ব্লগার ওয়েবসাইটের সাথে কিভাবে ডোমেইন যুক্ত করবেন ?
গুগোল এ ব্লগস্পট দিয়ে তৈরি একটি ওয়েবসাইট বানিয়ে আপনারা যদি সেই ওয়েবসাইটটিকে একটি প্রফেশনাল লুক দিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা Domain কিনতে হবে এবং সেই জমিনটাকে আপনার ব্লগার ওয়েবসাইটের সাথে যুক্ত করতে হবে | তবে আপনার ওয়েবসাইটে আসা ভিজিটর আপনার ওয়েবসাইটে একটি স্রেফ ইনফর্মেশন ওয়ে বলে জানতে পারবে | ডোমেইন বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন উদাহরণ স্বরূপ বলা যায় – .com,.in,org,online,net,xyz,আরো অনেক রকম ডোমেইন রয়েছে আপনারা ওয়েবসাইট তৈরীর সময় বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট থেকে সেই দিন গুলো সংগ্রহ করতে পারবেন | তবে এই ডোমেইন গুলোর আলাদা আলাদা মূল্যে বিক্রয় হয়ে থাকে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ডোমেইন কিনে ফেলবেন |
ব্লগার ওয়েবসাইটে ডোমেইন কিভাবে যুক্ত করবেন ?
ব্লগার ওয়েবসাইটের জন্য প্রথমে আপনাকে একটি ভাল ডোমেইন বেছে নিতে হবে তাহলে আমি আপনাদের কাছে রিকমেন্ড করব আপনারা যদি টপ লেভেল ডোমেইন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স থাকবে আপনার ওয়েবসাইটের সঠিক ইনফরমেশন বলে বিষয়টা জানবে এতে আপনার ওয়েবসাইট দ্রুত Rank করার সম্ভাবনা থাকে | ডোমেইন সেট করার জন্য যে সমস্ত কাজগুলি আপনাকে করতে হবে সম্পূর্ণ সেগুলি আমরা step-by-step নিচে চিত্র সহ বুঝিয়ে দিলাম |
–:এক নম্বর চিত্র অনুযায়ী:–
· আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাবেন
· সেখানে সেটিংস অপশনটি বেছে নেবেন
· Custom Domain ক্লিক করে আপনার সংগ্রহ করা ডোমেইন বসিয়ে দেবেন
এবার আপনি আপনার হোস্টিং প্যানেলে যাবেন যেখানে আপনার ডোমেইন রাখা আছে এখানে আপনি দেখতে পাবেন Manage Domain সেখানে আপনাকে ক্লিক করতে হবে |
1. Manage Domain
2. DNS/Name Server