Most important general knowledge 2023|জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ২০২৩

জেনারেল নলেজের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



প্রিয় বন্ধুরা

 
এই প্রশ্নগুলি আপনাদের যেকোন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন RPF | ARMY| WBP Abgari Constable | SSC CGL | SSC MTS | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | Railway Group D | KOLKATA POLICE | WBCS ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান,ভূগোল, ইতিহাস, জি.আই রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।তাই আমরা প্রতিদিন কিছু কিছু বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আয়োজন করছি |
 

1➤ বাংলা সাহিত্যের জগতের কালকূট নামে পরিচিত ?

ⓐ অমিতাভ চৌধুরী
ⓑ সমরেশ বসু
ⓒ নীহাররঞ্জন গুপ্ত
ⓓ প্রফুল্ল লাহিড়

➤ সমরেশ বসু


2➤ কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?

ⓐ চতুষ্কোণ
ⓑ পল্লী সমাজ
ⓒ বিপ্রদাস
ⓓ রামের সুমতি

➤ চতুষ্কোণ


3➤ প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক ?

ⓐ বিমল মিত্র
ⓑ নজরুল ইসলাম
ⓒ আশাপূর্ণা দেবী
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

➤ আশাপূর্ণা দেবী


4➤ যাযাবর ছন্দ নামে কোন সাহিত্যিক লিখতেন ?

ⓐ বিনয় মুখোপাধ্যায়
ⓑ বিমল ঘোষ
ⓒ অরবিন্দ গুহ
ⓓ প্রমথ চৌধুরী

➤ বিনয় মুখোপাধ্যায়


5➤ বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম |

ⓐ আইডলস
ⓑ মাই টুথ
ⓒ ব্রোকেন উইন্স
ⓓ এ সুইটেবল বয়

➤ এ সুইটেবল বয়


6➤ পি টি ঊষার আত্মজীবনীর নাম |

ⓐ গোল্ডেন গার্ল
ⓑ গোল
ⓒ মাই সাইড
ⓓ দ্য প্লেয়ার

➤ গোল্ডেন গার্ল


7➤ নউটংকি কোথাকার লোক নিত্য ?

ⓐ পাঞ্জাব
ⓑ রাজস্থান
ⓒ উত্তর প্রদেশ
ⓓ তামিলনাড়ু

➤ উত্তর প্রদেশ


8➤ নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলেন নাম কি ?

ⓐ রেং মা
ⓑ জাদুর
ⓒ পালি
ⓓ সাইলা

➤ রেং মা


9➤ ভারতের প্রথম মহিলা ধ্রপদী নিত্য শিল্পের নাম কি ?

ⓐ ইন্দ্রানী রহমান
ⓑ রাগিনী দেবী
ⓒ সিতারা দেবী
ⓓ রুম কিনে দেবী

➤ ইন্দ্রানী রহমান


10➤ ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন?

ⓐ কিরানা
ⓑ আগ্রা
ⓒ জয়পুর
ⓓ মেওআটি

➤ কিরানা


11➤ জয় জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয় ?

ⓐ সকালে
ⓑ দুপুরে
ⓒ বিকেলে
ⓓ রাত্রে

➤ রাত্রে


12➤ বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?

ⓐ পাঞ্জাব
ⓑ অসম
ⓒ গুজরাট
ⓓ ওড়িশা

➤ পাঞ্জাব


13➤ কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়?

ⓐ গরবা
ⓑ বিহু
ⓒ ছো
ⓓ ঝুমুর

➤ ছো


14➤ কত সালে সাহিত্য অকাডেমি স্থাপিত হয় ?

ⓐ ১৯৫২
ⓑ ১৯৫৪
ⓒ ১৯৫৫
ⓓ ১৯৫৬

➤ ১৯৫৪


15➤ পাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি ?

ⓐ ম্যাক্রিম গোকি
ⓑ ভিক্টর হুগো
ⓒ ভি এস নইপল
ⓓ জন মিলটন

➤ ম্যাক্রিম গোকি


16➤ মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর?

ⓐ বর্ষা
ⓑ শরৎ
ⓒ গ্রীষ্ম
ⓓ হেমন্ত

➤ বর্ষা


17➤ রামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে?

ⓐ ফিলিপাইনস
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ থাইল্যান্ড
ⓓ জাপান

➤ ফিলিপাইনস


18➤ কোন ক্ষেত্রে বি সি রায় পুরস্কার দেওয়া হয়?

ⓐ শিক্ষকতা
ⓑ চিকিৎসা
ⓒ সঙ্গীত
ⓓ পরিবেশ

➤ চিকিৎসা


19➤ পৌপা গানের ভাষার বৈশিষ্ট্য কি?

ⓐ গ্রাম্য ভাষা
ⓑ আঞ্চলিক ভাষা
ⓒ শহুরে ভাষা
ⓓ কোনোটিই নয়

➤ গ্রাম্য ভাষা


20➤ কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?

ⓐ ইংল্যান্ড
ⓑ ফ্রান্স
ⓒ পর্তুগাল
ⓓ ইটালি

➤ ফ্রান্স


21➤ রবীন্দ্রনাথ কটি গান লিখেছেন?

ⓐ একহাজার
ⓑ দুই হাজার
ⓒ আড়াই হাজার
ⓓ তিন হাজার

➤ আড়াই হাজার


22➤ Child is the father man কে বলেছেন?

ⓐ জন কিটস
ⓑ লর্ড বায়রন
ⓒ উইলিয়াম শেক্সপিয়ার।
ⓓ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

➤ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ


23➤ পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন?

ⓐ তবলা
ⓑ সন্তুর
ⓒ বাঁশি
ⓓ সেতার

➤ বাঁশি


24➤ বেহাগ রাগ রাতের কোন সময় গাওয়া হয়?

ⓐ রাত্রে দ্বিতীয় প্রহরে
ⓑ রাতের প্রথম প্রহরে
ⓒ রাতে তৃতীয় প্রহরে
ⓓ রাতের শেষ প্রহরে

➤ রাত্রে দ্বিতীয় প্রহরে


25➤ পদাতিক কবি কাকে বলা হয়?

ⓐ সুভাষ মুখোপাধ্যায়
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓓ শিশির কুমার ভাদুরি

➤ সুভাষ মুখোপাধ্যায়


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top