২০২৩ শে ডিসেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্য নিয়ে আসা হলো | Current Affairs 2023

২০২৩ শে ডিসেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্য নিয়ে আসা হলো | Current Affairs 2023


তোমরা যারা সরকারি চাকরির পিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই প্রবন্ধটিতে ২৫টি এমন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি যেগুলি পশ্চিমবঙ্গ পুলিশ কল,কাতা পুলিশ, রাজ্য সরকার ক্লার্ক পরীক্ষা, এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর গুলি আপনারা অবশ্যই এক নজরে চোখ বুলিয়ে দিবেন যাতে আপনাদের সামনে পরীক্ষা উনিতে এসে থাকা প্রশ্নের উত্তর গুলি সহজ সরল ভাবে আপনাদের চোখের সামনে আসে |


 

1➤ প্রলয় নামের ব্যালিস্টিক মিসাইল এর সকল পরীক্ষা করল কোন দেশ?

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ পাকিস্তান
ⓓ শ্রীলংকা

➤ ভারত


2➤ শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ববিজ্ঞান দিবস পালন করা হয় কবে?

ⓐ ১০ নভেম্বর
ⓑ ১০ এপ্রিল
ⓒ ১০ মার্চ
ⓓ ১০ আগস্ট

➤ ১০ নভেম্বর


3➤ Konkan Railway Corporation Ltd এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে?

ⓐ সন্তু তপাদার
ⓑ গিরিশ কুমার
ⓒ আর মূর্তি
ⓓ সন্তোষ কুমার ঝা

➤ সন্তোষ কুমার ঝা


4➤ ২০২৩ ন্যাশনাল গেমস এর মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কে?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উত্তরাখণ্ড
ⓒ হরিয়ানা
ⓓ পাঞ্জাব

➤ মহারাষ্ট্র


5➤ ২০২৪ সালে ৩৮ ন্যাশনাল গেম অনুষ্ঠিত হবে কোন রাজ্যে

ⓐ কর্ণাটক
ⓑ রাজস্থান
ⓒ তেলেঙ্গানা
ⓓ উত্তরাখন্ড

➤ উত্তরাখন্ড


6➤ কোথায় বারটি শেখা কেন্দ্র লঞ্চ করলেন অর্থমন্ত্রীর নির্মলা সিথারমন?

ⓐ মনিপুর
ⓑ উড়িষ্যা
ⓒ গুজরাট
ⓓ অন্ধপ্রদেশ

➤ গুজরাট


7➤ প্রথম ক্রীড়াবিদ হিসাবে সিএফডিএ ফ্যাশন আইকন ওয়ার্ড জিতলেন কোন টেনিস খেলোয়াড়?

ⓐ সেরেনা উইলিয়ামস
ⓑ ইগা সিয়াটেক
ⓒ জেসিকা পেগুলা
ⓓ কেউ নন

➤ সেরেনা উইলিয়ামস


8➤ কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দিল্লির বায়ু দূষণের সঙ্গে লড়ার পদ্ধতি আনছে কে?

ⓐ IIT Madras
ⓑ IIT Delhi
ⓒ IIT Kanpur
ⓓ কেউ নয়

➤ IIT Kanpur


9➤ সামুদ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণ করতে প্রজেক্ট ডলফিন রূপায়ন করতে চলেছে কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ অন্ধপদেশ
ⓓ ওড়িশা

➤ তামিলনাড়ু


10➤ কোন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সুনীল চন্দ্র?

ⓐ পতঞ্জলি
ⓑ ডাবর
ⓒ আইটিসি
ⓓ কোনোটিই নয়

➤ ডাবর


11➤ জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় কবে?

