ব্লগার ওয়েবসাইটে দ্রুত ট্রাফিক আনার জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস জেনেনিন ?

ব্লগার ওয়েবসাইটে দ্রুত ট্রাফিক আনার জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস জেনেনিন ?


 বর্তমান টেকনোলজি যুগে এমন অনেক ব্লক ব্যবহারকারী রয়েছে যারা প্রতিদিন নিজেদের ট্রপিকের উপর আর্টিকেলের পর আর্টিকেল লিখে চলেছে তাই ধীরে ধীরে ব্লগিংয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলাটা অনেকটা কম্পিটিশন এর মধ্যে হয়ে এসেছে। প্রথম সময় ব্লগিংয়ে দশ থেকে বারোটা পোস্ট ঠিকঠাক মতো গুছিয়ে লিখলে পারে আপনারা এডসেন্সের জন্য এপ্রুভাল পেয়ে যেতেন। বর্তমান সময়ে তা অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠেছে আমরা চাইলেও কিন্তু নিজে থেকে কোন কিছুই করতে পারিনা এর জন্য দরকার আপনার অনেক পুরনো অভিজ্ঞতা ও ব্লগিং সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান যা আপনাকে একজন সফল ব্লগার হিসেবে পরিণত করবে।


 তাই আজকের এই আর্টিকেলে ব্লগিংয়ে সফল হওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যেগুলি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই এই আর্টিকেলটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে, আপনারা যদি একজন ব্লগার হয়ে থাকেন তবে অবশ্যই আমার এই আর্টিকেলটি সম্পন্ন পড়বেন।


Top 10 Blogging Tips ( ব্লগিংয়ের জন্য দশটি টিপস )

1) Regular Post ( প্রতিদিন পোস্ট লেখা ): আমি আজ পর্যন্ত এমন অনেক ব্লগারদের দেখেছি যারা ১০ টি ১৫ টি পোস্ট করে এডসেন্স এর জন্য এপ্লাই করে দেয় তারা কিন্তু প্রতিনিয়ত পোস্ট লেখে না এক্ষেত্রে সমস্যাটা কি হয় তাদের ওয়েবসাইটের যে ইম্প্রেশন রয়েছে তা ধীরে ধীরে কমতে থাকে ফলে তাদের ওয়েবসাইটে ঠিক মত ভিজতর প্রবেশ করে না।

 যদিও গুগল আপনাকে অ্যাডিশনাল অ্যালার্ট এর মাধ্যমে এগুলো জানিয়ে দিয়ে থাকে আপনারা সেগুলো খেয়াল রাখেন না। তাই আপনাকে একজন সফল ব্লগার হতে গেলে প্রতিনিয়ত পোস্ট লেখার উপর গুরুত্ব দিতে হবে।


2) One Niche Focus ( একটা নির্দিষ্ট ট্রপিকের ওপর আর্টিকেল লেখা ) : এমন অনেক ইউজাররা রয়েছে যারা ব্লগিং করে কিন্তু ব্লগিং সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই যেমন তারা কি করে প্রথমে হয়তো এডুকেশনের ওপর আর্টিকেল লিখল পরে আবার তারা নিউজের উপর আর্টিকেল নিচে সেই একই ওয়েবসাইটে। এগুলো বললে কি হয় আপনার ওয়েবসাইটে Bounce Rate বেড়ে যায় ফলে এডসেন্স থেকে উপার্জন হওয়ার ওয়েব সাইটটিকে সরিয়ে দেওয়া হয় আর ভিজিট আছে আপনার ওয়েবসাইডে বেশিক্ষণ ভিজিট করে থাকে না।

 এমন বেশ কিছু ট্রপিক রয়েছে যেগুলোর উপরে আপনাকে গুরুত্ব দিয়ে আর্টিকেল লিখলে আপনি ব্লগিং এর দুনিয়ায় সফল একজন ব্লগার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। যে সমস্ত ট্রপিকের উপর আপনি আর্টিকেল লিখতে পারেন –

  • Technology ( টেকনোলজি )
  • Travel ( ট্রাভেল )
  • Food ( ফুড)
  • Education ( এডুকেশন )
  • News ( নিউজ অথবা খবর পরিবেশন করা )
  • Railway Information ( রেলওয়ে পরিষেবা সংক্রান্ত )
  • Photography ( ফটোগ্রাফির ওপর )
  • Biography ( বায়োগ্রাফির ওপর )
 এই সমস্ত ট্রপিকের উপর আর্টিকেল লিখলে আপনি দ্রুত ব্লগিংয়ের দিক থেকে এগিয়ে থাকবেন এর মধ্যে প্রচুর পরিমাণে গুগল সার্চ দাড়াই ট্রাফিক এসে থাকে আর আপনি এর থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।

3) Don’t Copy Past Contant ( কপি পেস্ট করে কনটেন্ট লিখবেন না ) : নতুন ব্লগাররা কি করে তারা অন্যের কনটেন্টগুলিকে কপি করে নিজের ওয়েবসাইটের ভেতর সেগুলোকে বসিয়ে দেয় আর সেগুলিকে পাবলিশ করে দেয় এক্ষেত্রে তাদের পরবর্তীকালে Copy Wright Contant এর মত বড় বড় সমস্যা সম্মুখীন হতে হয়। আপনারাও যদি বর্তমানে এই কাজটি করে থাকেন তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ার একদম শেষ।

