History সেরা ২5 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভালো করে দেখে নিন ।History Questions with Answers

২০২৩ ইতিহাস থেকে পরীক্ষায় আসার মতন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আলোচনা করা হলো।

1➤ কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতি?

ⓐ ১৭৮৪ খ্রি
ⓑ ১৭৮২ খ্রি
ⓒ ১৭৮৬ খ্রি
ⓓ ১৭৯০ খ্রি

➤ ১৭৮৪ খ্রি


2➤ পান্ডব বংশের রাজধানী ছিল?

ⓐ মহীশূর
ⓑ কানচিপুরাম
ⓒ মাদুড়াই
ⓓ দার সমুদ্র

➤ মাদুড়াই


3➤ আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন?

ⓐ অরবিন্দ ঘোষ
ⓑ পিসি ব্যানার্জি
ⓒ বিপিনচন্দ্র পাল
ⓓ সুভাষচন্দ্র বসু

➤ অরবিন্দ ঘোষ


4➤ ১৯৪০ সালে ১৭ই অক্টোবর স্বতন্ত্র সত্য গ্রহণ শুরু করেন ?

ⓐ সরদার বল্লভ ভাই প্যাটেল
ⓑ জহরলাল নেহেরু
ⓒ মহাত্মা গান্ধী
ⓓ আচার্য বিনোভা ভাবে

➤ আচার্য বিনোভা ভাবে


5➤ মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি ছিল?

ⓐ রাষ্ট্রকূট
ⓑ পল্লব
ⓒ পাল
ⓓ চোল

➤ রাষ্ট্রকূট


6➤ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়?

ⓐ সুরাট
ⓑ কলকাতা
ⓒ এলাহাবাদ
ⓓ মাদ্রাজ

➤ সুরাট


7➤ ভারতে কি হরিজন সংঘ গঠন করেন?

ⓐ ডক্টর বি আর আম্বেদকর
ⓑ মহাত্মা গান্ধী
ⓒ জ্যোতিবা ফুলে
ⓓ আচার্য বিনোদ ভাবে

➤ মহাত্মা গান্ধী


8➤ সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠিত করেন?

ⓐ রাজা রামমোহন রায়
ⓑ শ্রী নারায়ণ গুরু
ⓒ জ্যোতিরাও ফুলে
ⓓ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

➤ জ্যোতিরাও ফুলে


9➤ মিলিন্দ পঞ্চহ হল?

ⓐ সংস্কৃত নাটক
ⓑ যৌন রচনা
ⓒ পালিগ্রন্থ
ⓓ ফারসি গ্রন্থ

➤ পালিগ্রন্থ


10➤ গান্ধীজী কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন?

ⓐ ডান্ডি
ⓑ সবরমতী আশ্রম
ⓒ গুজরাট
ⓓ চম্পারন

➤ সবরমতী আশ্রম


11➤ পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে?

ⓐ মুঘল
ⓑ আফগান
ⓒ ইংরেজ
ⓓ ফরাসি

➤ আফগান


12➤ বৈদিক যুগে-

ⓐ বহুবিবাহ অপরিচিত ছিল
ⓑ বাল্যবিবাহ প্রচলন ছিল
ⓒ বিধবারা পুনর্বিবাহ করতে পারত
ⓓ উঁচু জাতিকে বিবাহ করা যেত

➤ বিধবারা পুনর্বিবাহ করতে পারত


13➤ আকবরের শাসনকালে ফারসি ভাষায় অনূদিত মহাভারত হল?

ⓐ যোগ্য নেতৃত্বের অভাব
ⓑ দুর্বল সৈন্য বাহিনী
ⓒ ব্রিটিশদের প্রকৃত ক্ষমতা নির্ণয়ের ব্যর্থতা
ⓓ সব কটি

➤ সব কটি


14➤ নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে?

ⓐ চার্টার অ্যাক্ট ১৮৩৩
ⓑ চার্টার অ্যাক্ট ১৮৫৩
ⓒ গভারমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯১৯
ⓓ গভরমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935

➤ চার্টার অ্যাক্ট ১৮৩৩


15➤ লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতর ভাবে জখম হন?

ⓐ ক্রিপস মিশন
ⓑ সাইমন কমিশন
ⓒ জালিয়ান ওয়ালা বাত হত্যাকাণ্ড
ⓓ রাওলাট আইন

➤ সাইমন কমিশন


16➤ হর্ষবর্ধন রচিত নাটক হলো?

ⓐ হর্ষচরিত
ⓑ কাদম্বরী
ⓒ রত্নাবল
ⓓ দশ কুমারচরিত

➤ রত্নাবল


17➤ শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন?

ⓐ ছত্রপতি শিবাজী
ⓑ রানা প্রতাপ
ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
ⓓ রানা সংঘ

➤ ছত্রপতি শিবাজী


18➤ গুরু গোবিন্দ সিং হলেন?

ⓐ দশম এবং শেষ শিখ গুরু
ⓑ ১৬৯৯ সালে খালসা এর প্রতিষ্ঠাত
ⓒ দশম গ্রন্থের লেখক
ⓓ দশম গ্রন্থের লেখক

➤ দশম গ্রন্থের লেখক


19➤ মুঘল সাম্রাজ্যের পতন কালে জাঠ সম্প্রদায়ের লোকেরা যার নেতৃত্বে শক্তিশালী দল হিসেবে পরিণত হন তিনি হলেন?

ⓐ রাজারাম
ⓑ চুরামন
ⓒ বদন শিং
ⓓ সুরজমল

➤ সুরজমল


20➤ কোন শাসক পাগলা রাজা নামে খ্যাতো?

ⓐ ইলতুৎমিস
ⓑ কুতুবুদ্দিন আইবক
ⓒ মোহাম্মদ বিন তুঘলক
ⓓ ঔরঙ্গজেব

➤ মোহাম্মদ বিন তুঘলক


21➤ মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন?

ⓐ অশোক
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ আলেকজান্ডার
ⓓ আকবর

➤ দ্বিতীয় চন্দ্রগুপ্ত


22➤ বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত?

ⓐ মহারাষ্ট্র
ⓑ অন্ধপ্রদেশ
ⓒ কঙ্কন
ⓓ কলিঙ্গ

➤ অন্ধপ্রদেশ


23➤ কি জাবতি প্রথার প্রবর্তন করেন?

ⓐ আকবর
ⓑ শেরশাও
ⓒ অশোক
ⓓ হর্ষবর্ধন।

➤ আকবর


24➤ কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?

ⓐ কুশান
ⓑ মৌর্য
ⓒ গুপ্ত
ⓓ বর্ধন

➤ মৌর্য


25➤ ইন্ডিয়ান অ্যাডমিনিস্টেটিভ সার্ভিস কার আমলে চালু হয়?

ⓐ লর্ড ডালহৌসি
ⓑ লর্ড কার্জন
ⓒ উইলিয়াম বেন্টিক
ⓓ লর্ড ওয়ালিস

➤ লর্ড ডালহৌসি


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top