, ইত্যাদি প্লাটফর্মে প্রতিনিয়ত আপনার আর্টিকেল শেয়ার করতে হবে।
Feedburner ব্লগার ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করবেন ?
- প্রথমে আপনাকে www.feedbarner.com এই লিংকে ক্লিক করতে হবে।
- যেখানে আপনার জিমেইল দ্বারা লগইন করবেন।
- এবার আপনি আপনার ওয়েবসাইটের হোমপেজে যাবেন।
- আপনার মাউস দ্বারা রাইট ক্লিক করবেন
- View Page Sources ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কোড দেখতে পাবেন।
- এখান থেকে আপনি Rss Link কপি করবেন
- এবার আপনাকে পুনরায় www.feedburner.com ওয়েবসাইটে গিয়ে Feed url এর জায়গায় ওই ইউআরএল টিকে বসিয়ে দেবেন।
এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য Rss FeedBurner বানিয়ে ফেলতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আরএসএস ফিড বানার বানাতে হয় একটা ব্লগার ওয়েবসাইটের জন্য।
Stape -1 ( Go to https://feedburner.google.com/
Stape-2 ( Goto Your Site Home Page and Right Click of Your Mouse (View Page Sources) ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কোড দেখতে পাবেন।
Step-3 ( এবার আপনাকে পুনরায় www.feedburner.com ওয়েবসাইটে গিয়ে Feed url এর জায়গায় ওই ইউআরএল টিকে বসিয়ে দেবেন। )
এবার এই জায়গাটায় আপনি আপনার Rss URL বসানো মাত্র আপনার ওয়েবসাইটের জন্য ফিডব্যাক তৈরি হয়ে যাবে এবং সেটাকে আপনি সেভ করে দিলেই আপনার ওয়েবসাইটের জন্য FeedBurner তৈরি হয়ে যাবে তৈরি হবে আপনারা চাইলে আপনার ওয়েবসাইটের জন্য FeedBurner তৈরি করে নিতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন। এটার সাহায্যে আপনি আপনার আর্টিকেলের সমস্ত ইনফরমেশন একটা ইউআরএল এর মাধ্যমে গুগলকে জমা করতে পারবেন।
ওপরের চিত্র অনুযায়ী দেখানো আপনাদেরকে Html View এপ্লিকেশনটি কি ইন্সটল করতে হবে যেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। এটাকে ওপেন করার পর আপনার যে ওয়েবসাইটটির Rss feed এর প্রয়োজন পড়বে সেটার লিঙ্ক বসিয়ে দিতে হবে।