How to Enable Invalid Click Protector on Your Blogger Website | ব্লগার ওয়েবসাইটে ইনভেলিড ক্লিক প্রোটেক্টর কিভাবে লাগাবেন ?
বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা শিখব কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে ইনভেলিড ক্লিক Invalid Click ( অবৈধ ক্লিক ) করা ইউসারের হাত থেকে আপনার এডসেন্স (AdSense) অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখবেন। তো বন্ধুরা আজকের আর্টিকেলটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আর্টিকেল হতে যাচ্ছে আপনারা যদি এই আর্টিকেলকে ইগনোর করেন তাহলে হয়তো আপনার এডসেন্স একাউন্টটি (AdSense Account Suspended ) হতে পারে।
কিভাবে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন এবং আপনার এডসেন্স একাউন্টটিকে সুরক্ষিত করতে পারবেন এই নিয়েই আজকের এই আরটিকে আলোচনা করব। আপনি যদি ব্লগার হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই এই কাজটি করে ফেলতে হবে।
অ্যাডসেন্স একাউন্টটি কে সুরক্ষিত রাখার উপায় ? How to Safe AdSense Account ?
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর যুগে যে পরিমাণে কম্পিটিশন বাড়ছে সেদিকে লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন এডসেন্স একাউন্ট থেকে কত পরিমাণে উপার্জন করছে যুবক যুবতীরা। এজন্যই যেহেতু এই প্লাটফর্ম গুলিতে ধীরে ধীরে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে তাই গুগল কোম্পানিটি এই সমস্ত অ্যাকাউন্টগুলিতে নজর দেওয়ার জন্য একটি টিম গঠন করেছে যে সমস্ত অ্যাকাউন্টগুলিতে ইনভেলিড ক্লিক পড়ছে সেই অ্যাকাউন্টগুলিকে তারা দ্রুত সাসপেন্ড করে দিচ্ছে। আপনাকে নিজের এডসেন্স একাউন্ট সুরক্ষিত রাখবার জন্য যে সমস্ত কাজগুলি করতে হবে –
- নিজের ওয়েবসাইটে বারবার ভিজিট করা যাবে না
- ওয়েবসাইটে বারবার ভিজিট করলেও নিজের অ্যাডে ক্লিক করা যাবে না
- ইনভেলিড ক্লিক প্রটেক্টর ব্যবহার করা।
- সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্টগুলি শেয়ার না করা
উপরের দেওয়া এই নির্দেশ গুলি আপনাকে অবশ্যই পালন করতে হবে তবে আপনি আপনার এডসেন্স একাউন্টটিকে সাসপেন্ড হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন।
কিভাবে ইনভ্যালিড ক্লিক প্রটেক্টর ব্লগে ব্যবহার করবেন ? How to use invalid Click Protector on Your Blog ?
তো বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্লক ওয়েবসাইটটিতে প্রথমে আপনাকে ইনভেলিড ক্লিক প্রটেক্টর লাগানো তা না হলে অ্যাডস একাউন্টটি কে আপনি আর বাঁচাতে পারবেন না। এর জন্য নিচে দেওয়া নির্দেশগুলিকে অবশ্যই আপনি পালন করবেন –
- Goto your Blogger Dashboard
- Click Theme Option
- Click Edit Html
- Fiend </head> এর নিচে আমাদের দেওয়া কোড বসিয়ে থিমটাকে সেভ করে দেবেন।
<script>
//<![CDATA[
function downloadJSAtOnload(){var e=document.createElement("script");e.src="https://cdn.jsdelivr.net/gh/RockBlogger/Anti-BoomClick@main/code.min.js",document.body.appendChild(e)}window.addEventListener?window.addEventListener("load",downloadJSAtOnload,!1):window.attachEvent?window.attachEvent("onload",downloadJSAtOnload):window.onload=downloadJSAtOnload;
Arlina.init({click:3,interval:23000});
//]]>
</script>
Note: তো বন্ধুরা এবার হয়তো আপনারা বুঝতেই পারছিনে অ্যাডসেন্সের একাউন্ট থেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে কিভাবে আপনার ওয়েবসাইটে আশা অ্যাডভাটাইজমেন্ট গুলোতে ইনভেলিড ক্লিক এর হাত থেকে রক্ষা করতে পারবেন এতে আপনার এডসেন্স একাউন্টটি একদম সুরক্ষিত থাকবে ও আপনি দীর্ঘ সময় ধরে এডসেন্স থেকে উপার্জন করতে পারবেন। আর্টিকেলটি পড়ে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আপনারা কোন অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।