ব্লগারের জন্য প্রিমিয়াম থিম | ব্লগার ওয়েবসাইটের জন্য 5টি বেস্ট থিম
আজকে এই আর্টিকেলে ব্লগার ওয়েবসাইটের জন্য রেস্পনসিভ ও এডসেন্স অপঃপ্রভাল উপযোগী পাঁচটি এমন থিম সম্পর্কে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই যেগুলির ব্যবহারে আপনি দ্রুত এডসেন্সের মনিটাইজেশন পেয়ে যাবেন। এই থিম গুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করা, আজকের এই আর্টিকেলের প্রধান কাজ। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন এবং আপনি আপনার ওয়েবসাইটটিকে দ্রুত মনিটাইজেশন করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আপনাদের কি মনে রাখতে হবে- এই সমস্ত তথ্য আজকের এই আরটিকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।
এডসেন্স অ্যাপ এর জন্য আপনাদেরকে পাঁচটি পয়েন্ট খেয়াল রাখতে হবে ?
আপনারা যদি একজন ব্লগার হয়ে থাকেন আপনারা আপনাদের কনটেন্ট এর মাধ্যমে যে সমস্ত ইনফরমেশন গুলি গুগলকে শেয়ার করতে চান সেগুলি যদি ভিজিটরদের কাছে রুচি সহ ভাষায় পৌঁছাতে পারে তবে আপনার ব্লগিং ক্যারিয়ার সফল হবে। এইটা হল শুধুমাত্র ব্লগিং এর একটা পাট এবার আপনাকে জানতে হবে ব্লগিং করতে গেলে আপনাকে যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া উচিত। যেগুলি থাকলে আপনি দ্রুত এডসেন্স এপ্রুভাল পাবেন।
- About পেজ তৈরি করতে হবে
- Contact Us পেজ তৈরি করতে হবে
- Disclaimer পেজ তৈরি করতে হবে
- Privacy Policy পেজ তৈরি করতে হবে
- Term and Condition পেজটিকে তৈরি করতে হবে।
এই পাঁচটা পয়েন্ট এডসেন্স এরপর জন্য বিশেষ উপযোগী হয়ে দাঁড়াবে। আর এগুলি যদি সঠিকভাবে ইনডেক্স থাকে এবং আপনার আর্টিকেল গুলির লেন্ট যদি 1000 ওয়ার্ডের বেশি হয়ে থাকে তবে অবশ্যই আপনারা দ্রুত এডসেন্সের জন্য অ্যাপ্রভাল করাতে পারবেন।
এডসেন্সে অপঃপ্রভাল জন্য কতগুলি আর্টিকেল লেখার প্রয়োজন হয় ?
সম্ভবত আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে খুব সুন্দর ভাবে আর্টিকেল লেখেন এবং সেগুলি লেন্থ যদি 1000 ওয়ার্ডের বেশি হয়ে থাকে তবে আপনি অবশ্যই 25 টির বেশি আর্টিকেল হয়ে থাকলে এবার আপনি এডসেন্সের জন্য এপ্লাই করতে পারেন তবে অবশ্যই আপনাকে বেশ কিছু জিনিসের উপর গুরুত্ব দিতে হবে যেমন – আপনার সমস্ত আর্টিকেলগুলি যেন গুগলে ইনডেক্স থাকে গুগলে সার্চ করলে যেন আপনার আর্টিকেলগুলিকে দেখা যায়।
এবার আমি আপনাকে পাঁচটি এমন থিম সম্পর্কে পরিচয় করাব যেগুলি ব্যবহারে আপনি এডসেন্স এর জন্য এপ্রুভাল পেয়ে যাবেন। দেখুন ভিজিটরসরা তখনই আপনার ওয়েবসাইটে ভিজিট করে খুশি হবে যখন আপনার ওয়েবসাইট থেকে সঠিক ইনফরমেশন পাবে এর জন্য আপনাকে সাদা পেজের তৈরি একটি থিম সেইসঙ্গে ব্ল্যাক কালারের লেখা আর্টিকেলগুলি সেই পেজে সুন্দরভাবে পরিদর্শন করাতে পারলে আপনি দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন এর জন্য যে থিম গুলি আপনি ব্যবহার করবেন নিন্নে তা আলোচিত হইল।
Freebify ( এটি ব্লগারের জন্য দারুন একটি থিম )
নতুন ব্লগাররা যদি এই টিমটিকে ব্যবহার করে তাহলে তাদের যে সমস্ত পেজগুলি রয়েছে এবং তাদের কনটেন্ট লেখা আর্টিকেলগুলিকে দ্রুত ইনটেক্স করাতে সাহায্য করবে এই থিমটি এর মাধ্যমে আপনারা আপনাদের ভিজিটরদের সঠিক ইনফরমেশন দ্রুত প্রোভাইড করতে পারবেন। অর্থাৎ থিমটি ব্যবহারে আপনারা সহজেই ট্রাফিক বাড়িয়ে নিতে পারবেন।
Freebify থিমটির বৈশিষ্ট্য : এই থিমটিতে যে সমস্ত বিশেষত্ব আপনারা লক্ষ্য করবেন -নাভিগেশন, মেগামেনু, গার্ড যুক্ত ডিজাইন, সুন্দর একটি সার্চ বার, যেগুলি আপনার থিমটিকে একটি প্রফেশনাল লুককে পরিণত করছে। তাই আমরা সাজেস্ট করব আপনারা যদি এই থিমটিকে ব্যবহার করেন তাহলে আপনারা সহজেই আপনার ডিজিটালদের আকর্ষিত করতে পারবেন।
Elice-(Responsive Blogger Templet ):
Elice এই থিমটি আমার ব্যবহৃত করা পাঁচটি থিমের মধ্যে একটি দেখতে যদিও সিম্পল হলেও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সাথে আমাদের সামনে উপস্থাপন করা এই থিমটি। এই থিমের বিশেষ আকর্ষণীয় ফিচার্স গুলির মধ্যে একটি আকর্ষণীয় ফিচারস হল Contact ফর্ম, Stylish Home Page, ও রিস্পনসিভ নেভিগেশন মেনু, Custom Forms, বিভিন্ন সাইডবার অপসন SEO অপটিমাইজ ও ক্লিন ডিজাইন এই থিমটিকে আরো আকর্ষণীয় গড়ে তুলেছে।
Elice (Responsive Blogger Templet ) এর বৈশিষ্ট্য গুলি ?
Elice এর মত সুন্দর একটি রেস্পনসিভ থিম এর বৈশিষ্ট্য গুলি আজকের এই আর্টিকেলে নিম্নে আলোচিত হইল –
- Responsive Theme Layout
- Clean Designs
- Elagent Look
- Frist Loding Theme
- SEO Optimize
- OPT-in Form on Home Page
- Responsive Navigation Menu
- Custome About Me Weaget
- Page Navigation Weaget
- Custom Contact Form
এই ধরনের বিশেষ বৈশিষ্ট্য গুলি এই তিনটি তে লক্ষ্য করা যায় যেগুলি অন্যান্য থিম থেকে এই থিমটিকে সর্বদা আলাদা করে রেখেছে। যেহেতু আমি একজন ব্লগার তো আমি আপনাদের এটাই রেকমেন্ডেড করব যে আপনি যদি একজন সফল ব্লগার হতে চান ব্লগিং ক্যারিয়ার সফল হতে চান তবে অবশ্যই এই টিমটিকে ব্যবহার করুন।