ব্লগারদের জন্য ৭ টি সেরা টিপস | best tips for starting a blog
আজকের আর্টিকেলে আমরা নতুন ব্লগারদের জন্য সফলতার পথ প্রদর্শন করার জন্য বেশ কিছু টিপস নিয়ে আর্টিকেল লিখছি আপনারা যদি একজন ব্লগার হয়ে থাকেন ধীরে ধীরে আপনার ব্লগিং ক্যারিয়ার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদেরকে আমাদের এই কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে। এগুলি থেকে আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যদি সঠিক রাস্তা আপনাদের জানা থাকে।
ব্লগিং শব্দটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত এখন কথা হচ্ছে ব্লগিং আমরা কিভাবে শুরু করব ব্লগিংয়ে যে দুটি প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে কোনটি সব থেকে ভালো আপনি যদি নতুন ব্লগার হয়ে থাকেন নতুন করে যদি ব্লগিং করে আয় করতে চান শুরুতে আপনার কাছে হয়তো বাজেট কম থাকবে তখনই আমাদের সমস্যা হয় ব্লগিংয়ের জন্য দুটো প্লাটফর্ম রয়েছে।
- WordPress
- Blogger
২. Blogger ( ব্লগার ): এটি গুগলের এমন একটি প্লাটফর্ম যেটাকে সরাসরি google হোস্ট করে অর্থাৎ এখানে আপনাকে হোস্টিং চার্জ দিতে হবে না গুগল আপনার ওয়েবসাইট টিকে Rank করা আপনার আর্টিকেলগুলো দ্রুত ইনটেক্স করা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা সমস্ত কাজ গুগল নিজেই করবে। এক্ষেত্রে আপনার যদি একটু কোডিং জানা থাকে বিষয়বস্তু আরো সহজ ও সরল হয়ে যাবে।
কিভাবে ২১ দিনে এডসেন্স এপ্রুভাল পাবেন ?
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন দ্রুত এডসেন্স এপ্রুভাল এর জন্য আপনাকে যে সমস্ত স্টেপগুলি ফলো করতে হবে নিন্নে আলোচনা করা হলো —
- প্রতিদিন আপনাকে আর্টিকেল লিখতে হবে
- About, Contact, Privacy Policy, Disclaimer, Term and Conditions এই পেজগুলো তৈরি করবেন।
- 1000-1500 ওয়ার্ডের বেশি ওয়ার্ডের আর্টিকেল লিখবেন।
- সাইটে ৫ টি মেনুবার ও ক্যাটাগরি বানাবেন
- Google News এ আপনার আপনার সাইটটিকে সংযুক্ত করান।
- এই পাঁচটি টিপ ফলো করে আপনি প্রতিদিন আর্টিকেল লিখলে আপনি এডসেন্সের দ্রুত এপ্রুভাল পেয়ে যাবেন।