ⓐ ১১ ই নভেম্বর
ⓑ ১১ অক্টোবর
ⓒ ১১ জুন
ⓓ ১১ই মে

➤ ১১ ই নভেম্বর


12➤ সুপ্রিম কোর্টে Mitti Cafe -র উদ্বোধন করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ অমিত শাহ
ⓒ ডি ওয়াই চন্দ্রচূড়
ⓓ দ্রৌপদী মুর্মু

➤ ডি ওয়াই চন্দ্রচূড়


13➤ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারি Meg Lanning কোন দেশের মহিলা খেলোয়াড়?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ নেদারল্যান্ড
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ ইংল্যান্ড

➤ অস্ট্রেলিয়া


14➤ বিশ্বের প্রথম নিযুক্ত রোবট CEO – এর নাম কি?

ⓐ Lara
ⓑ Mika
ⓒ Siri
ⓓ Lisa

➤ Mika


15➤ এন পি সি আই এর দ্বারা ইউপিআই স্টাফ এম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অভিনেতা?

ⓐ অমিতাভ বচ্চন
ⓑ মনোজ বাজপেয়ী
ⓒ রণবীর সিং
ⓓ পঙ্কজ ত্রিপাঠী

➤ পঙ্কজ ত্রিপাঠী


16➤ জাতিগত সংরক্ষণে 50 % এর থেকে বাড়ি এ 65% করার জন্য বিল পাস করল কোন রাজ্য?

ⓐ বিহার
ⓑ ঝাড়খণ্ড
ⓒ ছত্রিশগড়
ⓓ সিকিম

➤ বিহার


17➤ যুক্তরাজ্যের Safe States List এ অন্তর্ভুক্ত হতে চলেছে কোন দেশ?

ⓐ বাংলাদেশ
ⓑ নেপাল
ⓒ শ্রীলংকা
ⓓ ভারত

➤ ভারত


18➤ 10th Kslinga Literary Festival অনুষ্ঠিত হবে কোথায়?

ⓐ কটক
ⓑ ভুবেনশ্বর
ⓒ ময়ূরভঞ্জ
ⓓ কেওনঝড়

➤ ভুবেনশ্বর


19➤ কোন দেশের নেভির সাথে BONOGOSAGAR -23 নামে অনুশীলন শুরু করল ভারত?

ⓐ বাংলাদেশ
ⓑ শ্রীলংকা
ⓒ মালদ্বীপ
ⓓ ইন্দোনেশিয়া

➤ বাংলাদেশ


20➤ বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় কবে?

ⓐ ১২ ই নভেম্বর
ⓑ ১৩ ই নভেম্বর
ⓒ ১২ ই জুন
ⓓ ১২ই মে

➤ ১২ ই নভেম্বর


21➤ ২০২৩ শে অক্টোবর মাসে পুরুষ বিভাগে আইসিআইসি প্লেয়ার অফ দা মান্থ আওয়ার্ড জিতলেন কে?

ⓐ বিরাট কোহলি
ⓑ রাচিন রবীন্দ্র
ⓒ মহম্মদ সামী
ⓓ মহম্মদ সামী

➤ রাচিন রবীন্দ্র


22➤ ২০২৩ শে অক্টোবর মাসে আইসিআইসি প্লেয়ার অব দ্য মান্থ জিতলেন কোন দেশের মহিলা ক্রিকেটার ?

ⓐ নেদারল্যান্ড
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ ইংল্যান্ড
ⓓ ওয়েস্ট ইন্ডিজ

➤ ওয়েস্ট ইন্ডিজ


23➤ সাম্প্রতি সমুদ্র নিমজ্জিত আগ্নেয়গিরির অগ্ন্যুপাতের কারণে নতুন দ্বীপ গঠিত হলো কোন দেশ?

ⓐ জাপান
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ থাইল্যান্ড
ⓓ নরওয়ে

➤ জাপান


24➤ সরকারের হস্তক্ষেপের কারণে কোন দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল ICC?

ⓐ বাংলাদেশ
ⓑ পাকিস্তান
ⓒ শ্রীলঙ্কা
ⓓ ভারত

➤ শ্রীলঙ্কা


25➤ সম্প্রতি চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ আওয়ার্ড জিতলেন কে?

ⓐ ফাল্গুনী নাযার
ⓑ ড. সোমদত্তা সিং
ⓒ বিজয় অভিরাজ
ⓓ কেউ নন

➤ ড. সোমদত্তা সিং


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top