ব্লগার ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন কিভাবে লাগাবেন | How to Add Push Notifcation on Your Blogger Website

ব্লগার ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন কিভাবে লাগাবেন  |  How to Add Push Notifcation on Your Blogger Website


কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন যুক্ত করবেন। ব্লগার ওয়েবসাইটে প্রশ্নটিফিকেশন যুক্ত করার জন্য আপনাদেরকে যে সমস্ত কাজগুলি করতে হবে আজকের art গেলে আমরা সমস্ত কিছু এই বিষয়ে আলোচনা করব। ব্লগার ওয়েবসাইটটি আপনি যদি প্রফেশনাল হিসেবে ভিজিটরের কাছে উপস্থাপন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু প্রশ্নটিফিকেশন যুক্ত করতে হবে।

ব্লগার ওয়েবসাইটে পোস্ট নোটিফিকেশন যুক্ত করার সুবিধা কি?

সব থেকে প্রথমত আপনি যদি রীতিমত প্রতিদিন আর্টিকেল লেখেন আপনার ওয়েবসাইটের ইমপ্রেশন ও ট্রাফিক এক জায়গায় রাখতে চান নিজের ওয়েবসাইট টিকে প্রফেশনাল লোক দিতে চান তাহলে অবশ্যই আপনাকে Push Notification যুক্ত করতে হবে।

  •  আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো
  •  প্রতিটি কনটেন্ট সাবস্ক্রাইবার দের কাছে পৌঁছে দেওয়া
  •  আপনার ওয়েবসাইটে ইমপ্রেশন ঠিকঠাক রাখা
  •  নিজে ওয়েবসাইটকে প্রফেশনাল রূপে পরিবেশন করা
এই সমস্ত কাজ পোস্ট নোটিফিকেশন সম্পূর্ণ বিনামূল্যে করে থাকে এমন একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি এই সমস্ত পরিষেবা পেয়ে যাবেন।

How to Add Push Notification ( কিভাবে প্রশ্ন নোটিফিকেশন যুক্ত করবেন ): যুক্ত করার জন্য আপনার একটি ওয়েবসাইটে যেতে হবে https://onesignal.com/ এই ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনাকে প্রথমে Sign Up করে নিতে হবে। তারপরে আপনাকে একটি ড্যাশবোর্ড দেওয়া হবে।


উপরের চিত্র অনুযায়ী আপনাকে ব্লগার প্লাটফর্মটিকে বেছে নিতে হবে।

 প্রথম চিত্র অনুযায়ী আপনাকে যা করতে হবে
  •  প্রথমে আপনার ওয়েবসাইটটির নাম দেবেন
  •  তারপর আপনি Web Option টিতে ক্লিক করবেন
  •  সবশেষে আপনাকে Next Configur Platform ক্লিক করে পরে পেয়ে যাবেন।


 নিচের চিত্র দেখে প্রক্রিয়াটি সম্পন্ন করুন


এবার আপনাকে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি ফিলাপ করে নেবেন। কোড দেওয়া হবে যেটাকে আপনার ব্লগার ওয়েবসাইটের থিমের ভেতর বসিয়ে সেভ করে দিতে হবে।
  • Goto blogger Dashboard
  • Click Theme Option
  • Edit Theme
  • Fiend <head> Option Past All The Code
  • And Save the Theme

 তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারলেন কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য পুষ নোটিফিকেশন যুক্ত করবেন প্রশ্নটিফিকেশন যুক্ত করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়িয়ে নিন ও আপনার পোস্ট করা আর্টিকেল গুলি দ্রুত ইউ স্যার দের সামনে পৌঁছে দিন এতে বিনামূল্যে আপনার ওয়েবসাইটটিতে ট্রাফিক আদান-প্রদান ঘটবে google।

তো বন্ধুরা হয়তো আপনারাই এবার বুঝতে পেরেছেন কিভাবে ব্লগার ওয়েবসাইটের জন্য মেনুয়ালি পোস্ট নোটিফিকেশন তৈরি করবেন এবং আপনার ওয়েবসাইটের ইম্প্রেশন বাড়িয়ে রাখবেন যদি আর্টিকেলটি আপনাদের কোন কাজে লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট পেয়ে তবে কিন্তু মোটিভ এবং আরো বেশি করে এই ধরনের ইনফরমেটিভ আর্টিকেলগুলো তৈরি করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top