ব্লগার ওয়েবসাইটে পোস্ট কপি অপশনটিকে বন্ধ করুন ? ব্লগার পোস্ট গুলিকে চুরির হাত থেকে কিভাবে বাঁচাবেন ?
তো বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা শিখব কিভাবে আপনার ব্লক পোস্টগুলিকে চুরির হাত থেকে আপনার বাঁচাতে পারেন অর্থাৎ যদি কোন নতুন ইউ স্যার আপনার পোস্টগুলিকে কপি করে তার ওয়েবসাইটে বসাতে চায় সে কিন্তু কপি করতে পারবেনা। এমন আমাদের সাথে অনেকেরই হয়েছে আমাদের হয়তো পোস্টগুলোকে কেউ না কেউ কপি করে নিজের ওয়েবসাইটে বসিয়েছে।
এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার ব্লক পোস্টগুলিকে সুরক্ষিত রাখতে চান কপি হওয়ার হাত থেকে দূরে রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে ? আজকে আর্টিকেলে আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ব্লক পোস্টগুলিকে চুরি হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে নিন নেতা আলোচিত হইল :-
প্রথমত আপনাকে আপনার ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যেতে হবে সেখানে আপনারা Layout নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন দেখবেন Ad Gaged বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলে Html অপশনটিকে বেছে নেবেন। Name জায়গাটা ফাঁকাটা গিয়ে কন্টেন্টের জায়গায় নিচে দেওয়া কোডগুলি কে বসিয়ে দেবেন।
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script> <script type='text/javascript'> if (typeof document.onselectstart!="undefined" ) { document.onselectstart=new Function ("return false" ); } else { document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" ); } </script>
তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ব্লক পোস্টের আর্টিকেল গুলোকে সুরক্ষিত রাখতে পারবেন চোরদের হাত থেকে নয়তো আপনার পোস্টগুলি যখন তখন যে কেউ চাইলে কপি করে নিতে পারে। তো বন্ধুরা আমাদের এই আর্টিকেলটি যদি আপনাদেরকে কোন উপকারে লেগে থাকে এ থেকে কোন উপকৃত আপনি হন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।