জেনারেল নলেজের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |100% কমন আসবে | general knowledge 2023

                  

                                                জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর ২০২৩

প্রিয় বন্ধুরা

এই প্রশ্নগুলি আপনাদের যেকোন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন RPF | ARMY| WBP Abgari Constable | SSC CGL | SSC MTS | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | Railway Group D | KOLKATA POLICE | WBCS ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান,ভূগোল, ইতিহাস, জি.আই রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।তাই আমরা জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন উত্তর তুলে ধরছি|
 

1➤ ক্রিসমাস নিয়ে প্রথম ডাক টিকিট প্রকাশ করে ?

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ আমেরিকা

➤ অস্ট্রেলিয়া


2➤ দর্পনারায়ণ পুততুন্ড নাম কে ব্যবহার করতেন?

ⓐ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓑ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓓ শিশির কুমার ভাদুড়ী

➤ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


3➤ বিশ্বের প্রথম ছাপা বই গুটেনবার্গ বাইবেল এ প্রতি পৃষ্ঠা লাইন ছিল |

ⓐ ৪০ টি
ⓑ ৪২ টি
ⓒ ৪৫টি
ⓓ ৪৭ টি

➤ ৪২ টি


4➤ ভারতের প্রথম আন্তর্জাতিক উৎসব কোথায় হয়?

ⓐ বোম্বে
ⓑ কলকাতা
ⓒ চেন্নাই
ⓓ গোয়া

➤ বোম্বে


5➤ বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার ?

ⓐ বিহার
ⓑ অসম
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ

➤ বিহার


6➤ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি?

ⓐ বাংলা
ⓑ উর্দু
ⓒ হিন্দি
ⓓ সংস্কৃত

➤ সংস্কৃত


7➤ জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেন?

ⓐ সত্যজিৎ রায়
ⓑ মাইকেল মধুসূদন
ⓒ কাজী নজরুল ইসলাম
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

➤ সত্যজিৎ রায়


8➤ সংগীতকার মত শট কোথাকার লোক ছিলেন?

ⓐ জার্মানি
ⓑ আমেরিকা
ⓒ ভারত
ⓓ অস্ট্রেলিয়া

➤ জার্মানি


9➤ অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত?

ⓐ সিডনি
ⓑ ব্যাংকক
ⓒ লন্ডন
ⓓ প্যারিস

➤ লন্ডন


10➤ আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান?

ⓐ ১৯৭৪
ⓑ ১৯৭৫
ⓒ ১৯৭৬
ⓓ ১৯৭৮

➤ ১৯৭৬


11➤ কোন উৎসবে বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা?

ⓐ ওনাম
ⓑ পোঙ্গল
ⓒ নবরাত্রি
ⓓ করোগ

➤ ওনাম


12➤ রবীন্দ্রনাথের শেষের কবিতা হল একটি |

ⓐ গল্প
ⓑ কবিতা
ⓒ উপন্যাস
ⓓ ছোট গল্প

➤ উপন্যাস


13➤ রূপলি পর্দার সর্বপ্রথম নায়িকা কে?

ⓐ মধুবালা
ⓑ দেবিকা রানী
ⓒ নার্গিস দত্ত
ⓓ দুর্গা খোটে

➤ দেবিকা রানী


14➤ নিচের কোন ব্যক্তি ভারতরত্ন পান নি?

ⓐ রাজ কাপুর
ⓑ সত্যজিৎ রায়
ⓒ ওস্তাদ বিসমিল্লাহ খান
ⓓ লতা মঙ্গেশকার

➤ রাজ কাপুর


15➤ কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সঙ্গে সম্পর্কিত?

ⓐ জ্ঞানপিঠ
ⓑ পদ্মশ্রী
ⓒ ভারতরত্ন
ⓓ ম্যাগসেসে

➤ জ্ঞানপিঠ


16➤ If music be the food of love, play on বক্তা?

ⓐ উইলিয়াম শেক্সপিয়ার
ⓑ জন কিটস
ⓒ জজ বার্নার্ডশ
ⓓ অস্কার ওয়াইল

➤ উইলিয়াম শেক্সপিয়ার


17➤ ডেস্কডিমোনা শেক্সপিয়ার কোন নাটকের চরিত্র?

ⓐ এস ইউ লাইক ইট
ⓑ ওথেলো
ⓒ কিং লিয়ার
ⓓ টেম্পেস্ট

➤ ওথেলো


18➤ লাইফ ডিভাইন গ্রন্থটি রচয়িতা কে?

ⓐ বিবেকানন্দ
ⓑ শ্রী রামকৃষ্ণ
ⓒ শ্রী অরবিন্দ
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

➤ শ্রী অরবিন্দ


19➤ বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত?

ⓐ কথক
ⓑ ওডিসি
ⓒ মনিপুর
ⓓ মনিপুর

➤ ওডিসি


20➤ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটির লেখক?

ⓐ মির্জা গালিব
ⓑ মোহাম্মদ ইকবাল
ⓒ নাজির আহমেদ
ⓓ মীর আম্মান দেলভী

➤ মোহাম্মদ ইকবাল


21➤ নিত্য কলার কেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেন?

ⓐ বিরজু মহাজন
ⓑ সোনাল মন সিং
ⓒ রুমকিনি দেবী
ⓓ সুতপা তালুকদার

➤ রুমকিনি দেবী


22➤ অস্কারপ্রাপ্ত ছবি এলিজাবেথ এর পরিচালক কে?

ⓐ স্টিফেন স্পিলবার্ক
ⓑ আলফ্রেড হিচকক
ⓒ ক্লিন্ট ইস্টউড
ⓓ শেখর কাপুর

➤ শেখর কাপুর


23➤ To Live or Not Liveবইটির লেখক কে?

ⓐ লুই ফিশার
ⓑ মার্ক টুলি
ⓒ নিরদ সি চৌধুরী
ⓓ লিও তলস্তয়

➤ নিরদ সি চৌধুরী


24➤ বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব?

ⓐ কর্নাটক
ⓑ কেরল
ⓒ ওড়িশা
ⓓ মহারাষ্ট্র

➤ কেরল


25➤ রিমবন্ট একজন বিখ্যাত?

ⓐ চিত্রশিল্পী
ⓑ কবি
ⓒ নাট্যকার
ⓓ লেখক

➤ চিত্রশিল্পী


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top