4) Write After Recharch ( কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লেখা ): সব সময় মনে রাখতে হবে, আপনারা যদি কোন আর্টিকেল লিখতে যাচ্ছেন তাহলে তার আগে যে সমস্ত কিওয়ার্ডগুলি গুগল দ্বারা সার্চ করা হয়েছে যেগুলি গুগলে কম পরিমাণে আছে এমন কনটেন্ট আপনাকে লিখতে হবে তাহলে অবশ্যই আপনি আপনার ব্লগিংয়ে দিক থেকে সফল হবেন কেননা এই সমস্ত কনটেন্ট গুলি যদি গুগলে কম থাকে তাহলে আপনার কনটেন্ট টিকে আপনার কন্টাক্টে থাকা সেই সমস্ত কিওয়ার্ড গুলি সার্চ করার মাধ্যমে আপনার আর্টিকেলটিকে পেয়ে যাবে।

5) Share it On Social Networking Site ( সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলিতে শেয়ার করা ) : আপনার ওয়েবসাইট গুটে প্রতিনিয়ত যে সমস্ত পোস্টগুলি লিখছেন সেই সমস্ত পোস্টগুলি আপনি যদি সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলিতে শেয়ার করেন তাহলে সেখান থেকে আপনার ওয়েবসাইটের একটা পরিচয় লাভ করে থাকি আপনার ওয়েবসাইটের কনটেন্ট যদি কারোর পছন্দ হয়ে থাকে আবার সে যদি সেই পোস্টটিকে অন্য কারকে শেয়ার করে থাকে তাহলে আপনার ওয়েবসাইটে Organic Social থেকেই আসার ট্রাফিক লক্ষ্য করতে পারবেন।

6) Write SEO Article ( আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমিনেশন করে আর্টিকেল লিখতে হবে। ) নতুন ব্লগাররা একটাই ভুল করে তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করে আর্টিকেল লেখে, আপনি যদি একটা কনটেন্ট লিখেন তার আগে সেটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে গিয়ে আর্টিকেল লিখবেন সেখান থেকে আপনি দ্রুত ট্রাফিক পাবেন এবং আপনার আর্টিকেলটি দ্রুত ইন্ডেক্স হবে।

7) USE SEO AdSense Theme ( আপনাকে SEO Adsense থিম ব্যবহার করুন ) ব্লগার কি অবশ্যই খেয়াল রাখতে হবে তার ওয়েবসাইট টি যেন রেস্পনসিভ থাকে এর জন্য আপনাকে অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি থিম ব্যবহার করতে হবে যেটা এডসেন্সের জন্য উপযোগী।

8) USE Premium Theme (প্রিমিয়াম থিম ব্যবহার করুন ): আপনাকে একটা কথা মাথায় রেখে ব্লগিং শুরু করতে হবে, আপনি যদি একটা প্রিমিয়াম থিম ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটিতে কোনরকম লোডিং স্পিড ডাউন হবে না। আপনার ওয়েবসাইটটি লোডিং স্পিড যত দ্রুত হবে ফার্স্ট হবে তত আপনার আর্টিকেলটি দ্রুত ইনটেক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ইউসারদের কাছে তত দ্রুত আপনার আর্টিকেলটি খুলে যাবে।

9) Google News Approval ( প্রথমে আপনি গুগল নিউজ এপ্রুভাল নেবেন ) : প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটটি সঠিকভাবে সাজাতে হবে তারপরে গুগল নিউজের জন্য এপ্লাই করতে হবে গুগল নিউজে এপ্রুভাল নিতে হবে google নিউজ অ্যাপ্রুভাল হলে তবেই আপনি দ্রুত আর্টিকেল লেখার সাথে সাথে আপনার আর্টিকেলটি নিউজের মধ্যে যুক্ত হয়ে যাবে এবং সেটা থেকে ট্রাফিক আসতে শুরু হবে আপনার ওয়েবসাইটে।

10) Making Web Story ( ওয়েস্ট স্টরি তৈরি করুন ): আপনি যদি প্রতিটি আর্টিকেল ওপর একটি করে ওয়েব স্টরি বানান তাহলে আপনার ওয়েবসাইটে দ্রুত ভিজিটরস আসবে। প্রতিদিন রয় স্টোরি বানালে আপনার গুগল সার্চ কনসোলে Discover প্যানেল অন হয়ে যাবে যেখান থেকে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক দেখতে পারবেন।

 আমাদের দেওয়া এই দশটি স্টেপ ফলো করলে আপনারা যদি ব্লগিং শুরু করেন দেখবেন অবশ্যই ব্লগিংয়ের ক্যারিয়ার ব্লগিং এর জার্নি সফল হয়েছে আর্টিকেলটি পরে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা আপনাদের অনুপ্রেরণায় আরো বেশি আর্টিকেল তৈরি করতে পারব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top