ইতিহাসের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চাকরিপ্রার্থীদের পরীক্ষার জন্য | History Questions 2023

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ২০২৩


এই প্রশ্নের উত্তর গুলি আপনারা অবশ্যই এক নজরে চোখ বুলিয়ে দিবেন যাতে আপনাদের সামনে পরীক্ষা এসে থাকা প্রশ্নের উত্তর গুলি সহজ সরল ভাবে আপনাদের চোখের সামনে আসে |


1➤ সন্ত কবীর এর গুরু হলেন?

ⓐ রামানুজ
ⓑ রামানন্দ
ⓒ শঙ্করাচার্য
ⓓ চৈতন্য

➤ রামানন্দ


2➤ কার শাসনকালে সাচি তো নির্মিত হয়?

ⓐ অশোক
ⓑ হর্ষবর্ধন
ⓒ কনিষ্ক
ⓓ সমুদ্রগুপ্ত

➤ অশোক


3➤ নিম্নলিখিত কোন জোড়টি ভুল?

ⓐ নিজাম সাহি—আহমেদনগর
ⓑ আদিল শাহী— বিজাপুর
ⓒ বারিদ সাহী— বেরার
ⓓ কুতুব শাহী— গোলকোন্ডা

➤ বারিদ সাহী— বেরার


4➤ নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী?

ⓐ মথুরা
ⓑ বিদেহ
ⓒ মিথিলা
ⓓ ইন্দ্রপ্রস্থ

➤ ইন্দ্রপ্রস্থ


5➤ কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দারে আখ্যা দেন?

ⓐ জওহরলাল নেহেরু
ⓑ মৌলানা আজাদ
ⓒ মহাত্মা গান্ধী
ⓓ সরোজিনী নাইডু

➤ মহাত্মা গান্ধী


6➤ কে পাটালিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ?

ⓐ উদয়ন
ⓑ অশোক
ⓒ বিম্বিসার
ⓓ মহাপদনন্দ

➤ উদয়ন


7➤ গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়?

ⓐ ১৯১৩ আমেরিকা
ⓑ ১৯১৭ ইংল্যান্ড
ⓒ ১৯২১ ডেনমার্ক
ⓓ ১৯২৫ স্কটল্যান্ড

➤ ১৯১৩ আমেরিকা


8➤ নিম্নলিখিত কোন নেতার কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত?

ⓐ অরবিন্দ ঘোষ
ⓑ দাদাভাই নৌরজি
ⓒ গোপালকৃষ্ণ গোখলে
ⓓ এস এন ব্যানার্জি

➤ অরবিন্দ ঘোষ


9➤ কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক?

ⓐ কালিদাস
ⓑ কৌটিল্য
ⓒ বিশাখদত্ত
ⓓ কলহন

➤ বিশাখদত্ত


10➤ কে লোক নায়ক হিসেবে পরিচিত?

ⓐ জয়প্রকাশ নারায়ন
ⓑ বল্লভ ভাই প্যাটেল
ⓒ মহাত্মা গান্ধী
ⓓ জওহরলাল নেহেরু

➤ জয়প্রকাশ নারায়ন


11➤ কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন?

ⓐ কুতুব উদ্দিন আইবক
ⓑ মোহাম্মদ বিন তুঘলক
ⓒ ফিরোজ শাহ তুঘলক
ⓓ মোহাম্মদ কাসিম

➤ ফিরোজ শাহ তুঘলক


12➤ নায়ানার এর সঙ্গে সম্পকীর্ত ?

ⓐ বৈষ্ণব ধর্ম
ⓑ জৈন ধর্ম
ⓒ ভাগ্যবত ধর্ম
ⓓ সৈব ধর্ম

➤ সৈব ধর্ম


13➤ সুফি সন্ত যিনি মোগল সম্রাট আকবরের সঙ্গে জড়িত ?

ⓐ শেখ মইনুদ্দীন
ⓑ শেখ নিজাম উদ্দিন আউলিয়া
ⓒ শেখ সেলিম
ⓓ শেখ ফরিদ

➤ শেখ সেলিম


14➤ অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল?

ⓐ দেব নগরী
ⓑ ব্রাহ্মী
ⓒ গুরুমুখী
ⓓ হাইরোলিপিক

➤ ব্রাহ্মী


15➤ কনৌজ যুদ্ধে সময়কাল ?

ⓐ ১৫২৫ খ্রিস্টাব্দ
ⓑ ১৬০০ খ্রিস্টাব্দ
ⓒ ১৫৪০ খ্রিস্টাব্দ
ⓓ ১৬১০ খ্রিস্টাব্দ

➤ ১৫৪০ খ্রিস্টাব্দ


16➤ প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন?

ⓐ আকবর
ⓑ ফিরোজ শাহ তুঘলক
ⓒ আলাউদ্দিন খলজী
ⓓ ঔরঙ্গজেব

➤ ফিরোজ শাহ তুঘলক


17➤ মধ্যযুগীয় ভারতের স্থায়ী পেশা ভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন?

ⓐ আলাউদ্দিন খলজী
ⓑ বলবন
ⓒ ফিরোজ শাহ তুঘলক
ⓓ ইলতুৎমিস

➤ আলাউদ্দিন খলজী


18➤ কিসের দ্বারা প্রাক বৈদিক যুগের সম্বন্ধে জানা যায়?

ⓐ প্রত্নতান্ত্রিক খনন
ⓑ ঋগ্বেদ
ⓒ জাতক কথা
ⓓ সমসাময়িক সংস্কৃতি

➤ প্রত্নতান্ত্রিক খনন


19➤ দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক ছিলেন?

ⓐ রাষ্ট্রকূট
ⓑ সাতবাহন
ⓒ বকাটক
ⓓ চোল

➤ সাতবাহন


20➤ পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

ⓐ ফজলুল হক
ⓑ জিন্না
ⓒ লিয়াকত আলী
ⓓ রহমত আলী

➤ রহমত আলী


21➤ গৌতম বুদ্ধের প্রথম কোথায় ধর্ম প্রচার করেন?

ⓐ সারনাথ
ⓑ লুম্বিনী
ⓒ বৈশালী
ⓓ বোধগয়া

➤ সারনাথ


22➤ কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?

ⓐ ১৯৪৮ খ্রিস্টাব্দ
ⓑ ১৯৪৯ খ্রিস্টাব্দ
ⓒ ১৯৫০ খ্রিস্টাব্দ
ⓓ কোনোটিই নয়

➤ ১৯৪৮ খ্রিস্টাব্দ


23➤ জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোন বস্ত্র পরিধান করেন না?

ⓐ সেতাম্বর
ⓑ দিগম্বর
ⓒ নিগ্রন্থ
ⓓ অরাহন্ত

➤ দিগম্বর


24➤ দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গপোসাগর পার হয়ে সুমাত্রা জাভা ও মালেশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন?

ⓐ প্রথম রাজেন্দ্র চোল
ⓑ রাজেন্দ্র চোল
ⓒ প্রথম পুলকেশী
ⓓ দ্বিতীয় মহিপাল

➤ প্রথম রাজেন্দ্র চোল


25➤ জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয়?

ⓐ দিগম্বর
ⓑ শ্বেতাম্বর
ⓒ নিগন্থ
ⓓ অরাহন্ত

➤ নিগন্থ


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top