ইতিহাসে সেরা ২5 টি প্রশ্নত্তর
– প্রিয় বন্ধুরা,
প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় ” Indian History ” এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে গুরুত্বপূর্ণ ২5 টি প্রশ্ন ব্যাখ্যা সহ নীচে দেওয়া হল । এই প্রশ্ন গুলো Food Si, Railway,Police বিভিন্ন আগত পরীক্ষায় গুরুত্বপূর্ণ |
সুতরাং দেরী না করে History সেরা ২5 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভালো করে দেখে নিন ।
1➤ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস এর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
ⓑ লর্ড লিনলিথগো
ⓒ লর্ড মাউন্টেন ব্যাটেন
ⓓ লর্ড ওয়াবেল
2➤ দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার হয়ে সুমাত্রা, জাভা ও মালেশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন?
ⓑ রাজেন্দ্র চোল
ⓒ প্রথম ফুলকেশী
ⓓ দ্বিতীয় মহিপাল
3➤ যৌন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয়?
ⓑ নিগ্রন্থ
ⓒ অরাহন্ত
ⓓ শ্বেতাম্বর
4➤ নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে?
ⓑ অথর্ববেদ
ⓒ যজুবেদ
ⓓ সামবেদ
5➤ পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন?
ⓑ ইতালি
ⓒ মরক্কো
ⓓ , মঙ্গেলিয়া
6➤ মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন?
ⓑ ১৯১৬ খ্রিস্টাব্দে
ⓒ ১৯১৫ খ্রিস্টাব্দে
ⓓ ১৯১৪ খ্রিস্টাব্দে
7➤ ১৬০৫ খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন?
ⓑ সিকান্দার লোদী
ⓒ আকবর লোদী
ⓓ ইব্রাহীম লোদি
8➤ সুভাষ চন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন?
ⓑ ১৮৭৯ খ্রিস্টাব্দে
ⓒ ১৮৯০ খ্রিস্টাব্দে
ⓓ ১৮৯৭ খ্রিস্টাব্দে
9➤ মোহাম্মদ বিন তুঘলক তার নতুন রাজধানীর নামকরণ করেন?
ⓑ তুঘলকাবাঁদ
ⓒ দৌতাবাদ
ⓓ আগ্রা
10➤ ভারতের শেষ ভাইসরয়ের নাম কি?
ⓑ লর্ড মাউন্টেন ব্যাটেন
ⓒ সি রাজা গোপালাচারী
ⓓ আচার্য কৃপালিনী
11➤ সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত?
ⓑ আফগানিস্তান
ⓒ ভারত
ⓓ উজবেকিস্তান
12➤ অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে?
ⓑ ১৯১৮ খ্রিস্টাব্দে
ⓒ ১৯১৯ খ্রিস্টাব্দে
ⓓ ১৯২০ খ্রিস্টাব্দে
13➤ কে ভারতের জাতীয় গান রচনা করেন?
ⓑ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী
ⓒ শ্রী অরবিন্দ।
ⓓ মহাত্মা গান্ধী
14➤ বাবর তার জীবনের অভিজ্ঞতা গুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করতেন তা হল?
ⓑ তুযুক ই সলতনন
ⓒ খরচা ই বাবরি
ⓓ কোনোটিই নয়
15➤ বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন?
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ বিন্দু সার
ⓓ অশোক
16➤ ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি?
ⓑ মহামায়া
ⓒ চিত্রাঙ্গদা
ⓓ কুন্তী
17➤ মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন?
ⓑ ইলতুৎমিস
ⓒ আলাউদ্দিন খলজী
ⓓ শেরশাহ
18➤ রাষ্ট্রকুট, প্রতিহার এবং পাল রাজারা জড়িত ছিলেন?
ⓑ ত্রিশক্তি দ্বন্দ্বের
ⓒ রাষ্ট্রদ্বন্দ্বে
ⓓ কোনোটিই নয়
19➤ কুতুব মিনারের নিমন্ত্রণকার্য কে সমাধান করেন?
ⓑ শাহজাহান
ⓒ ইলতুৎমিস
ⓓ বলবন
20➤ মমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন?
ⓑ উরঙ্গজেব
ⓒ শাহজাহান
ⓓ জাহাঙ্গীর
21➤ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
ⓑ উমেশচন্দ্র ব্যানার্জি
ⓒ অ্যানি বেসান্ত
ⓓ মতিলাল নেহেরু
22➤ সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন?
ⓑ টোকিও
ⓒ কলকাতা
ⓓ রেঙ্গুন
23➤ ভারতে কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি প্রণয়ন করেন?
ⓑ স্যার চার্লস মিডকা
ⓒ লর্ড উইলিয়াম বেন্টিং
ⓓ লর্ড হার্ডিঞ্জ
24➤ ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন?
ⓑ কুশিনগর
ⓒ সারনাথ
ⓓ কুন্দ গ্রাম
25➤ লন্ডনের কোথায় দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?
ⓑ কিং সলে প্যালেস
ⓒ বাকিংহাম প্যালেস
ⓓ 10 ডার্লিং স্ট্রিট